ঈদুল আজহার তারিখ ঘোষণা করল যেসব দেশ – ইউ এস বাংলা নিউজ




ঈদুল আজহার তারিখ ঘোষণা করল যেসব দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ | ৫:৩৮ 12 ভিউ
মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহার তারিখ ইতিমধ্যেই ঘোষণা করেছে বিশ্বের বেশ কয়েকটি মুসলিম দেশ। এর মধ্যে রয়েছে- সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই অন্যতম। মঙ্গলবার বেশকিছু দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ঈদুল আজহার তারিখ নির্ধারণ করেছেন তারা। এরমধ্যে সবার আগে ঈদের তারিখ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া। মঙ্গলবার ইন্দোনেশিয়ায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৬ জুন (জিলহজ মাসের ১০ তারিখ) ঈদুল আজহা পালনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশটি। দেশটির জাতীয় জ্যোতির্বিদ্যা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এদিকে চাঁদ দেখা গেছে সৌদি আরবেও। ফলে আগামী ৬ জুন পবিত্র হজের পরদিন ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে দেশটি।

দেশটির সুপ্রিম কাউন্সিল জানিয়েছে, মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, ২৮ মে থেকেই জিলহজ মাস শুরু হতে যাচ্ছে। এছাড়া ৬ জুন পবিত্র ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও ওমান। এসব দেশে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার থেকেই জিলহজ মাস শুরু হচ্ছে। ধর্মীয় কর্তৃপক্ষ ও আঞ্চলিক চাঁদ দেখার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো। ঈদের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়াও। দেশটিতে মঙ্গলবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় মধ্যপ্রাচ্যের সঙ্গে একই দিনে ঈদ পালিত হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ৬ জুন সে

দেশে ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছেন। ৭ জুন ঈদ উদযাপন করবে যেসব দেশ: মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ব্রুনেই, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশকিছু দেশে মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় ২৯ মে জিলহজ মাস শুরু হবে। ফলে এসব দেশে আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা পালিত হবে। বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি ২৮ মে বুধবার সন্ধ্যায় চাঁদ দেখার ঘোষণা দেবে। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদ হতে পারে ৭ অথবা ৮ জুন। তবে ৭ জুন তারিখই ঈদের সম্ভাব্য দিন হিসেবে ভাবা হচ্ছে। ইতোমধ্যে ঈদ উপলক্ষে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত ১০ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদে নিলয়-হিমির ‘গুড বয় ব্যাড লাক’ ঈদের ছুটিতে ব্যাংকগুলোর প্রতি যেসব নির্দেশনা ইসরাইলকে ‘পুড়িয়ে দেওয়ার’ হুঁশিয়ারি ইয়েমেনের কর্মসূচি স্থগিত, শুক্রবার থেকে জুয়েলারি প্রতিষ্ঠান খোলা বামপন্থিরা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে শুধু বিএনপি নয়, অধিকাংশ দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়: সালাহউদ্দিন গ্রেনেড বিস্ফোরণে রুশ বিমান কমান্ডার নিহত বাংলাদেশে দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় ভারত কুরবানির ঈদেও প্রেক্ষাগৃহে সিয়াম নতুন নোটের ছবি প্রকাশ দ্রুততম সময়ে বাংলাদেশে নির্বাচন চায় ভারত ফারুকে অনাস্থা বিসিবির ৮ পরিচালকের এক মাসের জন্য কর্মবিরতি স্থগিত প্রাথমিক শিক্ষকদের কারও দোসর ছিলাম না, ফ্যাসিবাদের শিকার হয়েছি : জিএম কাদের ভয়াবহ বিপদে কানাডা, জরুরি অবস্থা জারি ভারতের রাফাল ভূপাতিতে নড়েচড়ে বসল ফ্রান্সের সেনাবাহিনী নেতানিয়াহুকে ইরানে হামলা করতে না করেছি : ট্রাম্প ইশরাকের মেয়র পদ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন : আপিল বিভাগ ঈদুল আজহায় পুলিশের একগুচ্ছ পরামর্শ ৬ জেলায় বন্যার পূর্বাভাস