বাগমারার বিলে ৬০ বিঘা কৃষিজমিতে যুবদল নেতার পুকুর খনন – ইউ এস বাংলা নিউজ




বাগমারার বিলে ৬০ বিঘা কৃষিজমিতে যুবদল নেতার পুকুর খনন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ | ৮:০৭ 16 ভিউ
রাজশাহীর বাগমারার খোর্দ্দকৌর এলাকার নিমাই বিলের ৬০ বিঘা ফসলি জমিতে পুকুর খনন করা হয়েছে। রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল কয়েকজন যুবদল নেতা এবং তার সহযোগীদের নিয়ে কৃষকের জমিতে জোরপূর্বক পুকুর খনন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত সমস্ত প্রমাণাদি হাতে এসেছে। এদিকে এ ঘটনায় টুটুলসহ তার সহযোগীদের বিরুদ্ধে আফাজ উদ্দিন প্রামাণিক নামের এক কৃষক আদালতে মামলা করেছেন। এছাড়া পুকুর খনন চক্রের বিরুদ্ধে থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। রাজশাহীর পরিবেশবাদী একটি সংগঠনের পক্ষ থেকেও স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, নিমাই বিলের ২৫ জন কৃষকের প্রায় ৬০ বিঘা কৃষি জমিতে ইতোমধ্যে পুকুর খননের কাজ

প্রায় শেষ। তাদের কেউই জমিতে পুকুর খননের অনুমতি দেননি। তারপরও জোরপূর্বক পুকুর খনন করা হয়েছে। বাধা দেওয়ায় যুবদলের নেতাকর্মীরা হুমকি-ধমকি দিচ্ছেন। এর ফলে ভুক্তভোগী কৃষক এবং তাদের পরিবারের সদস্যরা চরম আতঙ্কে রয়েছেন। জমি হারানোর শঙ্কায় রয়েছেন। খাট সংকটের সম্ভাবনাও তৈরি হয়েছে। এদিকে গত ১৯ মার্চ আফাজ উদ্দিন প্রামাণিক নামের এক কৃষক জেলার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় যুবদল নেতা রেজাউল করিম টুটুলকে প্রধান আসামি করেছেন। মোট ১১ আসামির মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- বাগমারার তাহেরপুর পৌর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, তাহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা শরিফুজ্জামান শরিফ, ভবানীগঞ্জ পৌর যুবদলের সাবেক সভাপতি মো. মানিক, যুবদল নেতা শাহাদাত, ইমন

ও সাদ্দাম। মামলার আরজির বরাত দিয়ে বাদীর আইনজীবী হোসেন আলী পিয়ারা বলেন, মামলার আসামিরা গত ফেব্রুয়ারি থেকে আফাজ উদ্দিন প্রামাণিকের ৯৩ শতক জমিতে পুকুর খনন শুরু করেন। বাধা দিতে গেলে তারা আফাজের সঙ্গে মারমুখী আচরণ করেন। এ মামলার বাদীসহ অন্য ভুক্তভোগী কৃষকেরা বাগমারা থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) শরণাপন্ন হলেও প্রতিকার পাননি। তাই এ মামলা করা হয়। জোরপূর্বক জমিতে পুকুর খননের ব্যাপারে গত ৮ মার্চ আমজাদ হোসেন প্রামাণিক নামের আরেক কৃষক বাগমারা থানায় একটি জিডি করেন। এতে উল্লেখ করা হয়, সম্প্রতি যুবদলের ওই নেতারা জোরপূর্বক তার জমিতে পুকুর খনন শুরু করেন। খবর পেয়ে তিনি গিয়ে বাধা দেন। এ কারণে গত ৬

মার্চ সকালে যুবদল নেতারা তার বাড়ি গিয়ে প্রাণনাশের হুমকি দেন। এতে তিনি চরম নিরাপত্তাহীয় রয়েছেন। ভুক্তভোগী আমজাদ বলেন, আমার জমিতে পুকুর কাটছে, অথচ আমিই জানি না। আমার এটা ধানি জমি। এই জমির ধানই আমরা সারাবছর খাই। ওই জমি হারালে তো আমি বিপদে পড়ে যাব। চালের অভাবে পরিবারের সদস্যদের নিয়ে সমস্যায় পড়ব। তবে অভিযোগ অস্বীকার করে জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল বলেন, জমি দখল করে পুকুর খননের সঙ্গে আমার ন্যূনতম সম্পৃক্ততা নেই। মামলা হওয়ার পরে প্রশাসনের সঙ্গে কথা বলে জানলাম তারা চারবার সেখানে অভিযান চালিয়েছে। তারা আমার নাম পায়নি। কিন্তু হঠাৎ করে মামলায় আমাকে আসামি করা হয়েছে। জিডিতেও আমার নাম নেই।

