বাণিজ্য মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: বাণিজ্য সচিব – ইউ এস বাংলা নিউজ




বাণিজ্য মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: বাণিজ্য সচিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৫ | ৬:০৩ 15 ভিউ
বাণিজ্য মন্ত্রণায়লের সচিব সেলিম উদ্দিন বলেছেন, বাণিজ্য মেলার প্রস্তুতি সম্পন্ন। এবারের বাণিজ্য মেলার দর্শনার্থীদের ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। চতুর্থবারের মতো পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ১ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টায় উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মেলায় ই-টিকেটিং, সোর্সিং কর্নার, জুলাই গণঅভ্যুখানের স্মৃতির আদলে জুলাই কর্নার থাকবে। থাকবে ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের সব সুযোগ-সুবিধা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান

আনোয়ার হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) আবদুর রহিম খান। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, মেলার বাইরে ভাসমান কোনো দোকান থাকবে না। জনদুর্ভোগ থাকবে না। মেলার ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এজন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র্যাব, গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী মেলা প্রাঙ্গণ ও প্রাঙ্গণের বাইরে নিয়মিত টহল দেবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাণিজ্য মন্ত্রণায়লের সচিব সেলিম উদ্দিন বলেন, বাণিজ্য মেলার ক্রেতা-দর্শনার্থীদের আসা-যাওয়ার সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে কনসেশন। মেলায় প্রথমবারের মতো ই-টিকেটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই

চত্বর ও ছত্রিশ চত্বর। দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধকরণার্থে তৈরি করা হয়েছে ইউথ প্যাভিলিয়ন। বয়সভিত্তিক দর্শনার্থীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে প্রযুক্তি কর্নার, সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার। শিশুদের নির্মল চিত্তবিনোদনের জন্য মেলায় থাকছে শিশু পার্ক। পণ্য প্রসার ও বিপণনের জন্য মেলায় থাকছে উন্মুক্ত সাংস্কৃতিক কেন্দ্র। মহিলা, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী, কুটির, তাঁত, বস্ত্র, হস্তশিল্পের উদ্যোক্তাদের সংরক্ষিত স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া তারুণ্যের শক্তি ও উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে মাসব্যাপী মেলায় থাকছে বিভিন্ন আয়োজন। মেলায় বিভিন্ন ক্যাটাগরির ৩৬১টি প্যাভিলিয়ন, স্টল, রেস্টুরেন্ট রয়েছে। এক্সিবিশন সেন্টারের ১ লাখ ৬৬ হাজার ৩০০শ’ বর্গফুট আয়তনের দুইটি হলে ১৭৮টি স্টল, সম্মুখভাগের উন্মুক্ত জায়গায় ৮৪টি বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়নসহ স্টল, মিনি

স্টল, কফি সপসহ ৯৯ ক্যাটাগরির মিনি প্যাভিলিয়ন, প্যাভিলিয়ন, স্টল, রেস্টুরেন্ট, মিনি রেস্টুরেন্ট রয়েছে। দেশীয় বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিক্স অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্সস, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহসামগ্রী, চামড়া, আর্টিফিসিয়াল চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর ইত্যাদি পণ্য মেলায় প্রদর্শিত হবে। মেলার প্রবেশ গেটে প্রয়োজনীয় সংখ্যক আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করা হয়েছে। অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে মেলায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবে ফায়ার ব্রিগেড। মেলায় প্রতিদিন ৫০ জন বিএনসিসি ক্যাডেট নিয়োজিত থাকবে। পর্যাপ্ত সংখ্যক টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্নতায় শতাধিক পরিচ্ছন্নতা কর্মী সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। মেলায় খাদ্য

