মুসলিম রোহমনকে ছাড়তে নারাজ সুস্মিতা – ইউ এস বাংলা নিউজ




মুসলিম রোহমনকে ছাড়তে নারাজ সুস্মিতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৪ | ৫:৪৩ 16 ভিউ
২০২১ সালে আচমকাই প্রেমিক রোহমন শলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। তারপর প্রেমের প্রস্তাবও পেয়েছেন। কিন্তু আগাননি। এমনকী এই মুহূর্তেও সুস্মিতা আর কোনও সম্পর্কে নেই, সে কথা নিজেই জানিয়ে দিয়েছেন। এর মধ্যে অসুস্থ হয়েছিলেন অভিনেত্রী। কাজেও ফিরেছেন। সে থেকেই তার সঙ্গে আবার দেখা যাচ্ছে প্রাক্তন রোহমন শলকে। যদিও প্রাক্তন প্রেমিকের ফিরে আসা নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। তারা কোনো সম্পর্কে না থাকলেও বিভিন্ন সময় সুস্মিতা ও তার মেয়েদের সঙ্গে দেখা যায় প্রাক্তন প্রেমিক রোহমনকে। এই নিয়ে বলিউডে যথেষ্ট ফিসফাসও রয়েছে। আদতে কোন ধরনের সম্পর্ক তাদের, নেটমাধ্যমে প্রশ্ন উঠেছে বার বার। এবার নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুললেন রোহমন। সম্প্রতি এক

সাক্ষাৎকারে রোহমন বলেন, ‘আমাদের সম্পর্কটা ডালভাতের মতো। আমরা একে অপরকে ভীষণ ভাল ভাবে বুঝতে পারি। তাই লোক কী বলে পাত্তা দিই। আর আমি রোজ অনেক কিছু শিখি ওর থেকে। সম্পর্ক ভেঙে গেলে বন্ধুত্ব ভেঙে যায় মানি না।’ রোহমন আরও বলেন, ‘আমাদের যে রোজ দেখা হয় তেমন নয়, আমাদের রোজ কথা হয় তেমন নয়। কিন্তু ওরা আমার পরিবার। যখনই ওদের আমাদের দরকার পড়বে আমি ওদের পাশে আছি।’ ২০১৮ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ হয়েছিল সুস্মিতা-রোহমানের। বিচ্ছেদের সময় রোহমানের সঙ্গে নিজের ছবি দিয়ে প্রাক্তন বিশ্বসুন্দরী লিখেছিলেন, ‘আমরা বন্ধু হয়ে যাত্রা শুরু করেছিলাম, বন্ধুত্ব থাকবে। দীর্ঘ সম্পর্কে থাকলাম... ভালোবাসাও থেকে যাবে।’ সে কথাই রাখছেন সুস্মিতা- মনে

করেন রোহমন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘অখণ্ড বাংলাদেশ’ গঠনের ডাক, তীব্র প্রতিক্রিয়া দিল্লির রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি: সংকটে নিম্ন আয়ের মানুষ রাজধানীতে ছিনতাইয়ের বাড়বাড়ন্ত সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনায় মিঠুন চক্রবর্তীর সতর্কবার্তা জার্মানি নির্বাচনে ইলন মাস্কের হস্তক্ষেপ নিয়ে তর্ক-বিতর্ক গত ৪৮ ঘণ্টায় ৩ মন্দিরে হামলা, প্রশ্নবিদ্ধ ‘নতুন বাংলাদেশ’ ‘খুনি হিসেবে র‌্যাবকে সমাজে রাখা ঠিক হবে না’ দিল্লিতে নির্বাসিত হাসিনা, বাংলাদেশ- ভারত সম্পর্কে টানাপোড়ন: এবিসি আমাদের পাকঘরে উঁকি মারবেন না: ভারতকে ডা. শফিকুর রহমান রাখাইনে সামরিক সদর দপ্তর দখলে নিয়েছে আরাকান আর্মি শেখ হাসিনাকে দেখে রাখার ঘোষণা দিয়ে নিজেই হলেন পলাতক ২৬ বছর আগের ইলন মাস্কের ‘প্রলাপ’এখন বাস্তব দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে পণ্য নিয়ে চট্টগ্রামে ভিড়লো জাহাজ ভারত একটি মারমুখী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে: আশরাফ কায়সার ‘আওয়ামী লীগ দালাল না, ভারতেরই সরকার ছিল’ নাটোরে মহাশ্মশানে ডাকাতি, মন্দিরে লুটপাট, সেবায়েতকে হত্যা ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ মূল্যস্ফীতি প্রকাশে কারচুপি নেই, তাই বেশি দেখাচ্ছে: অর্থ উপদেষ্টা