ট্রাম্প-মোদির সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে আসলে কী হয়েছে, কেন এত আলোচনা? – ইউ এস বাংলা নিউজ




ট্রাম্প-মোদির সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে আসলে কী হয়েছে, কেন এত আলোচনা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৩২ 24 ভিউ
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো আমেরিকা সফরে গেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও ট্রাম্পের শপথ অনুষ্ঠানে দাওয়াত পাননি তিনি। বৃহস্পতিবার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেছেন ট্রাম্প ও মোদি। এ সময় ভারত ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি বৈশ্বিক নানা বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। সংবাদ সম্মেলনের ৪ মিনিট ১৭ সেকেন্ডের দিকে এক সাংবাদিক (বলা হচ্ছে তিনি ভারতীয় সাংবাদিক) ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘‘Mr. President what you would like to say about the Bangladesh issue because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration,

then Muhammad Yunus met Junior Soros also. So what is your point of view about the Bangladesh and what is the role that the deep state plays in the situation in Bangladesh? অর্থাৎ, মি. প্রেসিডেন্ট, বাংলাদেশ ইস্যুতে আপনি কী বলবেন- কারণ আমরা দেখেছি এবং এটা স্পষ্ট যে, বাইডেন প্রশাসনের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট কীভাবে শাসন পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল, তারপর মুহাম্মদ ইউনূস জুনিয়র সোরোসের (আমেরিকান বিনিয়োগকারী এবং সমাজসেবী) সঙ্গেও দেখা করেছিলেন। তাহলে বাংলাদেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কী এবং বাংলাদেশের ক্ষেত্রে ডিপ স্টেটের ভূমিকা কী? এরপর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, well there was no role for our deep state; it was this

is something that the prime minister (Modi) has working on for a long time…but I will leave Bangladesh to the prime minister. অর্থাৎ, আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না, এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী (মোদি) দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন… বরং আমি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিচ্ছি (এ কথা বলে মোদির দিকে মুখ ঘুরান ট্রাম্প)। অর্থাৎ ওই সাংবাদিক যেহেতু বলেছেন, মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে ক্ষমতার পালাবদলে ভূমিকা রেখেছে, সেহেতু ট্রাম্প বিষয়টি নরেন্দ্র মোদির দিকে ঠেলে দিয়েছেন যে, তিনিই যাতে কিছু বলেন। কারণ ট্রাম্পের মতে, এ বিষয়ে মোদি ভালই জানেন। এরপর ভারতীয় প্রধানমন্ত্রী কথা বলা শুরু

করলেও বাংলাদেশ প্রসঙ্গে কোনো কথা বলেননি। বরং মোদি রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গে কথা শুরু করেন (যেহেতু প্রশ্নের আগের অংশে রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গ ছিল) এবং বলেন, ‘অনেকেই হয়তো বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারত নিরপেক্ষ ভূমিকা নিয়েছে। কিন্তু এটা ঠিক নয়। ভারত এখানে শান্তির পক্ষ নিয়েছিল।’ কিন্তু ‘I will leave Bangladesh to the prime minister’ ট্রাম্পের এই অংশের ভুল অনুবাদ করে খবর প্রকাশ করেছে বাংলাদেশের কিছু গণমাধ্যম। যেখানে শিরোনাম করা হয়, ‘আমি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রী মোদির উপর ছেড়ে দিচ্ছি’। এক্ষেত্রে প্রথম সারির একটি ইংরেজি দৈনিক তাদের বাংলা ভার্সনে খবর প্রকাশ করে। কিন্তু পরবর্তীতে ব্যাপক সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করে সেটি সংশোধন করা হয়। অবশ্য আরও কিছু গণমাধ্যম প্রায়

একই শিরোনামে সংবাদ প্রকাশ করে। আবার কোনো কোনো গণমাধ্যম ‘বাংলাদেশে সরকার পরিবর্তনে আমেরিকার হাত নেই: ট্রাম্প’ শীর্ষক খবরে বিবিসির সূত্র ব্যবহার করেছে। কিন্তু বিবিসি, আলজাজিরা ও রয়টার্স এ সংক্রান্ত যে প্রতিবেদন করেছে, সেখানে বাংলাদেশ প্রসঙ্গই উল্লেখ করা হয়নি। খোঁজ নিয়ে দেখা যায়, এনডিটিভিসহ ভারতের প্রায় সকল গণমাধ্যম ‘I will leave Bangladesh to the prime minister’ সংক্রান্ত খবর প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে, ভারতীয় সংবাদমাধ্যম থেকে অনুবাদ করতে গিয়েই উল্লিখিত শিরোনাম করেছে বাংলাদেশের কিছু গণমাধ্যম। তবে বিষয়টি নিয়ে সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা লক্ষ করা গেছে। সেসব সমালোচনার সারসংক্ষেপ এ রকম যে, প্রসঙ্গটি যেহেতু গুরুত্বপূর্ণ, সেহেতু গণমাধ্যমগুলো কেন সত্যতা যাচাই না

করেই এমন শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করল? আবার অনেকেই বলছেন, বিষয়টি সচেতনভাবেই করা হয়েছে। তারা মনে করেন, গত ৫ আগস্টের পর থেকে ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা চালিয়ে আসছে, এটি তারই ধারাবাহিকতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রিজিক বৃদ্ধি ও সচ্ছলতা লাভের ১০ আমল পদত্যাগে প্রস্তুত জেলেনস্কি ‘অহংকারী’ ভারতের পতনের আশায় পাকিস্তানে হিন্দুদের প্রার্থনা কয়েদিদের সঙ্গে বসে পাক-ভারত ম্যাচ দেখছেন ইমরান খান যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই রাশিয়ার হামলা যে কারণে বিয়ে স্থগিত করলেন অভিনেত্রী সিডনি এবার সোনার দাম কমল বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায়: জয়শংকর হাসান নাসরুল্লাহকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক? লুট করা মোবাইল সেটের বিনিময়ে গাঁজা নেন তারা: পুলিশ তাসকিন-রিয়াদের প্রশংসা, নাহিদ-জাকেরও আছেন স্যান্টনারের ভাবনায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী এস আলম পরিবারের আরও ৮ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ ‘প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি’ উদ্যোগ অনেক, প্রকল্পের সুফল নিয়ে প্রশ্ন পরপর ফিরলেন শাকিল-রিজওয়ান হামাসের হাতে কত জিম্মি রয়ে গেছেন ফেডারেল কর্মীদের হুঁশিয়ারি মাস্কের, দ্বিমত এফবিআই-পররাষ্ট্র দপ্তরের পোপ ফ্রান্সিসের অবস্থা ‘সঙ্কটাপন্ন’