‘তুফানের’ পর এবার ‘তাণ্ডব’ – ইউ এস বাংলা নিউজ




‘তুফানের’ পর এবার ‘তাণ্ডব’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৪ | ৯:৪৯ 77 ভিউ
ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খান। ঈদে তাঁর ছবি মানেই যেন দর্শকদের হৃদয়ে ভিন্ন আমেজ। তাঁর ভক্তদের উৎসবের বাড়তি আনন্দ। তাই গত বছর এবং এ বছরজুড়ে ঈদের সিনেমা মানেই ছিল শাকিব খানের জয়জয়কার। তরুণ পরিচালক হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ নিয়ে নতুন করে জনপ্রিয়তার জোয়ারে ভেসেছিলেন শাকিব। তারপর এ বছর রায়হান রাফী নির্মিত ‘তুফান’ দিয়ে সেই জোয়ারে যেন নতুন হাওয়া দিয়েছেন তিনি। নতুন করে দর্শক টেনেছে সিনেমাটি; দেশে বিদেশে হয়েছে সমাদৃত। সিনেমা মুক্তির পরপরই ঘোষণা দিয়েছিলেন তুফান ২ নির্মিত হবে। সেটি আগামী ঈদে মুক্তি পেতে পারে। কিন্তু আপাতত সেটি হচ্ছে না বলে কিছুদিন আগে জানিয়েছেন শাকিব খান। তাহলে রায়হান রাফী আর শাকিব জুটির নতুন

কিছু কি হবে না? এমন প্রশ্ন যখন ভক্তদের হৃদয়ে, ঠিক তখনই এলো নতুন খবর। শাকিব খান ও রায়হান রাফী জুটি হয়ে আবারও আসছেন পর্দায়। তুফান ২ না হলেও নতুন নামে নতুন সিনেমা নিয়েই হাজির হবেন দু’জন। নতুন সিনেমাটির নাম ‘তাণ্ডব’। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে বলে এফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন সূত্রে জানা গেছে। তিনি বলেন, গত শনিবার নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে, যেটির নাম ‘তাণ্ডব’। এটির পরিচালক রায়হান রাফী। এ ছবিতেই নায়ক থাকছেন শাকিব খান। আপাতত তথ্য এতটুকুই। তবে এ বিষয়ে রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু জানাতে রাজি হননি। জানা গেছে,

অ্যাকশনধর্মী সিনেমা হবে ‘তাণ্ডব’। তুফানের মতোই এটিও প্রযোজনা করবে আলফা আই-এসভিএফ বাংলাদেশ। চলতি সপ্তাহে সিনেমাটির ঘোষণা আসার কথা রয়েছে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। সিনেমাটি আসছে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেও সূত্রের খবর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামাসের দাবি, দোহায় ইসরাইলি হামলা থেকে নেতারা অক্ষত স্বর্ণের দাম আরও বাড়ল দেশব্যাপী লোডশেডিং হতে পারে, থাকবে যতদিন নেপাল পরিস্থিতির ওপর নজর রাখছে ঢাকা কাতারে ইসরাইলের প্রধান টার্গেট কে এই খলিল আল-হাইয়া এবার কাতারে হামলা চালিয়েছে ইসরাইল হোটেলে নেতা খুঁজতে এসে বাংলাদেশি ফুটবলার দেখে শান্ত বিক্ষুব্ধরা এক মাসে ছয় আরব দেশে ইসরাইলের বোমা হামলা ‘নেপালে অভ্যুত্থানের অন্যতম কারণ পিআর পদ্ধতির নির্বাচন’ বিক্ষোভের মোড় ঘুরিয়ে দিয়েছে স্বার্থান্বেষী গোষ্ঠী জেন-জিকে সামনে রেখে বিক্ষোভের নেপথ্যে কারা নেপালের মন্ত্রীদের হেলিকপ্টারে করে সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা নেপালের অর্থমন্ত্রীকে ধাওয়া দিয়ে রাস্তায় ফেলে মারধর ফাহমিদুল-মোরসালিনের গোলে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ স্লোগানে উত্তাল মহাসড়ক পালাতে যাচ্ছেন অলি, ভারত সীমান্তে উচ্চ সতর্কতা ডাকসুর ভোটগ্রহণ শেষ পদত্যাগপত্রে যা লিখলেন নেপালের প্রধানমন্ত্রী অলি নুরাল পাগলার মরদেহ উত্তোলনের নির্দেশদাতা গ্রেপ্তার