ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শাহজালালে যাত্রীর পাকস্থলীতে মিলল ৬৩৭৮ ইয়াবা
ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক
জমি দখলের অভিযোগ আসলাম চৌধুরীর ভাইয়ের বিরুদ্ধে
বাগেরহাটে নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড: হাত-পা বাঁধা অবস্থায় প্রবীণ আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, তীব্র উত্তেজনা
ফেনীতে চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আটক যুবদল নেতা কারাগারে
কারাগারে চিকিৎসা না পেয়ে আরও এক বর্ষীয়ান আওয়ামী লীগ নেতার মৃত্যু
ফেনীতে চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আটক যুবদল নেতা কারাগারে
দুর্গাপূজায় সেনাবাহিনী-বিজিবি সদস্যরা তৎপর রয়েছে
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।
২৮-বিজিবি’র সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকা রাজারগাঁও শ্রী অদ্বৈত জন্মধাম পূজা মণ্ডপে জনসচেতনতামূলক মতবিনিময় সভায় শনিবার বিকালে প্রধান অতিথির বক্তব্য বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন,সীমান্তের ৮ কিলোমিটার এলাকার মধ্যে থাকা সব পূজা মণ্ডপে সৌহার্দপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা, দুষ্কৃতিকারীদের নাশকতামূলক কর্মকাণ্ডের অপচেষ্টা প্রতিরোধে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আহবান আহবান জানান।
বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার যেকোনো পূজা মণ্ডপে অপ্রীতিকর ঘটনা রোধে মোবাইল ফোনে কল করলেই বিজিবির টহলদল ১৫ মিনিটের মধ্যে মণ্ডপে পৌঁছতে
সক্ষম জানিয়ে বিজিবি সেক্টর কমান্ডার আরও বলেন, এজন্য প্রতিটি বিওপিতে বিজিবির জনবল বৃদ্ধি করা হয়েছে। বিওপি ছাড়াও বেইজ ক্যাম্প তৈরি করা হয়েছে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২৮-বিজিবির সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির। উপজেলার লাউরগড় মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. মইনুল ইসলাম, শ্রী অদ্বৈত জন্মধাম পূজা উদযাপন কমিটির সভাপতি মধুসূদন রায় প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এ বছর আগামী ৯ থেকে ১৩ অক্টোবর পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সক্ষম জানিয়ে বিজিবি সেক্টর কমান্ডার আরও বলেন, এজন্য প্রতিটি বিওপিতে বিজিবির জনবল বৃদ্ধি করা হয়েছে। বিওপি ছাড়াও বেইজ ক্যাম্প তৈরি করা হয়েছে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২৮-বিজিবির সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির। উপজেলার লাউরগড় মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. মইনুল ইসলাম, শ্রী অদ্বৈত জন্মধাম পূজা উদযাপন কমিটির সভাপতি মধুসূদন রায় প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এ বছর আগামী ৯ থেকে ১৩ অক্টোবর পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।



