নজরুলের ‘অগ্নিবীণা’ সাহস ও স্বাধীনতার প্রতীক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫
     ১০:৪৫ অপরাহ্ণ

নজরুলের ‘অগ্নিবীণা’ সাহস ও স্বাধীনতার প্রতীক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫ | ১০:৪৫ 107 ভিউ
বাংলা সাহিত্যের ইতিহাসে কাজী নজরুল ইসলাম এক উজ্জ্বল নক্ষত্র। তিনি শুধু কবি নন, ছিলেন সংগীতজ্ঞ, নাট্যকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও এক অদম্য বিদ্রোহী কণ্ঠস্বর। তাঁর প্রথম কাব্যগ্রন্থ “অগ্নিবীণা” প্রকাশিত হয় ১৯২২ সালে। এই গ্রন্থই তাঁকে বাঙালির জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত করে। অগ্নিবীণার মাধ্যমে নজরুল তাঁর বিদ্রোহী চেতনা, মানবিক আবেদন এবং অসাম্প্রদায়িক চেতনাকে উচ্চারণ করেন। “অগ্নিবীণা” নামটির মধ্যেই কবির অন্তরের জ্বালা ও বিপ্লবী সুর প্রতিফলিত হয়েছে। অগ্নি যেমন ধ্বংস করে আবার সৃষ্টি করে, তেমনি কবির কলমও একদিকে অন্যায়, শোষণ, দাসত্ব ও কুসংস্কারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, অন্যদিকে স্বাধীনতা, ন্যায় ও মানবিকতার আহ্বান জানিয়েছে। গ্রন্থের প্রথম কবিতা “বিদ্রোহী” প্রকাশের পরই সমগ্র বাংলা কাঁপিয়ে তোলে। এতে

কবি নিজের পরিচয় দেন বিশ্বজগতের সকল শক্তি, সৌন্দর্য ও প্রলয়ের রূপে। এই কবিতার মাধ্যমে তিনি পরাধীন জাতিকে মুক্তির ডাক দেন। অগ্নিবীণায় কেবল রাজনৈতিক স্বাধীনতার বার্তাই নেই, আছে মানবিক সাম্যের আহ্বানও। তিনি মুসলিম-হিন্দু ভেদাভেদ ভুলে এক মানবতার মন্ত্র উচ্চারণ করেছেন। নজরুলের কবিতায় অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদ যেমন আছে, তেমনি আছে নারী-পুরুষ সমতার দাবি। সমাজের বঞ্চিত ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠে তাঁর অগ্নিবীণা। শিল্পগুণেও অগ্নিবীণা অনন্য। নজরুল এর প্রতিটি কবিতায় ব্যবহার করেছেন অনবদ্য উপমা, চিত্রকল্প, ছন্দ ও অলঙ্কার। তাঁর ভাষা কখনও বজ্রের মতো প্রকম্পিত, কখনও আবার ফুলের মতো কোমল। এ কারণেই অগ্নিবীণা কেবল বিদ্রোহের দলিল নয়, এটি বাংলা সাহিত্যের শিল্পরসিক সম্পদ। অগ্নিবীণার প্রকাশনার পর ব্রিটিশ

সরকার কবিকে বারবার কারাগারে নিক্ষেপ করেছে। কিন্তু কবির অগ্নিবীণার সুর স্তব্ধ করা যায়নি। বরং এর প্রতিধ্বনি বাঙালির হৃদয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে। এই গ্রন্থই পরবর্তীতে আমাদের মুক্তি সংগ্রামের প্রেরণার উৎসে পরিণত হয়। সবশেষে বলা যায়, অগ্নিবীণা হলো নজরুলের বিদ্রোহী আত্মার প্রথম অগ্নিঝরা ঘোষণা। এটি শুধু একটি কাব্যগ্রন্থ নয়, এটি হলো মুক্তি, ন্যায়, সাম্য ও মানবতার সনদ। নজরুল এই কাব্যের মাধ্যমে প্রমাণ করেছেন, কবিতা কেবল সৌন্দর্যের অন্বেষণ নয়, এটি শোষণের বিরুদ্ধে সংগ্রামের অস্ত্রও হতে পারে। তাই অগ্নিবীণা আজও বাঙালির সাহস ও স্বাধীনতার প্রতীক হয়ে আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমার মা বিক্ষোভকারীদের হত্যায় রাজি হলে এখনো ক্ষমতায় থাকতেন: সজীব ওয়াজেদ জামায়াতকে ভোটে জেতানোর মার্কিন কূটচাল ফাঁস বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে ৫ দফা দিলেন শেখ হাসিনা ইউনুসের দুর্নিবার লোভ ও অব্যবস্থাপনায় রমজানে শুরু হচ্ছে ভয়াবহ বিদ্যুৎ সংকট নামসর্বস্ব নির্বাচনের নাটকে কোটিপতি ক্লাব: ইউনুসের অবৈধ শাসনের স্বরূপ ক্রিকেট নিয়ে ষড়যন্ত্র বন্ধ করো, আন্তর্জাতিক অঙ্গনেবাংলাদেশের অধিকার চাই সীমান্তে অস্ত্রের ঝনঝনানি, ঢাকায় ইউনুসের নাকে তেল দিয়ে ঘুম! জুলাইয়ের হত্যাযজ্ঞের ওপর দাঁড়িয়ে ইউনুসের সংস্কারের ফাঁপা বুলি আরেকটি কারামৃত্যু: বিচারহীনতার সংস্কৃতিতে ‘খুন’ হলেন আ.লীগ নেতা গোলাম মোস্তফা নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা: অতীতের প্রথা ভেঙে আগামীকাল সেনাসদরে যাচ্ছেন ড. ইউনূস ভারতে থেকেও ‘দেশে অপরাধ’: মিথ্যে মামলার বলি সাদ্দামের পরিবার গ্রাম থেকে শহর আজ সংখ্যালঘুদের ভোট দিতে বলা হচ্ছে না, ভয় দেখিয়ে হাজির করানো হচ্ছে দখলদার ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকেই বাংলাদেশ কার্যত এক শূন্য নিরাপত্তার রাষ্ট্রে পরিণত হয়েছে। সার্বভৌমত্বের সংকটে যখন র‍্যাবকে পালিয়ে আসতে হয় : যেখানে রাষ্ট্রের চেয়ে মাফিয়া বেশি ক্ষমতাবান, সেখানে সংস্কারের গল্প শোনান ইউনুস *ঢাকা বিমানবন্দরে চীনা ও ভারতীয় ব্যবসায়ী–পর্যটকদের ন্যক্কারজনক হয়রানি* মরে গেলে সবাই আফসোস করে, কিন্তু বেঁচে থাকতে কেউ দেখে না”: চার মাস ধরে জেলবন্দি স্বামীর চিন্তায় ও অনাহারে এক স্ত্রীর হাহাকার আবেদন করা হয়নি’ বলে অপপ্রচার আওয়ামী লীগ মাঠে নেই, তাই নির্বাচন ‘প্রতিদ্বন্দ্বীতাহীন’: মেজর হাফিজ কারাগারে নেতা, কবরে স্ত্রী–সন্তান ভোটের জন্য আদর্শ বিসর্জন ইউনুসের অপশাসনে দেশ, আইনের শাসনের বদলে মববাজির রাজত্ব