রামুতে বর্ষায় বিলীন হতে পারে নদী পাড়ের ঘর – ইউ এস বাংলা নিউজ




রামুতে বর্ষায় বিলীন হতে পারে নদী পাড়ের ঘর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ | ৫:০৫ 90 ভিউ
কক্সবাজারের রামুতে বালু উত্তোলনকারী ইজারাদার ও অবৈধ বালু উত্তোলনকারীদের জন্য আসছে বর্ষা মৌসুমে নদী পাড় ভাঙ্গনের ফলে বিলীন হতে পারে হাজারো পরিবার । এর আগেও এই বালু উত্তোলনকারীদের জন্য রামুউপজেলাতে একরাকে ১০টি বাড়ি নদী গর্ভে বিলিন হয়েছিল । এমন সমস্যার সম্মুখিন আবারো হতে চান না রামুবাসি। জানা যায়, বাকঁখালী নদী থেকে রামুতে ড্রেজিং মেশিং দিয়ে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে বর্ষায় পানির নদী পাড়ের সিসি ব্লক বেষ্টিত বাঁধের বেশিরভাগ অংশ ধসে গেছে। দিন দিন বেড়ে চলছে ধস ও ভাঙনের তীব্রতা। এতে ঝুঁকিতে রয়েছে দুই গ্রামের হাজারো মানুষ। সামনের বর্ষায় বেড়িবাঁধ ও নদী ভাঙনের ফলে শত শত পরিবার

নদীতে বিলীন হওয়ার হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। বর্ষার আগেই সংস্কারের দাবি তোলেন তারা। সরেজমিনে দেখা যায়, বাঁকখালী নদীর ফতেখাঁরকুল ইউনিয়নের তেমুহনি জুলেকারপাড়া থেকে অফিসের চর পর্যন্ত বিভিন্ন স্থানে তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা মোস্তফা জামান শাহিন বলেন, বিগত দিনে অপরিকল্পিতভাবে ড্রেজিং ও বালু উত্তোলন করেছে। ইজারার সীমানা অতিক্রম করে বালু তোলায় নদী ভাঙন বেড়েছে। তিনি আরো বলেন, সামনের বর্ষায় বেড়িবাঁধ বিলীন হয়ে যাওয়ার আশংকা রয়েছে। পার্শ্ববর্তী আরেক বাসিন্দা রহিম উদ্দিন বলেন, অফিসের চর-রাজারকুল ব্রিজের আশেপাশে নদীর পাড় ভেঙেছে। ব্রিজটি নির্মাণের পর বিগত সরকারের জনপ্রতিনিধিরা দু'পাড়ে সিসি ব্লক দেয়নি। বর্তমানে ব্রিজটিও ঝুঁকিতে রয়েছে। সংস্কার করা না হলে আমাদের ঘর-বাড়ি সব নদীগর্ভে

বিলীন হয়ে যাবে। সাবেক এমইউপি সদস্য রিটন বড়ুয়া বলেন, ধসে পড়া সিসি ব্লকের দেড়শ ফুট উজানে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করায় ব্লকের নিচের বালি সরে গেছে। স্রোতের তীব্রতায় ব্লকগুলো ধসে পড়েছে। তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ স্থানে বালু তোলার বিষয়ে জেলা প্রশাসনের কোন ধরনের তদারকি নেই। এ নিয়ে রাজারকুল-ফতেখাঁরকুল পাশ্ববর্তী দুই পাড়ের বাসিন্দার মাঝে আতঙ্ক বিরাজ করছে। ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন বলেন, এই বেড়িবাঁধ ভাঙলে রামু-মরিচ্যা আরাকান সড়ক তলিয়ে যোগাযোগ বন্ধের আশঙ্কা রয়েছে। পথচারী ছাড়া সেনানিবাস থাকায় এ সড়কে নিত্যদিন যাতায়াত করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। তাই এই বেড়িবাঁধ সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে যে কোনো

সময় বেড়িবাঁধ ভেঙে তলিয়ে যেতে পারে সড়ক ও পাশ্ববর্তী ঘর-বাড়ি। এনিয়ে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড অফিসে স্থানীয়রা একাধিকবার অবহিত করলে তারা পরিদর্শন করে গেলেও এখনো সংস্কারের কোন উদ্যোগ নেয়নি। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড জানায়, তারা উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করেছেন। এদিকে উদ্বেগ উৎকন্ঠায় দিন-যাপন করছেন নদী পাড়ের হাজারো বাসিন্দা। অতি শীঘ্রই সংস্কারের দাবি তুলেছেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রূপপুরে রহস্যজনক মৃত্যুর তালিকায় আরও একটি নাম: দোভাষীর মরদেহ উদ্ধার সীতাকুণ্ডে আওয়ামী লীগের দোসর আখ্যায় পূজারত সাংবাদিকের ওপর মব হামলা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১২ সুপারিশ নিয়ে ইউনূস সরকারকে ৬ মানবাধিকার সংস্থার চিঠি কক্সবাজার রেলস্টেশনও তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে ল্যুভর জাদুঘর থেকে অমূল্য রত্নরাজি চুরি, ঐতিহাসিক নিদর্শন খুইয়ে মুষড়ে পড়েছে প্যারিস ‘কোটা না মেধা? মেধা মেধা’ স্লোগানদাতারা কেন চাকরিতে নারী কোটার পক্ষে ফিরতে চায় এখন? মানবাধিকার সংকটে বাংলাদেশ: জাতিসংঘের নীরবতা কি ন্যায়বিচারের সহায়? রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত তালিবান সরকার সৌদি আরবে চিরুনি অভিযান: এক সপ্তাহে গ্রেপ্তার ২৩ হাজারের বেশি জেলেনস্কি-ট্রাম্প আলোচনার পরেও টমাহক ক্ষেপণাস্ত্র পেল না ইউক্রেন কক্সবাজার রেলস্টেশনও তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩০১ মামলা সোমবার সমাবেশ ও আমরণ অনশনের ঘোষণা আগুনে রূপপুর প্রকল্পের মালামাল পোড়ার সত্যতা মেলেনি অর্থসংকটে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বড় ছাঁটাই পুরোপুরি নিভল শাহজালালের কার্গো ভিলেজের আগুন ভুখা মিছিল শেষে শহীদ মিনারে ফিরে গেলেন শিক্ষকরা ম্যাগুয়্যারের গোলে ১৬ বছর পর অ্যানফিল্ডে লিভারপুলকে হারালো ম্যানইউ ১৬ মাসের অন্তঃসত্ত্বা সোনাক্ষী! প্রশ্নবিদ্ধ মাহিয়া মাহি