দুই নেতাকে বহিষ্কার করে যে বার্তা দিলেন মমতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫
     ৫:০৯ অপরাহ্ণ

দুই নেতাকে বহিষ্কার করে যে বার্তা দিলেন মমতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ | ৫:০৯ 131 ভিউ
দলবিরোধী কাজের অভিযোগে সাবেক সাংসদ ও এক বিধায়ককে বহিষ্কার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। শুক্রবার দুই নেতা শান্তনু সেন ও আরাবুল ইসলামকে বহিষ্কারের এই সিদ্ধান্ত জানায় দলটির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। তবে তাদের ওপর এই নিষেধাজ্ঞা ঠিক কতদিন বজায় থাকবে সেটি জানানো হয়নি। নিষেধাজ্ঞার সময়সীমা না জানালেও এই দুই নেতাকে বহিষ্কারের মাধ্যমে যে দলের বাকিদেরও বার্তা দিতে চেয়েছেন মমতা সেটা পরিষ্কার। চিকিৎসক নেতা শান্তনু সেন শাসক দলের সাবেক সাংসদ। তবে বেশ কিছুদিন ধরেই তার সঙ্গে দলীয় নেতৃত্বের টানাপোড়েন চলছিল। রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষে শান্তনুকে লোকসভা নির্বাচনে দলের প্রার্থী করা হয়নি। বরাহনগর বিধানসভা উপনির্বাচনেও টিকিট পাননি শান্তনু। আর এই অবস্থায় নতুন করে আরজি কর

আন্দোলনে ক্ষমতাসীন গোষ্ঠীর বিরুদ্ধে মুখ খোলেন তিনি। পাশে দাঁড়ান শান্তনুর স্ত্রী, কলকাতা পুরসভার কাউন্সিলর কাকলি সেন। আরজি করের ঘটনাকে সামনে রেখে পথেও নামেন তারা। যা অস্বস্তিতে ফেলে তার দলকে। শান্তনুকে বহিষ্কার করার পেছনে একেই সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। এদিকে বাম আমলে দক্ষিণ ২৪ পরগনার ভাঙর ও আরাবুল ইসলাম প্রায় সমার্থক হয়ে উঠেছিল। ভাঙরের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। ধীরে ধীরে পায়ের তলার মাটি হারাতে থাকেন নানা বিতর্কে জড়িয়ে পড়া আরাবুল। এর পাশাপাশি একই এলাকায় উঠে আসতে থাকেন অন্যান্য নেতারা। সাম্প্রতিক অতীতে আরাবুলের অবস্থান দলে একেবারেই নড়বড়ে হয়ে উঠেছিল। পঞ্চায়েত নির্বাচনের মুখে বিরোধী দলের এক কর্মীর খুনের মামলায় আরাবুলের গ্রেফতারি দেখে বোঝা

গিয়েছিল, তৃণমূলে তার দিন শেষ হয়ে আসছে। শেষ পর্যন্ত সেটিই হলো। অবশ্য দলের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন শান্তনু ও আরাবুল। শান্তনু বলেন, ‘অনেকে বলছেন, আরজি কর নিয়ে আমি দলবিরোধী কাজ করেছি। আমাকে কেউ প্রমাণ করে দিক, আমি কোন দলবিরোধী কাজ করেছি। তা হলে আমার ক্ষমা চাইতে কোনও সমস্যা নেই।’ তৃণমূলের অন্দরে টানাপোড়েনের জেরে শান্তনু বিপাকে পড়লেন বলে অনেকে মনে করছেন। যদিও চিকিৎসক নেতা মানতে চাননি যে, তিনি অভিষেক শিবিরের অনুগত। বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠন বড় করেছেন। দুজনের নির্দেশ মেনেই আমরা কাজ করি৷ বিরোধের প্রশ্ন নেই।’ তৃণমূল নিয়ে যে জল্পনাই থাকে না কেন, মমতার নেতৃত্ব প্রশ্নাতীত বলেই অনেকের মত। সাংবাদিক

