![](https://usbangla24.news/wp-content/themes/pitwmeganews/pitw-assets/pitw-image/user_default.png)
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/১০-2502062318.webp)
৭৩% মানুষ মুদ্রিত সংবাদপত্র পড়েন না, রেডিও শোনেন না ৯৪%: বিবিএস জরিপ
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/49-2-2502061939.webp)
শেষ হলো ট্রাম্পের ’ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/৫-2502062014.webp)
ভোলায় এবার এক্সেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হলো আওয়ামী লীগ কার্যালয়, শেখ মুজিবের ম্যুরাল
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/e047b920-e478-11ef-a819-277e390a7a08.jpg.webp)
ধানমন্ডি ৩২ নম্বরসহ সারা দেশে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় যা বলছেন রাজনীতিবিদরা
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/9c495c20-e4bd-11ef-a319-fb4e7360c4ec.jpg.webp)
ভাঙচুর-অগ্নিসংযোগ ‘শক্তভাবে প্রতিহতের’ ঘোষণা সরকারের, ধানমন্ডি ৩২ নম্বরে মধ্যরাতেও ভিড়, ভারতের নিন্দা
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/800acb8d-8213-4d4f-a763-79f0e2d72a28.jpg.webp)
ভবন ভাঙতে বুলডোজার কোথা থেকে এলো- এ নিয়ে প্রশ্ন
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/ad3eab46-8759-4956-abbc-16432a7c96cc.jpg.webp)
সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে ভাঙচুরের পর আগুন
বাংলাদেশে পুলিশে হিন্দুদের নিয়োগ বাতিল: ফ্যাক্ট চেক যা বলছে
![](https://usbangla24.news/wp-content/uploads/2024/12/2-1-2412291540.jpg)
ভারতের কতকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম `ওয়ানইন্ডিয়া' আজ ২৯ ডিসেম্বর ‘পুলিশে হিন্দুদের নিয়োগ বাতিল’এমন শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।
প্রকাশিত সংবাদে দাবি করা হয়,মুখে অন্য বুলি আওড়ালেও মহম্মদ ইউনূসের হিন্দু বিরোধী মনোভাব ফের প্রকাশ্যে। বাংলাদেশের পুলিশ প্রশাসনে হিন্দুদের নিয়োগ নিষিদ্ধ করলো ইউনূসের সরকার। বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাবলিক সার্ভিস কমিশনের তরফে এনিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।
ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদন আরো বলছে, পুলিশের উচ্চপদে তো নয়ই, কনস্টেবল পদেও হিন্দুদের নিয়োগ করা যাবে না বলে নির্দেশিকা জারি। ইউনূস সরকারের এমন নির্দেশের ফলে প্রায় দেড় হাজারেরও বেশি হিন্দু চাকরিপ্রার্থীর দরখাস্ত বাতিল হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
শুধু তাই নয়, বর্তমানে কর্মরত এএসপি ও এসপি পদমর্যাদার প্রায়
১০০ হিন্দু অফিসারকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। পুলিশের ওই সমস্ত শীর্ষ পদে জামাত-ই-ইসলামির (Jamaat e Islami) মৌলবাদীদের জন্য সংরক্ষিত করে রেখেছে ইউনূসের সরকার। হিন্দুদের নিয়োগ থেকে বঞ্চিত করতে গোটা নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ৭৯ হাজার পুলিশ অফিসার নিয়োগের প্রক্রিয়া বাতিল করে আসন্ন ২০২৫ সালের জানুয়ারি নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। ওই নির্দেশিকার ফলে নতুন করে আর হিন্দু চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন না। অথচ পুলিশ সদরদফতর সংস্কার প্রস্তাবে বলা হয়েছে,মানুষের চাহিদা বিবেচনায় এবার স্বাধীন পুলিশ কমিশন গঠনের লক্ষ্যে একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করেছে পুলিশ সদরদফতর। জনবান্ধব পুলিশ গড়তে আইন সংশোধন, নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন
