গণহত্যা দিবস পালনের ঘোষণা বেলুচিস্তানিদের – ইউ এস বাংলা নিউজ




গণহত্যা দিবস পালনের ঘোষণা বেলুচিস্তানিদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫ | ১১:০৬ 33 ভিউ
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে ‘গণহত্যা দিবস’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ‘বেলুচ গণহত্যা দিবস’ পালন করবে প্রদেশটির মানবাধিকার সংগঠন বেলুচ একজেহতি কমিটি (বিওয়াইসি)। বুধবার স্থানীয় ‘দেস্ত’ বেওয়ারিশ লাশ দাফনের কবরস্থানে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। সেদিন বেলুচিস্তানের উপর পাকিস্তানীদের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে চাগী জেলার দালবান্দিন এলাকায় সমাবেশের আয়োজন করবে সংগঠনটি।খবর দ্যা বেলুচ পোস্টের। সংবাদ সম্মেলনে বিওয়াইসির নেতা মাহরাঙ বেলুচ বলেন, ২০১৪ সালের ২৫ জানুয়ারি বেলুচিস্তানের টুকটাক অঞ্চলে ১০০টিরও বেশি অর্ধগলিত বিকৃত লাশ পাওয়া যায়। যাদের পাকিস্তান সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা গুম করেছিলো। এই লোহমর্ষক ঘটনা সাধারণ

মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে যা এখনো বেলুচিস্তানি ও নিহতদের পরিবার বয়ে বেড়াচ্ছে। তিনি আরো বলেন, সুচিন্তিতভাবে বেলুচিস্তানিদের হত্যা করা এবং তাদের বেওয়ারিশ লাশ দাফনের কবরস্তানগুলোতে দাফন করা আন্তর্জাতিক আইন অনুযায়ী গণহত্যার শামিল। উদাহরণ হিসেবে তিনি স্থানীয় ‘দেস্ত’ কবরস্থানে বেওয়ারিশ লাশ দাফনের বিষয়টি উত্থাপন করেন। ২৫ জানুয়ারি নিহতদের স্মরণ ছাড়াও বেলুচস্তানিদের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ ও এসব অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যেও নানান কর্মসূচি পালন করবে সংগঠনটি। উল্লেখ্য, পাকিস্তানের বিশাল এলাকা বেলুচিস্তান। প্রায় ৪৪ ভাগ। ভু-রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ। আবার মাটির নিচে আছে বিস্তর খনিজ। ইসলামাবাদ এই খনিজ জাতীয় প্রয়োজনে ব্যবহারের পক্ষে। অন্যদিকে, এখানকার মানুষ চাইছে খনিজের

উপর প্রথমে তাদের হিস্যা নিশ্চিত হোক। তাছাড়া খনিজ সম্পদ কীভাবে উত্তোলিত ও ব্যবহৃত হবে তার জন্য চাই এ অঞ্চলের রাজনৈতিক স্বায়ত্তশাসন। এ রকম অবস্থান থেকেই বেলুচদের সঙ্গে ইসলামাবাদের নীতিনির্ধারকদের বিরোধ চলছে। বেলুচিস্তান প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ। সেখানে তেল, কয়লা, সোনা, তামা ও গ্যাসের খনি রয়েছে। এরপরও পাকিস্তানের সবচেয়ে দরিদ্র অঞ্চল এটি। পাকিস্তান সরকারের রাজস্ব আয়ের একটি বড় উৎস বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদ। অথচ এই প্রদেশের বাসিন্দাদের কঠোর অর্থনৈতিক সংকটের মধ্যে দিন যাপন করতে হয়। বেলুচিস্তান প্রদেশের বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, পাকিস্তান সরকার খুবই কৌশলে ক্রমাগত তাদের প্রয়োজনকে উপেক্ষা করে যাচ্ছে এবং তাদের সম্পদের অপব্যবহার করছে। এর ফলে তাদের মধ্যে (সরকার দ্বারা) প্রতারিত হওয়ার অনুভূতি গড়ে উঠেছে এবং তাদের

সমর্থন বিচ্ছিন্নতাবাদীদের দিকে ঝুঁকে পড়ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে? যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ট্রাম্প সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলের শিকার ভারতের পররাষ্ট্রসচিব নেতানিয়াহু সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন: ইসরাইলের সাবেক সেনাপ্রধান ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৩ জাবির ক্যাফেটেরিয়ার খাবারে মিলল বিষাক্ত চ্যালাপোকা যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ট্রাম্প ঘরে ঢুকে ঘুমন্ত নারীর শ্লীলতাহানি, থানায় মামলা ২২ মে থেকে বাজারে মিলবে নওগাঁর আম ঢাকায় ২ বোন হত্যা, মাস্ক-ক্যাপ পরা সেই ব্যক্তি গ্রেফতার ‘পরমাণু অস্ত্র নয়, শান্তিই চাই’, বিশ্বকে বার্তা পেজেশকিয়ান থাকছে না পুলিশের হাতে মারণাস্ত্র মধ্যপ্রাচ্যের যে দেশ থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স এলো ‘আলোচনার জন্য’ নিজ দেশে পাকিস্তানের হাইকমিশনার আইভীর জামিন নামঞ্জুর, কারাগারে ডিভিশন মঞ্জুর ৪ জেলায় বন্যার আভাস যুদ্ধবিরতির পর ভারত ও পাকিস্তান যা দাবি করছে মোদি এখন বুঝতে পারছেন পাকিস্তানের মুখোমুখি হওয়া কতটা ব্যয়বহুল: আফ্রিদি সন্ত্রাসী হামলার পর কাশ্মীরের অর্থনৈতিক-কূটনৈতিক অবস্থা ভেঙে পড়েছে ফ্যাসিস্ট ইউনুস সরকারের রাজনৈতিক নিষেধাজ্ঞা: স্বাধীনতা ও গণতন্ত্রের উপর নিষ্ঠুর আঘাত