প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান – ইউ এস বাংলা নিউজ




প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ | ৮:০৭ 72 ভিউ
রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মির্জা ফখরুল। আলোচনা সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ‘রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে’—তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এই বক্তব্যকে ‘মারাত্মক অভিযোগ’ হিসেবে আখ্যায়িত করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, “উনি যদি জেনেশুনে এই কথা বলে থাকেন, তবে এর তীব্র প্রতিবাদ করছি। একই সঙ্গে অনুরোধ করছি, তিনি যেন এই বক্তব্য প্রত্যাহার করেন।” মির্জা

ফখরুল উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের সহায়তায় কাজ করছে। তিনি বলেন, “আমাদের দায়িত্ব সরকারের ব্যর্থতা প্রতিরোধ করা। কারণ, সরকারের ব্যর্থতা মানে জনগণের ব্যর্থতা।” আলোচনা সভায় মির্জা ফখরুল নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, “সময় এখন অত্যন্ত কঠিন। প্রতিটি মুহূর্ত আমাদের সতর্কতার সঙ্গে পার করতে হবে। এমন কিছু বলা বা করা যাবে না, যা আমাদের অর্জন ক্ষতিগ্রস্ত করবে।” তিনি আরও বলেন, “আমাদের আন্দোলন চলবে কেবল নির্বাচন পর্যন্ত নয়; গণতন্ত্রকে সংস্কৃতিতে পরিণত করার জন্য দীর্ঘমেয়াদি লড়াই চালিয়ে যেতে হবে।” গণতন্ত্রের মূল ভিত্তি নিয়ে আলোচনা করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্র কথার কথা নয়, এটি একটি সংস্কৃতি। এটি শেখায় কীভাবে প্রতিবেশী কিংবা প্রতিপক্ষের সঙ্গে সম্পর্ক

বজায় রাখতে হয়। আমাদের রাজনীতির ভাষা ও আচরণে গণতন্ত্রের শিক্ষা প্রতিফলিত হওয়া প্রয়োজন।” সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা, এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সহযোগিতামূলক মনোভাব গ্রহণের ওপর গুরুত্বারোপ করে বিএনপির মহাসচিব বলেন, “এখন সময় এসেছে প্রতিটি দলকে একসঙ্গে কাজ করার, প্রতিপক্ষ নয়, বরং পরস্পরের সহযোগী হিসেবে এগিয়ে আসার।” সভায় নেতৃবৃন্দ তাদের আন্দোলনের লক্ষ্য ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে অন্তর্বর্তী

সরকারের প্রতি আহ্বান জানান, যেন তারা রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা না করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুতিনের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বললেন, ‘গ্রেট প্রোগ্রেস’ একই গাড়িতে উঠলেন ট্রাম্প-পুতিন ট্রাম্প বললেন সম্ভবত আবার দেখা হবে, পুতিন বললেন ‘পরেরবার মস্কোতে’ ট্রাম্প-পুতিনের আলোচনাকে স্বাগত জানিয়ে যা বললেন জেলেনস্কি বাংলাদেশের শতাধিক ওয়েবসাইটে হামলার দাবি ভারতীয় হ্যাকার গ্রুপের আপনি কি যুদ্ধবিরতিতে সম্মত হবেন, পুতিনকে সাংবাদিকের প্রশ্ন ধানমন্ডি ৩২: নিরাপত্তার মধ্যে শোক জানাতে গিয়ে মারধর-হেনস্তার শিকার মাদারীপুরে গণভোজ আয়োজনকালে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে তালিকার বাইরে অধিকাংশ চিকুনগুনিয়ার রোগী ‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য গুরু জেমসের সঙ্গে আড্ডা নিয়ে যা বললেন জায়েদ খান দিল্লিতে ধসে পড়ল মোঘল সম্রাট হুমায়ুনের সমাধি, নিহত ৫ ‘চিরকুট লিখে না গেলে পুলিশ কাকে না কাকে ফাঁসিয়ে টাকা খাবে’ শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ শনিবার রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানাল ডিএমপি জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন জামায়াত-এনসিপি নির্বাচনে না গেলে ড. ইউনূস পদত্যাগ করতে পারেন: ফুয়াদ পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নিতে আলাস্কার পথে ট্রাম্প হজরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান: বুলু