ও পদোন্নতির ক্ষেত্রে যেকোনো রাজনৈতিক তদবির বাতিলের সুপারিশ করা হয়েছে ওই খসড়ায়। খুব শিগগিরইই তা পাঠানো হবে পুলিশ সংস্কার কমিশনকে। ভারতের গণমাধ্যমের এমন মিথ্যাচার সংবাদের প্রতিবাদে দেশজুড়ে উঠে তীব্র নিন্দার ঝড়।বিগত শেখ হাসিনা সরকারের পলায়নের পর থেকেই মূলত ভারতের গণমাধ্যমগুলো লাগাতার মিথ্যাচার করে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে। ফ্যাক্ট চেক বলছে পুলিশ সংস্কার কমিশন অনুযায়ী সরকার আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে।পুলিশে হিন্দুদের নিয়োগ বাতিল কলকাতার খবরটি একেবারেই ভুয়া ও ভিত্তিহীন বলছে মানুষ। তাছাড়া দেশের অর্থনীতিসহ বাকি সংস্কার কাজে নিরলস কাজ করে যাচ্ছে অন্তবর্তীকালীন ইউনূস সরকার।যা ইতোমধ্যে বিদেশেও ব্যাপক সুনাম কুড়িয়েছে।তাই ভারতের দাবি করা নিউজ ওয়ান সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদটি ভুয়া ও ভিত্তিহীন বলছে জনগণ।
১০০ হিন্দু অফিসারকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। পুলিশের ওই সমস্ত শীর্ষ পদে জামাত-ই-ইসলামির (Jamaat e Islami) মৌলবাদীদের জন্য সংরক্ষিত করে রেখেছে ইউনূসের সরকার। হিন্দুদের নিয়োগ থেকে বঞ্চিত করতে গোটা নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ৭৯ হাজার পুলিশ অফিসার নিয়োগের প্রক্রিয়া বাতিল করে আসন্ন ২০২৫ সালের জানুয়ারি নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। ওই নির্দেশিকার ফলে নতুন করে আর হিন্দু চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন না। অথচ পুলিশ সদরদফতর সংস্কার প্রস্তাবে বলা হয়েছে,মানুষের চাহিদা বিবেচনায় এবার স্বাধীন পুলিশ কমিশন গঠনের লক্ষ্যে একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করেছে পুলিশ সদরদফতর। জনবান্ধব পুলিশ গড়তে আইন সংশোধন, নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন
ও পদোন্নতির ক্ষেত্রে যেকোনো রাজনৈতিক তদবির বাতিলের সুপারিশ করা হয়েছে ওই খসড়ায়। খুব শিগগিরইই তা পাঠানো হবে পুলিশ সংস্কার কমিশনকে। ভারতের গণমাধ্যমের এমন মিথ্যাচার সংবাদের প্রতিবাদে দেশজুড়ে উঠে তীব্র নিন্দার ঝড়।বিগত শেখ হাসিনা সরকারের পলায়নের পর থেকেই মূলত ভারতের গণমাধ্যমগুলো লাগাতার মিথ্যাচার করে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে। ফ্যাক্ট চেক বলছে পুলিশ সংস্কার কমিশন অনুযায়ী সরকার আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে।পুলিশে হিন্দুদের নিয়োগ বাতিল কলকাতার খবরটি একেবারেই ভুয়া ও ভিত্তিহীন বলছে মানুষ। তাছাড়া দেশের অর্থনীতিসহ বাকি সংস্কার কাজে নিরলস কাজ করে যাচ্ছে অন্তবর্তীকালীন ইউনূস সরকার।যা ইতোমধ্যে বিদেশেও ব্যাপক সুনাম কুড়িয়েছে।তাই ভারতের দাবি করা নিউজ ওয়ান সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদটি ভুয়া ও ভিত্তিহীন বলছে জনগণ।