তীব্র ধুলিঝড়ে বিপর্যস্ত মধ্যপ্রাচ্য, গাজার দুর্দশার অবনতি – ইউ এস বাংলা নিউজ




তীব্র ধুলিঝড়ে বিপর্যস্ত মধ্যপ্রাচ্য, গাজার দুর্দশার অবনতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৫ | ৮:০৮ 6 ভিউ
‘খামসিন’ নামক একটি মৌসুমি নিম্নচাপের কারণে বুধবার ভয়াবহ ধুলিঝড় আঘাত হেনেছে মধ্যপ্রাচ্যের ৯টি আরব দেশে। যার প্রভাবে গাজা উপত্যকার মানবিক সংকট আরও তীব্রতর হয়ে উঠেছে। গাজায় ১৮ মাস ধরে ইসরাইলি অবরোধ ও বর্বর হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলোর তাবু এই ঝড়ে ছিঁড়ে যায়।সঙ্গে ঘন ধুলার তোড়ে নিঃশ্বাস নিতেও হিমশিম খাচ্ছে শরণার্থী শিবিরগুলোতে থাকা নারী ও শিশুরা। ধুলিঝড়ের প্রভাব পড়েছে ফিলিস্তিন, জর্ডান, মিসর, সিরিয়া, লেবানন, ইরাক, কুয়েত, কাতার ও সৌদি আরবজুড়ে। একাধিক দেশে স্কুল বন্ধ ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি ও যাতায়াত সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খামসিন ঝড় কী? আরবি ‘খামসিন’ শব্দটির অর্থ ‘পঞ্চাশ’। এই ঝড়গুলো সাধারণত আরবে বসন্তের ৫০ দিনের মাথায় দেখা দেয়

এবং এর সঙ্গে থাকে তীব্র গরম হাওয়া ও বালুর ঝড়।এর ফলে ইতোমধ্যেই ইসরাইল অধিকৃত জেরুজালেমে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে।যা নিয়ন্ত্রণে আনতে রীতিমত হিমশিম খাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। নিচে ফিলিস্তিনের গাজাসহ ৯টি আরব দেশের চিত্র তুলে ধরা হলো- গাজা: ধুলিঝড়ে নতুন বিপর্যয় ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বর্বর ইসরাইলি হামলায় ধ্বংসস্তুপ ও মৃত্যুপুরীতে পরিণত হওয়া গাজা শহরে এই ঝড়ের তীব্রতায় বহু তাবু উড়ে গেছে।দালানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ছে ঘনবসতিপূর্ণ এলাকাজুড়ে। অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, গাজার আকাশ ধুলোয় অন্ধকারাচ্ছন্ন, মানুষ তাড়াহুড়ো করে তাদের সামান্য আশ্রয় রক্ষার চেষ্টা করছে। ইতোমধ্যে গণউচ্ছেদ ও দুর্ভিক্ষে জর্জরিত গাজাবাসীর দুর্দশা এই ঝড়ে আরও বহুগুণে বেড়ে গেছে। এদিকে ফিলিস্তিন আবহাওয়া বিভাগ জানিয়েছে,

শুষ্ক আবহাওয়ায় ঘাস লতাগুল্ম ভরা অঞ্চলে আগুনের ঝুঁকি রয়েছে এবং শ্বাসকষ্টের রোগীদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিন গাজায় তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ১০-১২ ডিগ্রি সেলসিয়াস বেশি। জর্ডান: মরুভূমি মহাসড়কে সতর্কতা এদিকে জর্ডান সরকারের জননিরাপত্তা বিভাগ মরুভূমিময় সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় সতর্কবার্তা জারি করেছে। আবহাওয়া বিভাগ জানায়, দেশটিতে এদিন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৮-৯ ডিগ্রি বেশি বেড়ে গেছে এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত। মিসর: দেশব্যাপী স্কুল বন্ধ ও ধুলিঝড় মিশরের আসিউত ও মিনিয়ায় বালুঝড় আঘাত হানে এবং স্যুয়েজ অঞ্চলজুড়ে ধুলো ছড়িয়ে পড়ে। উপগ্রহ চিত্রে দেখা যায়, ঝড় পূর্বদিকে সিনাইয়ের দিকে সরে যাচ্ছে। এদিন বাতাসের গতি ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত। দেশজুড়ে সরকারি নির্দেশে স্কুল