সুমন ভট্টাচার্য ডিডাব্লিউকে বলেন, ‘তৃণমূলে ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলটা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। তিনিই সমস্ত ভোটব্যাংক। তিনি সমস্ত সিদ্ধান্ত নেন। লোকসভা নির্বাচনের পরে দলের পরিষদীয় বৈঠকে বা দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে তিনি সেটা স্পষ্ট করেছেন। তিনি নিশ্চয়ই মনে করেছেন আরাবুল ইসলাম বা শান্তনু সেন দলের শৃঙ্খলাভঙ্গ করেছেন। আজকের পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা যদি মনে করেন, এ আমার দলের শৃঙ্খলাভঙ্গ করছে বা এই নেতা আরজিকর আন্দোলনের সময় বিরোধীদের মদত দিয়েছে, তা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তৃণমূল দলটা এতটাই মমতা কেন্দ্রিক, তিনি যেহেতু সর্বময় নেত্রী, তিনি যা মনে করবেন সেটাই হবে।’ রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী ডিডাব্লিউকে বলেন, ‘একটা সময়

আরাবুল বা শান্তনু সেন দলের সৎপাত্র হয়ে কাজ করেছে। এখন অনেক নতুন নেতার উৎপত্তি হয়েছে, ফলে অতীতের সৎপাত্র নেতার প্রয়োজন ফুরিয়েছে। এরা থাকলে সেই সমস্ত নেতাদের কাজকর্মের অসুবিধা হচ্ছে। আমরা ভাঙরে দেখেছি, শওকত মোল্লার দাম আরাবুল ইসলামের থেকে অনেক বেশি। এই কারণে আরাবুলকে সরিয়ে দেয়া হয়েছে। আরজি করের ঘটনায়শান্তনু সেনের তুলনায় সন্দীপ ঘোষ বেশি গুরুত্বপূর্ণ। এরা কোন কাজকর্মের মধ্যে দিয়ে দলের কাছাকাছি এসে গেলেন, কতদিনের জন্য এবং কেন সাসপেন্ড করা হয়েছে, তা বলা হয়নি। এদের শুধু বার্তা দেয়া হয়েছে, এই মুহূর্তে তোমরা দলের কাছে অতটা প্রয়োজনীয় নও।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগের ৮ জন গ্রেফতার ক্রয় সক্ষমতায় পিছিয়ে থাকা পাকিস্তানেই পণ্য বিক্রিতে ঝুঁকছে বাংলাদেশ সূচকের বড় পতনে বিপর্যস্ত শেয়ারবাজার, লেনদেন আবার নামল ৩০০ কোটির ঘরে বুয়েটের আপত্তিতে তখনই বদলানো হয় বিয়ারিং প্যাড, অব্যবস্থাপনায় দায় স্বীকার মেট্রোরেলের বর্তমান এমডির প্রটোকল-শিষ্টাচারের তোয়াক্কা না করে ড. ইউনূসের সামনে ব্যাটন বগলে পাকি জেনারেল, কী ইঙ্গিত দিলেন? অতিরিক্ত বাণিজ্য শুল্কের ফাঁদ: বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে গম কিনতে হচ্ছে বাংলাদেশকে মেট্রোরেল বন্ধের প্রভাবে রাজধানী জুড়ে তীব্র যানজট ২০২৪ সালের প্রতিবাদ নিয়ে ওএইচসিএইচআর রিপোর্ট তদন্তের আহ্বান- বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল বিএনপি স্বেচ্ছায় অংশগ্রহণ করেনি, আওয়ামী লীগের আমলে সকল নির্বাচন ছিল অন্তর্ভুক্তিমূলক ৯ বিলিয়ন ডলারের বিশাল বরাদ্দ: আরও শক্তি বাড়াচ্ছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক: ইউনূসের ইসলামাবাদপন্থী নীতিতে উদ্বেগ মেট্রোরেলের ২৭৪ কোটি টাকার কাজ ৪৬৫ কোটি টাকায় পেল ভারতীয় কোম্পানি: সমালোচনার ঝড় বাংলাদেশ সীমান্তে উত্তেজনা: ১০০ মিলিয়ন ডলারের সমরাস্ত্র মোতায়েন পরিকল্পনা আরকান আর্মির বিপর্যয়ের পথে অর্থনীতি: মূল্যস্ফীতির আগুনে পুড়ছে জনজীবন, নীতিনির্ধারকদের উদাসীনতা চরমে ছাত্রদল সভাপতি পাভেলের নেতৃত্বে পদ্মা রেল প্রকল্পের শত কোটি টাকার লোহা লুটপাট রাজধানীতে বনলতা এক্সপ্রেস থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার সম্মেলনে যোগদানের ভুয়া কাগজপত্র নিয়ে মালয়েশিয়া প্রবেশ: ৬ বাংলাদেশিকে ঘাড়ধাক্কা সালমান শাহর মৃত্যুর দিন পাশের বাসাতেই ছিলেন দীপা খন্দকার