যে বা যারা এসবের সাথে সম্পৃক্ত, আমিও চাই তাদের শাস্তি হোক। তিনি বলেন, আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইব। এলাকায় আমি জনপ্রিয়। একারণে ভয় পেয়ে দলের একটি অংশ আমার ক্ষতি করার চেষ্টা করছে। পুকুর খননের সঙ্গে যদি যুবদলের অন্য কেউ জড়িত থাকে জেলা কমিটির সদস্য সচিব হিসেবে আমি নিজেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। এদিকে পুকুর খননের ব্যাপারে গত ৮ মার্চ ঈশিতা ইয়াসমিন নামের আরেক নারী থানায় জিডি করেছেন। তার অভিযোগ, তাদের জমিতেও জোরপূর্বক পুকুর খনন করা হচ্ছে। বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এখন তিনিও পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছেন। অপরদিকে নিমাই বিলে জোরপূর্বক পুকুর খননের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে

জুলাই-৩৬ পরিষদ, সবুজ সংহতি ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের পক্ষ থেকে গত ১৩ মার্চ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপিতে বলা হয়েছে, পুকুর খনন চক্র কৃষকের ধানি জমি নষ্ট করে পুকুর কাটছে। বাধা দিতে গেলে তারা কৃষকদেরই প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি কৃষকদের ধানি জমিতে সেচ দেওয়াও বন্ধ করে দেওয়া হচ্ছে। অভিযোগ করতে গেলে থানার ওসি উল্টো ফ্যাসিস্টদের সহযোগী তকমা দিয়ে ভুক্তভোগী এক নারীকেই গ্রেফতারের ভয় দেখান এবং মামলা নিতে আপত্তি জানান। অথচ ভুক্তভোগী সেই নারী জুলাই ৩৬ অভ্যুত্থানের একজন সম্মুখযোদ্ধা। থানার ওসি প্রভাবশালীদের পক্ষ নেন এবং তাদের সঙ্গে সমঝোতার জন্য ওই নারীকে চাপ দেন। এ অভিযোগের বিষয়ে জানতে

চাইলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, অভিযোগ নেওয়া হয়নি এটা ঠিক নয়। অভিযুক্তরা প্রভাবশালী হলেও তাদের বিপক্ষে থানায় জিডি হয়েছে। এটা আদালতে প্রসিকিউশনের জন্য পাঠানো হয়েছে। প্রসিকিউশনের পর আদালতের নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বাগমারায় কৃষকের জমিতে এভাবে জোরপূর্বক পুকুর খনন সরেজমিনে গিয়ে দেখে এসেছেন জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী। তিনি বলেন, আমরা আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে এক ফ্যাসিস্ট সরিয়েছি আরেক ফ্যাসিস্টের উত্থানের জন্য নয়। পরিবেশের ক্ষতি করে, মানুষকে ভয়ভীতি দেখিয়ে এবং জমি দখল করে যারা সমাজে দুর্গন্ধ ছড়াচ্ছে আমরা তাদের ছাড় দেব না। অবিলম্বে এই পুকুর খনন প্রশাসনকে বন্ধ করতে হবে। বাগমারার ইউএনও মাহবুবুল ইসলাম বলেন, নিমাই বিলে পুকুর খনন বন্ধ করতে চারবার অভিযান চালিয়েছি। আমি এক্সকেভেটর যন্ত্র অকার্যকর করে এসেছি। আমরা খবর রাখছি। পুকুর খনন হবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘বিষাদময় রক্তাক্ত ঈদ, আমরা সব হারিয়েছি’ চাঁদ দেখা গেছে, কাল ঈদ জাতীয় ঈদগাহে আসবেন না রাষ্ট্রপতি ঝড়ের তোড়ে গাছ উপড়ে হিমাচলে ৬ জনের প্রাণহানি মৃতদেহ সৎকারে হিমশিম খাচ্ছে মান্দালয়ের শ্মশানগুলো ভূমিকম্পের পূর্বাভাস কেন সচরাচর ভুল হয় ফিলিস্তিনিদের রক্তাক্ত ঈদ, ইসরাইলি বোমা হামলায় নিহত ২০ সৌদির সঙ্গে মিলিয়ে ঈদ করেছে মঠবাড়িয়ার ৮ শতাধিক পরিবার ভূমিকম্পের পরও যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে বিমান হামলা চালাচ্ছে জান্তা সরকার বেতন বোনাসের দাবিতে বিক্ষোভ-কান্না শ্রমিকদের সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ১৬০০ ছোট্ট শিশুর লাশ নেওয়ার কেউ নেই শেষবেলায় ভিড় হলেও ভোগান্তি হয়নি চাঁদের অপেক্ষায় ঈদ খুলনায় মধ্যরাতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, গ্রেপ্তার ১১ বদলে গেছে ঈদ উদযাপনের ধারা মিয়ানমারে নিহত হাজার ছাড়াল, নিখোঁজ ৩০ মালয়েশিয়ায় ঈদ কবে জানা যাবে রোববার আবেদনের আগেই অর্থছাড়