বন্ধ করে দেওয়া হয় ও পরীক্ষা স্থগিত রাখা হয়। সিরিয়া: রাতের বাতাস ৫০ কিমি/ঘণ্টা সিরিয়াতেও তাপমাত্রা বেড়ে গেছে এবং উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। রাতে বাতাসের গতি ঘণ্টায় ৫০ কিমি ছাড়ায়। লেবানন: প্রচণ্ড গরম ও বজ্রঝড়ের শঙ্কা লেবাননে তাপমাত্রা ৮ ডিগ্রি বেড়েছে। বাতাসের বেগ ঘণ্টায় ৭০ কিমি পর্যন্ত পৌঁছে গেছে। সমুদ্র উত্তাল হয়ে উঠেছে এবং বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। ইরাক: ধুলিঝড় ও গরম চলবে আরও কয়েকদিন ইরাকের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশটিতে ধুলিঝড় ও উচ্চ তাপমাত্রা আগামী সপ্তাহজুড়ে চলবে। কুয়েত: ধুলো ও বজ্রঝড়ের পূর্বাভাস কুয়েতের আবহাওয়া বিভাগ ‘এক্স’ বার্তায় জানিয়েছে, দেশজুড়ে ধুলিঝড় এবং বিচ্ছিন্ন বজ্রঝড় হতে পারে। কাতার: ধুলিময় আকাশ, হালকা বাতাস এদিকে কাতারে মাঝারি মাত্রার উত্তর-পূর্ব দিকের বাতাস বইছে এবং

আকাশে ধুলোময় বাতাস বিরাজ করছে। সৌদি আরব: ধুলো, শিলা বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা তবে সৌদি আরবের দাম্মাম, রিয়াদ এবং পূর্ব প্রদেশে ধুলিঝড়ের কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে হজের সমাগমপূর্ণ পবিত্র নগরী মক্কা ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রপাত, শিলা বৃষ্টি ও আকস্মিক বন্যার কারণে কমলা সতর্কতা ঘোষণা করেছে সৌদি আবহাওয়া কেন্দ্র। এই দুর্যোগ উপসাগরীয় অঞ্চলে দীর্ঘস্থায়ী গ্রীষ্মকালীন সংকটের পূর্বাভাস দিচ্ছে এবং যুদ্ধবিধ্বস্ত গাজার মতো এলাকায় পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।সূত্র: আনাদোলু

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাময়িকভাবে বন্ধ থাকবে সিটি ব্যাংক শ্বশুরবাড়ি সাবেক কৃষিমন্ত্রীর পিএস আটক ডিভোর্সের পরও সন্তানের টানে আদালতে আবার বিয়ে তীব্র ধুলিঝড়ে বিপর্যস্ত মধ্যপ্রাচ্য, গাজার দুর্দশার অবনতি এপ্রিলে ২৯৬টি ভুল তথ্য শনাক্ত বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কোনো চুক্তি না করার আহ্বান মির্জা ফখরুলের রুয়া নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি উপাচার্যের বাসভবন ঘেরাও পহেলগাঁও হামলাকারীরা কাশ্মীরেই অবস্থান করছে, দাবি ভারতের অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত কাশ্মীরে ইস্যুতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে রাজনাথ সিংয়ের ফোনালাপ ২০২৬ বিশ্বকাপের সময়সূচি এবং ভেন্যুর নাম প্রকাশ বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো? ইসরাইলে নারকীয় দাবানলের সর্বশেষ খবর বিশ্বের মানবিক করিডোর কোথায় কোথায় আছে, কতটা কার্যকর? শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তারেক রহমান ইউক্রেনে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ১৭ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মেরে ফেলার জন্য তাদের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছি’ বিএনপির শ্রমিক সমাবেশ জনসমুদ্র, বক্তব্য রাখছেন শীর্ষ নেতারা বাঘারপাড়ায় বিদ্যালয় ভবনে রডের বদলে বাঁশের চটা