কেশচর্চায় আমলকি – ইউ এস বাংলা নিউজ




কেশচর্চায় আমলকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ | ১১:১৫ 53 ভিউ
ফল হিসেবে আমলকির গুণের শেষ নেই। এ ছোট্ট ফলে শরীর, ত্বক এবং চুল ভাল রাখতে যা যা দরকার তার সবই আছে। এতে ভিটামিন সি, ই, অ্যান্টি-অ্যাক্সিড্যান্ট, অ্যামাইনো অ্যাসিড আছে। চুলের যত্নে আমলকির ব্যবহার বহু পুরনো। অকালপক্বতা দূর করতে, মাথার ত্বকে আর্দ্রতা জোগাতে, খুশকি সমস্যার সমাধানে আমলকি বিশেষ কার্যকর। আমলকিতে রয়েছে ফাইটোনিউট্রিয়েন্টস। তা মাথায় রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি করে। রাসায়নিক বর্জিত কেশচর্চায় আমলকির ব্যবহার অনন্য। এতে কমবে চুল ঝরা, ঘন হবে কেশ। অনেকে আমলকি দিয়ে চুলের মাস্কও ব্যবহার করেন। শরীর ভাল রাখতেও আমলকির শট খাওয়া যায়। তেল অনেকেই নারকেল তেলে আমলকি থেঁতো করে দিয়ে ফুটিয়ে, সেই তেল মাখেন। নারকেল তেল ছাড়াও পছন্দের যে

কোনও তেলে আমলকির রস মিশিয়ে বা সেটি থেঁতো করে দিয়ে মাখা যায়। তেল মালিশ করলে রক্ত সঞ্চালন ভাল হয়। উপকারিতা: রুক্ষ চুলের সমস্যা থাকলে তেল মালিশ খুব কার্যকর। ডগা ফাটা কমাতে পারে। অযত্নেও অনেক সময় চুল ঝরে। এ ক্ষেত্রে সপ্তাহে ৩-৪ দিন আমলকির তেল মালিশ করলে সমস্যার সমাধান হতে পারে কয়েক মাসেই। তবে মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে তেল মালিশে চুল তেলচিটে হয়ে যায়। মাস্ক মাস্ক মাথার ত্বকের গভীরে গিয়ে চুলে পুষ্টি জোগানোর ফলে চুল নরম এবং সুন্দর হয়। চুলের পরিচর্যায় বাড়িতেই টক দই, শিকাকাই গুঁড়ো, মেথি, ভৃঙ্গরাজ- এমন নানা উপকরণ দিয়ে মাস্ক তৈরি করে নেওয়া যায়। উপকারিতা: চুলের গোড়া মজবুত করতে, অকালপক্বতা রোধে

সাহায্য করে মাস্ক। এটি চুলে আর্দ্রতা জোগায়। আমলকির সঙ্গে টক দই, ভৃঙ্গরাজ, মেথির গুণও যোগ হয় মাস্কের ব্যবহারে। মাস্ক ২০-৩০ মিনিট রেখে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। আমলকির রস আমলকির রস পানিতে মিশিয়ে খেতে পারেন। ভিটামিন সি, ই এবং অ্যান্টি-অক্সিড্যান্ট শুধু চুলের যত্নই নেয় না, ত্বক এবং শরীর ভাল রাখতেও সহায়ক। পুষ্টিবিদেরা জানান, স্বাস্থ্যোজ্জ্বল চুল, ত্বক পেতে হলে ভিটামিন এবং খনিজে সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। ঠিক সে কারণেই আমলকির রস শুধু শরীর ভাল রাখতে সাহায্য করে না, এতে চুলও ভাল হয়। উপকারিতা: চুল ঘন এবং মসৃণ হয়। এতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। চুলের প্রয়োজনীয় কোলাজেন প্রোটিন সংশ্লেষে সাহায্য

করে ভিটামিন সি, অ্যান্টি-অক্সিড্যান্ট। চুল ঝরা, ডগা ফাটা, খুশকির সমস্যা থাকলে আমলকির তেল মালিশ অত্যন্ত উপকারী হতে পারে। সপ্তাহে ২-৩ দিন মিনিট পাঁচ-দশেক তেল মাখলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভাল হবে, রুক্ষ ভাব দূর হবে। অন্যদিকে, মাস্ক মাসে দুই থেকে তিন বার ব্যবহার করলেই যথেষ্ট। এটিও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য জরুরি। আমলকির রস সামগ্রিক স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। তবে আমলকির রস নিয়মিত খাওয়ার আগে পুষ্টিবিদের পরামর্শ নেওয়া প্রয়োজন। মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে আমলকির তেল নিয়মিত বা বেশি না মাখাই ভাল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চমকপ্রদ রূপে ফিরছে টাটা ন্যানো, থাকছে দুর্দান্ত সব ফিচার! বিমান বিধ্বস্ত: হতাহতের সংখ্যা নিয়ে সবশেষ তথ্য ওবামা রাষ্ট্রদ্রোহী, প্রমাণ আছে: ট্রাম্প ‘ভাই, টেনশন কইরেন না’ সচিবালয়ে ভাঙচুর-হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা শুল্কে সুবিধা পেতে বাড়তি দামে যুক্তরাষ্ট্রের গম কিনবে সরকার ডেঙ্গুতে একদিনে ৪ মৃত্যু অসুস্থ্য পুত্রবধূকে দেখতে যাওয়া হলো না ৮ জনের গাজায় ত্রাণ নিতে গিয়ে হাজারের বেশি নিহত, দুর্ভিক্ষের শঙ্কা শেরপুরে টিসিবির ১৯ বস্তা চাল জব্দ সৈয়দপুরে বাস-ট্রাক সংঘর্ষে ১৯ জনের অধিক আহত প্রেম আসলে বন্ধুত্ব ও সংযোগ ছাড়া কিছুই নয় : অনন্যা পান্ডে ফের সংসার ভাঙার গুঞ্জনে যা বললেন দিব্যা আগরওয়াল ঢাকার স্বাস্থ্যব্যবস্থা অসহায়! বিধ্বস্তের আগে কন্ট্রোল রুমে কী বলেছিলেন পাইলট তৌকির মধ্যপ্রাচ্য : বড় পরিবর্তনের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র টঙ্গীতে ৪ ছিনতাইকারীকে গণপিটুনি বিভিন্ন বিলে অবাধে পোনাসহ মাছ নিধন জাপানের সঙ্গে বিশাল বাণিজ্য চুক্তির দাবি ট্রাম্পের ভারতে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে আগুন