প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪
     ৮:০৭ পূর্বাহ্ণ

প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ | ৮:০৭ 113 ভিউ
রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মির্জা ফখরুল। আলোচনা সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ‘রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে’—তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এই বক্তব্যকে ‘মারাত্মক অভিযোগ’ হিসেবে আখ্যায়িত করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, “উনি যদি জেনেশুনে এই কথা বলে থাকেন, তবে এর তীব্র প্রতিবাদ করছি। একই সঙ্গে অনুরোধ করছি, তিনি যেন এই বক্তব্য প্রত্যাহার করেন।” মির্জা

ফখরুল উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের সহায়তায় কাজ করছে। তিনি বলেন, “আমাদের দায়িত্ব সরকারের ব্যর্থতা প্রতিরোধ করা। কারণ, সরকারের ব্যর্থতা মানে জনগণের ব্যর্থতা।” আলোচনা সভায় মির্জা ফখরুল নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, “সময় এখন অত্যন্ত কঠিন। প্রতিটি মুহূর্ত আমাদের সতর্কতার সঙ্গে পার করতে হবে। এমন কিছু বলা বা করা যাবে না, যা আমাদের অর্জন ক্ষতিগ্রস্ত করবে।” তিনি আরও বলেন, “আমাদের আন্দোলন চলবে কেবল নির্বাচন পর্যন্ত নয়; গণতন্ত্রকে সংস্কৃতিতে পরিণত করার জন্য দীর্ঘমেয়াদি লড়াই চালিয়ে যেতে হবে।” গণতন্ত্রের মূল ভিত্তি নিয়ে আলোচনা করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্র কথার কথা নয়, এটি একটি সংস্কৃতি। এটি শেখায় কীভাবে প্রতিবেশী কিংবা প্রতিপক্ষের সঙ্গে সম্পর্ক

বজায় রাখতে হয়। আমাদের রাজনীতির ভাষা ও আচরণে গণতন্ত্রের শিক্ষা প্রতিফলিত হওয়া প্রয়োজন।” সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা, এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সহযোগিতামূলক মনোভাব গ্রহণের ওপর গুরুত্বারোপ করে বিএনপির মহাসচিব বলেন, “এখন সময় এসেছে প্রতিটি দলকে একসঙ্গে কাজ করার, প্রতিপক্ষ নয়, বরং পরস্পরের সহযোগী হিসেবে এগিয়ে আসার।” সভায় নেতৃবৃন্দ তাদের আন্দোলনের লক্ষ্য ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে অন্তর্বর্তী

সরকারের প্রতি আহ্বান জানান, যেন তারা রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা না করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্ষমতা ছাড়ার আগে ব্যাপক লুটপাট, ৬ মাসে সরকারের ঋণ ৬০ হাজার কোটি ইউনূস-আমেরিকার পরিকল্পনায় ক্ষমতার দ্বারপ্রান্তে জামায়াত যখন বাংলাদেশের আদালত নিজেই হয়ে ওঠে পুরুষতন্ত্রের নির্লজ্জ হাতিয়ার ইউনূসকে সমর্থন দেওয়া জাতিসংঘই বলছে, দেশে বাকস্বাধীনতা নেই বিএনপির সমালোচনায় ফুটে উঠছে ইউনুসের সাথে অন্তর্দ্বন্দ্বের চিত্র কীর্তনে হামলা, প্যান্ডেল ভাঙচুর—এই কি ইউনুস–জামাতের ‘নিরাপদ বাংলাদেশ’? শিক্ষা-স্বাস্থ্য-কৃষি-বিদ্যুৎ খাত ও মেগা প্রকল্পে বরাদ্দ কমিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বই উৎসব থেকে বই সংকট : ইউনুসের অযোগ্যতার মাশুল দিচ্ছে কোটি শিক্ষার্থী ভোটার দর্শক, রাজনীতি নিয়ন্ত্রিত নির্বাচন নয়, ক্ষমতা ভাগাভাগির নগ্ন নাটক চলছে শিক্ষার ছদ্মবেশে প্রভাব বিস্তারের নতুন অধ্যায়, ঢাকায় পাকিস্তানের আগ্রাসী একাডেমিক তৎপরতা বাংলাদেশের ২০২৬ নির্বাচন: আন্তর্জাতিক উদ্বেগ, গণতন্ত্রের পরীক্ষা নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে: গাম্বিয়া এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি