গভীর নিম্নচাপে বিপর্যস্ত উপকূল, ৬ জেলায় বন্যার আভাস – ইউ এস বাংলা নিউজ




গভীর নিম্নচাপে বিপর্যস্ত উপকূল, ৬ জেলায় বন্যার আভাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৫ | ৯:০৮ 62 ভিউ
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এটি সাতক্ষীরা ও এর কাছাকাছি এলাকায় গভীর স্থল নিম্নচাপ হিসেবে ছিল। এটি আরও দুর্বল হয়ে যেতে পারে। নিম্নচাপটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। নিম্নচাপের প্রভাবে দেশের অন্তত ১৪ জেলায় আজ শুক্রবার ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। গতকাল সকাল থেকে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হচ্ছে। আগামী দুদিন সারা দেশে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে গতকালের টানা বর্ষণে উপকূলের অনেক স্থানে বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারে রাস্তাঘাটসহ

চারদিক প্লাবিত হয়েছে। ভয় উপেক্ষা করে বনের হরিণ পর্যন্ত লোকালয়ে চলে এসেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও খেপুপাড়ার (পটুয়াখালীর কলাপাড়া) মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করতে থাকা গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম শেষ করেছে। এটি সাতক্ষীরা ও এর কাছাকাছি এলাকায় গভীর স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর বা উত্তর-পূর্ব দিকে এগিয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি,

বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১ থেকে ৩ ফুটের অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক এস এম কামরুল হাসান বলেন, মৌসুমি বায়ু এবার সময়ের আগেই দেশে প্রবেশ করেছে। তিনি বলেন, যখন মৌসুমি বায়ুর প্রাবল্য থাকে, তখন ঘূর্ণিঝড়ের শক্তিসঞ্চয় কমে যায়। ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য প্রবল গরম হাওয়ার সঞ্চয় দরকার। মৌসুমি বায়ু এতে বিঘ্ন সৃষ্টি করে। এর শক্তি ক্ষয় হয়। বায়ুর প্রাবল্যে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে না। এবারও তা-ই হয়েছে। এখন মৌসুমি বায়ু অনেকটাই সক্রিয়। অভ্যন্তরীণ ও উপকূলীয়

নৌযান চলাচল বন্ধ: গভীর নিম্নচাপের প্রভাবে নদীপথ উত্তাল থাকায় দেশের অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌপথে সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ। গতকাল নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। ৬ জেলায় বন্যার আভাস: ভারি বৃষ্টিতে দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের ছয় জেলা—ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনায় বন্যার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকাল এক বুলেটিনে বলেছে, আগামী দুদিন ফেনীর মুহুরী নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরির ঝুঁকি রয়েছে। হাতিয়ায় বনের হরিণ লোকালয়ে অস্বাভাবিক জোয়ারে রাস্তাঘাটসহ চারদিক প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে দ্বীপের বিস্তীর্ণ এলাকা। কোথাও দাঁড়ানোর সামান্য জায়গা নেই।

তাই নিরুপায় হয়ে ভয়কে উপেক্ষা করে লোকালয়ে চলে এসেছে বনের হরিণ। দৃশ্যটি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপের। গতকাল দুপুরে দ্বীপের এক বাসিন্দা এর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে মুহূর্তে এটি ভাইরাল হয়। জোয়ারের পানিতে হরিণ ঘুরে বেড়ানো প্রসঙ্গে নিঝুম দ্বীপ বন বিটের কর্মকর্তা মো. সোহাগ বলেন, হরিণটি এ রকম জোয়ারের পানিতে ঘুরে বেড়াতে অভ্যস্ত হয়ে গেছে। পানি খুব বেশি বেড়ে গেলে সে নিজেই উঁচু জায়গায় গিয়ে আশ্রয় নেয়। আবার পানি কমে গেলে নেমে আসে। তাই হরিণটিকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার দরকার পড়ে না। এদিকে গতকাল সকাল থেকেই হাতিয়ার বিভিন্ন এলাকায় জোয়ারের পানিতে প্লাবিত হয়। দুপুরের দিকে বাড়তে থাকে জোয়ারের উচ্চতা।

নিঝুম দ্বীপের নামারবাজার, বন্দরটিলা বাজারসহ বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। পানি উঠেছে অনেক বাড়িঘরেও। রান্না বন্ধ রয়েছে অনেক পরিবারের। উত্তাল মেঘনা, নৌ চলাচল বন্ধ গতকাল ভোর থেকে বৃষ্টি ও ঝড়ো বাতাসে লক্ষ্মীপুরের মেঘনা নদী উত্তাল হয়ে উঠছে। এ কারণে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। নদী উত্তাল থাকায় ভোররাতে ভোলার উদ্দেশে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট থেকে ছেড়ে যাওয়া ফেরি ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ ফেরত আসার চেষ্টা করে। ‘বেগম সুফিয়া কামাল’ মজুচৌধুরীরহাট ঘাটে এসে ভিড়তে পারলেও ‘বেগম রোকেয়া’ কমলনগর উপজেলার মতিরহাট এলাকায় আটকা পড়ে। এর মধ্যে ‘সুফিয়া কামালে’ ৪টি লাশবাহী গাড়ি ছিল। প্লাবিত সুন্দরবন বাগেরহাটের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে

সুন্দরবনের দুবলার চর, করমজলসহ বিস্তীর্ণ এলাকা। সুন্দরবনের শেলার চর এলাকা থেকে নদীতে ভেসে যাওয়ার সময় একটি হরিণ শাবক উদ্ধার করেছে বনরক্ষীরা। প্রাথমিক চিকিৎসা দিয়ে হরিণটিকে আবারও বনে অবমুক্ত করা হয়েছে। এদিকে তিন নম্বর সতর্ক সংকেত চালু থাকলেও মোংলা বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান। বিষখালী নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত বরগুনার বেতাগী উপজেলার ছোট মোকামিয়া কিসমত করুণা এলাকায় বিষখালী নদীর দেড়শ মিটার বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপকূলে গত তিন দিন ধরে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ব্যবসা-বাণিজ্যও স্থবির হয়ে পড়েছে। ভোলা পৌর শহরে জলাবদ্ধতা অতিবৃষ্টিতে ভোলা পৌর শহরের বিভিন্ন অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে শহরবাসী। অপরদিকে অদূরবর্তী চরসমূহের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। স্লুইস গেট এলাকায় বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। এলাকাবাসীর সহায়তায় পাউবো জিও ব্যাগ দিয়ে কোনো রকমে পানি ঢোকা বন্ধ করলেও যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। কক্সবাজারে পর্যটকদের সতর্ক করে মাইকিং নিম্নচাপের প্রভাবে সাগর বেশ উত্তাল রয়েছে। এতে সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্ক করে সৈকতে লাল পতাকা উঁচিয়ে দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি উত্তাল সাগরে গোসল থেকে বিরত থাকতে মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। জোয়ারের পানির ঢেউয়ের তোড়ে সৈকতের কিছু কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে। এ কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। আতঙ্কে ঝালকাঠির নদীপাড়ের মানুষ ঝালকাঠিতে সকাল থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এ ছাড়া জেলার সুগন্ধা ও বিষখালী নদীতে জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উচ্চতা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদ-নদীর পানি স্বাভাবিকের অনেক চেয়ে বেশি উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আতঙ্কের মধ্যে রয়েছেন নদীপাড়ের বাসিন্দারা। ঢাকার বাইরে প্রতিবেদন পাঠিয়েছেন কক্সবাজার, পটুয়াখালী, ঝালকাঠি, বাগেরহাট, ভোলা, লক্ষ্মীপুর, বেতাগী (বরগুনা), হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফের হেনস্তার শিকার উরফি কাতারে ইসরাইলি হামলার নিন্দা জানাল বাংলাদেশ নেপালে কারফিউ, আতঙ্কিত জনগণ নেপালজুড়ে কারফিউ জারি এবার পরিষ্কার-পরিচ্ছন্নতায় নেমেছে নেপালের জেনজি আধিপত্য বিস্তার নিয়ে যুবককে কুপিয়ে হত্যা ভালোবাসার টানে রাজবাড়ীতে এসে বিয়ে করলেন চীনা যুবক ইসরাইল বয়কটের ঘোষণা ১২০০ শিল্পীর নেপালে কারফিউ, আতঙ্কিত জনগণ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান নিয়ে কড়া নির্দেশনা দিল এনটিআরসিএ শেখ হাসিনার ১৬ বছরের তিলে তিলে গড়ে উঠা শেয়ার বাজারের ২৫% এক বছরে ধ্বংস করেছে ইউনূস ঢাবি ভিসি’র নেতৃত্বের প্রশাসন ‘আনুষ্ঠানিকভাবে জামায়াতি’ বলে ঘোষণা ছাত্রদলের শিবিরবান্ধব শেহরীন মনামীকে ‘রাজাকার’ ট্যাগ: ফেসবুকে পিতার মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিয়ে জানালেন, “আমিও মুক্তিযোদ্ধার সন্তান, কিন্তু…” বাংলাদেশ ‘মবতন্ত্র’, সহিংসতা শুধু মব নয় – রাজনৈতিক ও ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত কাতারে হামাস নেতৃত্বের উপর ইসরায়েলের ‘সুনির্দিষ্ট হামলা’: মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা বৃদ্ধি এটর্নি জানারেলের আত্মতুষ্টি আর একটি লাশের জনপদের গল্প জুলাই অনেকের জন্য রঙিন হলেও, নিম্ন আয়ের মানুষের জন্য নিকষ কালো অন্ধকারে যাত্রা মন্ত্রীদের জন্য ৬০ পাজেরো কিনছে সরকার: বিশ্লেষক ও বিশেষজ্ঞদের চোখে ‘লুটপাটের উৎসব’ শেভরনের বকেয়া ও জরিমানার দাবি পূরণে ইউনুস সরকারের নতজানু নীতি: ৩৬৬ কোটি টাকা পরিশোধ সরকারের প্রশ্রয়ে উগ্রপন্থীরা মাজার ও খানকা টার্গেট করেছে: অভিযোগ সুফি নেতাদের