দ্রব্যের মান নিয়ন্ত্রণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। মেলায় ১১টি প্রতিষ্ঠানকে প্রিমিয়ার রেস্টুরেন্ট, প্রিমিয়ার মিনি রেস্টুরেন্ট, কফি সপ বরাদ্দ দেওয়া হয়েছে। ৫০০ আসন বিশিষ্ট একটি ক্যাফেটেরিয়া রয়েছে। চিকিৎসক ও পেসেন্ট কেয়ার এটেনডেন্ট বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও চিকিৎসা পরামর্শ দেবে। ৫ শতাধিক গাড়ি পার্কিং সুবিধা সম্বলিত দ্বিতল কার পার্কিং, বিল্ডিং ছাড়াও বিপুল সংখ্যক গাড়ির পার্কিং এর ব্যবস্থা রাখা হয়েছে। ব্যাংকিং সার্ভিসে থাকবে পর্যাপ্ত সংখ্যক ব্যাংক বুথ। মা ও শিশুদের জন্য মেলায় থাকবে মা ও শিশু কেন্দ্র। মেলায় সাধারণ দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খেজুর বাগান, খামার বাড়ি), নারায়ণগঞ্জ ও নরসিংদী হতে প্রতিদিন সকাল ৮টা থেকে বাণিজ্য মেলার

উদ্দেশ্যে বিআরটিসির ২০০টির বেশি ডেডিকেটেড শাটল বাস চলাচল করবে। মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ রাত ১১টায় শাটল বাস ছাড়বে। ফার্মগেট থেকে মেলা প্রাঙ্গণ ভাড়া ৭০ টাকা। কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ ভাড়া ৩৫ টাকা। নারায়ণগঞ্জ থেকে মেলা প্রাঙ্গণ ভাড়া ১২০ টাকা। নরসিংদী থেকে মেলা প্রাঙ্গণ ভাড়া ৯০ টাকা। মেলা প্রাঙ্গণ থেকে গুলিস্তান ভাড়া ৮০ টাকা। গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ ভাড়া ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মেলায় প্রাপ্ত বয়স্কদের জন প্রতি প্রবেশ টিকিটের মূল্য ৫০ টাকা। ১২ বছর বয়সের নিচে শিশুদের প্রবেশ টিকিটের মূল্য ২৫ টাকা। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীরা কার্ড প্রদর্শনে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তা প্রদানের

পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ১৯৯৫ সাল হতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা হচ্ছে। অন্য বছরের মতো এবারো সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ও সাপ্তাহিক ছুটির দিন রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উড়োজাহাজ দুর্ঘটনায় ৬৮ হাজার ডলার অনুদান দিলেন বিটিএসের জে-হোপ শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আগের মতোই নিরুত্তর ভারত টাঙ্গাইলে প্রশিক্ষণরত ১৪ পুলিশ কনস্টেবলকে অব্যাহতি বিপর্যয় থেকে মুগ্ধ-রনির ব্যাটে ভালো পুঁজি খুলনার ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রেলওয়ের নির্দেশনা শীতের মেয়াদ কি কমে যাচ্ছে ডোপ টেস্ট কিটে ‘মাফিয়াগিরি’ নির্বিচার আতশবাজি ফানুস, বিপন্ন প্রাণ-প্রকৃতি কুয়াশায় ঢাকা রাজধানী, বেড়েছে শীতের তীব্রতা লাগেজে অবৈধ মদ বহন, দুই কেবিন ক্রুর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিমান প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার দাবি গাড়ি আমদানিতে নগদ মার্জিনের শর্ত শিথিল ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৮ শতাংশ তুরস্কে ফিলিস্তিনিদের সমর্থনে সমাবেশে হাজারো মানুষের ঢল চালের বাজার অস্থির, নাগালের বাইরে মাছ-মাংসের দাম বিয়ে না করেই একসঙ্গে বসবাস , বিপাকে অভিনেত্রী স্বাগতা সাকিব বাদে বিপিএল কি লবণ ছাড়া তরকারি? পুলিশের মধ্যে ডিবির হারুনের বিরুদ্ধে হত্যা মামলা সবচেয়ে বেশি অগ্নিনির্বাপক যন্ত্র বাণিজ্যের অভিযোগ দুই কর্মকর্তার বিরুদ্ধে রানপাহাড়ে চাপা পড়ল রাজশাহী, চিটাগংয়ের রেকর্ডগড়া জয়