‘তুফানের’ পর এবার ‘তাণ্ডব’ – ইউ এস বাংলা নিউজ




‘তুফানের’ পর এবার ‘তাণ্ডব’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৪ | ৯:৪৯ 6 ভিউ
ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খান। ঈদে তাঁর ছবি মানেই যেন দর্শকদের হৃদয়ে ভিন্ন আমেজ। তাঁর ভক্তদের উৎসবের বাড়তি আনন্দ। তাই গত বছর এবং এ বছরজুড়ে ঈদের সিনেমা মানেই ছিল শাকিব খানের জয়জয়কার। তরুণ পরিচালক হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ নিয়ে নতুন করে জনপ্রিয়তার জোয়ারে ভেসেছিলেন শাকিব। তারপর এ বছর রায়হান রাফী নির্মিত ‘তুফান’ দিয়ে সেই জোয়ারে যেন নতুন হাওয়া দিয়েছেন তিনি। নতুন করে দর্শক টেনেছে সিনেমাটি; দেশে বিদেশে হয়েছে সমাদৃত। সিনেমা মুক্তির পরপরই ঘোষণা দিয়েছিলেন তুফান ২ নির্মিত হবে। সেটি আগামী ঈদে মুক্তি পেতে পারে। কিন্তু আপাতত সেটি হচ্ছে না বলে কিছুদিন আগে জানিয়েছেন শাকিব খান। তাহলে রায়হান রাফী আর শাকিব জুটির নতুন

কিছু কি হবে না? এমন প্রশ্ন যখন ভক্তদের হৃদয়ে, ঠিক তখনই এলো নতুন খবর। শাকিব খান ও রায়হান রাফী জুটি হয়ে আবারও আসছেন পর্দায়। তুফান ২ না হলেও নতুন নামে নতুন সিনেমা নিয়েই হাজির হবেন দু’জন। নতুন সিনেমাটির নাম ‘তাণ্ডব’। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে বলে এফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন সূত্রে জানা গেছে। তিনি বলেন, গত শনিবার নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে, যেটির নাম ‘তাণ্ডব’। এটির পরিচালক রায়হান রাফী। এ ছবিতেই নায়ক থাকছেন শাকিব খান। আপাতত তথ্য এতটুকুই। তবে এ বিষয়ে রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু জানাতে রাজি হননি। জানা গেছে,

অ্যাকশনধর্মী সিনেমা হবে ‘তাণ্ডব’। তুফানের মতোই এটিও প্রযোজনা করবে আলফা আই-এসভিএফ বাংলাদেশ। চলতি সপ্তাহে সিনেমাটির ঘোষণা আসার কথা রয়েছে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। সিনেমাটি আসছে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেও সূত্রের খবর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ নিয়ে ব্রিটেনের পার্লামেন্টে উদ্বেগ বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি; নিরাপত্তা জোরদার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: উৎপাদন পিছিয়ে আগস্টে অবৈধ ও অসাংবিধানিক শ্বেতপত্রের আ’লীগের প্রতিবাদ ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষার আহ্বান’ আ’লীগের নেতাকর্মীদের গ্রেফতার ও মিথ্যে সংবাদের প্রতিবাদ বাংলাদেশের বিদ্যুৎ বকেয়া বিল নিয়ে ত্রিপুরা সরকারের উদ্বেগ বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী প্রস্তাব: রাজনৈতিক বিতর্ক চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ভারত-বাংলাদেশের উত্তেজনা চিন্ময় কৃষ্ণ আটক; কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি বিনিয়োগ স্থবিরতা এবং অর্থনৈতিক অস্থিরতার শঙ্কা পাকিস্তানের থেকে আলোচিত জাহাজ আবারও চট্টগ্রামের পথে অর্থনৈতিক পরিস্থিতি সংকটের দিকে যাচ্ছে বাংলাদেশ সুদহার বৃদ্ধি ও অর্থনৈতিক সংকট: ব্যবসা-বাণিজ্যে বিপর্যয় দেশের শেয়ার বাজারে আবারও বড় দরপতন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার ড. ইউনূস ‘গণহত্যার মাস্টারমাইন্ড’: শেখ হাসিনা বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি ভারত থেকে মুখ ফিরিয়ে চীনের দিকে ঝুঁকছে হিন্দুপ্রধান যে দেশটি দূতাবাসের নিরাপত্তার বিষয়ে ভিয়েনা কনভেনশনে কী আছে?