রামুতে বর্ষায় বিলীন হতে পারে নদী পাড়ের ঘর – ইউ এস বাংলা নিউজ




রামুতে বর্ষায় বিলীন হতে পারে নদী পাড়ের ঘর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ | ৫:০৫ 40 ভিউ
কক্সবাজারের রামুতে বালু উত্তোলনকারী ইজারাদার ও অবৈধ বালু উত্তোলনকারীদের জন্য আসছে বর্ষা মৌসুমে নদী পাড় ভাঙ্গনের ফলে বিলীন হতে পারে হাজারো পরিবার । এর আগেও এই বালু উত্তোলনকারীদের জন্য রামুউপজেলাতে একরাকে ১০টি বাড়ি নদী গর্ভে বিলিন হয়েছিল । এমন সমস্যার সম্মুখিন আবারো হতে চান না রামুবাসি। জানা যায়, বাকঁখালী নদী থেকে রামুতে ড্রেজিং মেশিং দিয়ে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে বর্ষায় পানির নদী পাড়ের সিসি ব্লক বেষ্টিত বাঁধের বেশিরভাগ অংশ ধসে গেছে। দিন দিন বেড়ে চলছে ধস ও ভাঙনের তীব্রতা। এতে ঝুঁকিতে রয়েছে দুই গ্রামের হাজারো মানুষ। সামনের বর্ষায় বেড়িবাঁধ ও নদী ভাঙনের ফলে শত শত পরিবার

নদীতে বিলীন হওয়ার হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। বর্ষার আগেই সংস্কারের দাবি তোলেন তারা। সরেজমিনে দেখা যায়, বাঁকখালী নদীর ফতেখাঁরকুল ইউনিয়নের তেমুহনি জুলেকারপাড়া থেকে অফিসের চর পর্যন্ত বিভিন্ন স্থানে তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা মোস্তফা জামান শাহিন বলেন, বিগত দিনে অপরিকল্পিতভাবে ড্রেজিং ও বালু উত্তোলন করেছে। ইজারার সীমানা অতিক্রম করে বালু তোলায় নদী ভাঙন বেড়েছে। তিনি আরো বলেন, সামনের বর্ষায় বেড়িবাঁধ বিলীন হয়ে যাওয়ার আশংকা রয়েছে। পার্শ্ববর্তী আরেক বাসিন্দা রহিম উদ্দিন বলেন, অফিসের চর-রাজারকুল ব্রিজের আশেপাশে নদীর পাড় ভেঙেছে। ব্রিজটি নির্মাণের পর বিগত সরকারের জনপ্রতিনিধিরা দু'পাড়ে সিসি ব্লক দেয়নি। বর্তমানে ব্রিজটিও ঝুঁকিতে রয়েছে। সংস্কার করা না হলে আমাদের ঘর-বাড়ি সব নদীগর্ভে

বিলীন হয়ে যাবে। সাবেক এমইউপি সদস্য রিটন বড়ুয়া বলেন, ধসে পড়া সিসি ব্লকের দেড়শ ফুট উজানে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করায় ব্লকের নিচের বালি সরে গেছে। স্রোতের তীব্রতায় ব্লকগুলো ধসে পড়েছে। তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ স্থানে বালু তোলার বিষয়ে জেলা প্রশাসনের কোন ধরনের তদারকি নেই। এ নিয়ে রাজারকুল-ফতেখাঁরকুল পাশ্ববর্তী দুই পাড়ের বাসিন্দার মাঝে আতঙ্ক বিরাজ করছে। ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন বলেন, এই বেড়িবাঁধ ভাঙলে রামু-মরিচ্যা আরাকান সড়ক তলিয়ে যোগাযোগ বন্ধের আশঙ্কা রয়েছে। পথচারী ছাড়া সেনানিবাস থাকায় এ সড়কে নিত্যদিন যাতায়াত করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। তাই এই বেড়িবাঁধ সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে যে কোনো

সময় বেড়িবাঁধ ভেঙে তলিয়ে যেতে পারে সড়ক ও পাশ্ববর্তী ঘর-বাড়ি। এনিয়ে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড অফিসে স্থানীয়রা একাধিকবার অবহিত করলে তারা পরিদর্শন করে গেলেও এখনো সংস্কারের কোন উদ্যোগ নেয়নি। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড জানায়, তারা উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করেছেন। এদিকে উদ্বেগ উৎকন্ঠায় দিন-যাপন করছেন নদী পাড়ের হাজারো বাসিন্দা। অতি শীঘ্রই সংস্কারের দাবি তুলেছেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাজায় অনাহারে অপুষ্টিতে ৫৭ শিশুর মৃত্যু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা ইসরাইলের বর্বরোচিত হামলায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের নয়া মেরুকরণের পথে রাজনীতি বিদেশে পাচারের টাকা দেশে আনতে ১১ চ্যালেঞ্জ ফররুখ আহমদের স্মৃতিধন্য বসতভিটা ধ্বংসের পথে এসএ গেমসের বাকি সাত মাস, প্রস্তুতি শুরু কবে? যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩০০ বিলিয়ন ডলারের চুক্তি করল সৌদি আরব ছাত্রাবাসে ধর্ষণ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে রমরমা মামলা বাণিজ্য নতুন নিষেধাজ্ঞা কি থামাতে পারবে ইরানের পরমাণু অভিযাত্রা? ক্ষতিপূরণ পাচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা বেতন-পদোন্নতি নিয়ে চিকিৎসকদের সুখবর দিল সরকার গাজায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৪২ খুলনাসহ যেসব অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’ গাজা নিয়ে নেতানিয়াহুর ভয়ংকর হুমকি প্রথা ভেঙে ট্রাম্পকে সম্মান জানালেন সৌদি যুবরাজ নমনীয় পদক্ষেপে বাংলাদেশ পাচ্ছে আইএমএফের ঋণ ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান প্রথমে ধোলাই, তারপর সেই নেতাকে পুলিশে দিল ছাত্র-জনতা