ইসরাইলি কারাগারে বিপর্যয়কর পরিস্থিতির মুখে ফিলিস্তিনি বন্দিরা – ইউ এস বাংলা নিউজ




ইসরাইলি কারাগারে বিপর্যয়কর পরিস্থিতির মুখে ফিলিস্তিনি বন্দিরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ | ৪:০৩ 69 ভিউ
ইসরাইলের কারাগারগুলোতে অসংখ্য ফিলিস্তিনি নাগরিক বিনা বিচারে ও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আটক আছেন। তাদের অনেকেই বছরের পর বছর কারাবরণ করছেন। গত বছরের ৭ অক্টোবরে হামাসের হামলার পর থেকে ইসরাইলে ফিলিস্তিনি বন্দির সংখ্যা আগের যে কোনো তুলনায় বেশি। সম্প্রতি দুই বন্দি মৃত্যুর পর ইসরাইলি কারাগারে বিপর্যয়কর পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে দুটি ফিলিস্তিনি পর্যবেক্ষণ গোষ্ঠী। শুক্রবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মিডল ইস্ট আই। এক যৌথ বিবৃতিতে, ফিলিস্তিনি বন্দি বিষয়ক সাবেক মন্ত্রণালয় এবং ফিলিস্তিনি বন্দি সমিতি শুক্রবার সামিহ সুলেমান মুহাম্মদ আলীউই (৬১) এবং আনোয়ার শাবান মুহাম্মদ আসলিম (৪৪) এর মৃত্যুর কথা ঘোষণা করেছে। এরমধ্যে আলীউই নাবলুসের বাসিন্দা এবং একজন হামাস নেতা। জানা

গেছে, অসুস্থ হয়ে আয়লোন (রামলা) কারাগারের ক্লিনিক থেকে শামির মেডিকেল সেন্টারে (আসাফ হারোফেহ) স্থানান্তরিত হওয়ার ছয় দিন পর গত ৬ নভেম্বর তিনি মারা যান। বিবৃতিতে অভিযোগ করা হয়, ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) এজেন্সি এবং ইসরাইলি কারা প্রশাসন এই ধরনের তথ্য প্রকাশের বাধ্যবাধকতা সত্ত্বেও তার মৃত্যুর বিবরণ প্রকাশ করেনি। আলিউই তার স্বাস্থ্যগত সমস্যা সত্ত্বেও গত বছরের ২১ অক্টোবর থেকে ইসরাইলের কারাগারে প্রশাসনিকভাবে আটক ছিলেন। তার আইনজীবীর উপস্থাপন করা বিভিন্ন সাক্ষ্য ইঙ্গিত দেয়, আলিউই গ্রেপ্তারের আগে একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন এবং টিউমারের জন্য বেশ কয়েকবার অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্ত এরপরও তার মুক্তি মিলেনি। শেষ পর্যন্ত অসুস্থ হয়েই মৃত্যুবরণ করেন। অন্যদিকে, ইসরাইলি কারাগারে নিহত অপরজন

হলেন আনোয়ার শাবান মুহাম্মদ আসলিম, যিনি গাজার চার সন্তানের জনক আসলিম, তার পরিবারের মতে, গ্রেপ্তারের আগে পূর্ব থেকে বিদ্যমান স্বাস্থ্য সমস্যায় ভোগেননি। দুই পর্যবেক্ষণ গোষ্ঠী বলছে, আলিউই এবং আসলিম ইসরাইলি কারাগারে দীর্ঘকাল ধরে পদ্ধতিগত নির্যাতনের শিকার হয়েছিল, যার মধ্যে নির্যাতন, চিকিৎসা অবহেলা এবং জোরপূর্বক অনাহার ছিল। দল দুটি ইসরাইলকে দুই বন্দি, আলীউই এবং আসলিমের মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে দায়ী করেছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, গাজায় ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, বন্দিদের বিরুদ্ধে অপরাধ বেড়েই চলেছে। বন্দিদের মধ্যে বিশেষ করে যারা অসুস্থ এবং আহত, এই বিপর্যয়কর পরিস্থিতির কারণে মৃত্যুর সংখ্যা আরও অনেক বাড়বে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ জাসদ: শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানের জন্য বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ন্যায্যতা পায় না ডেঙ্গু জ্বর যা জানা দরকার ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে উজানে অতিবৃষ্টি, উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলা প্লাবিত পূজার ছুটির কারণে পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি বিপিএল থেকে চিটাগং কিংস বাদ, পাওনার হিসাব দিল বিসিবি ৫ আগস্টের পরে অপুর সঙ্গে আমার দেখা হয়নি: আসিফ মাহমুদ বিয়ের আগেই শর্ত, বিচ্ছেদ হলে জর্জিনাকে মাসে কোটি টাকা দেবেন রোনালদো শচীনের ঘরে বিয়ের শানাই, ছেলে অর্জুনের আংটি বদল সুদানে কলেরার প্রাদুর্ভাব বেড়েছে, প্রাণহানি অন্তত ৪০ ফিলপস প্রদর্শন করলো ডিজিটাল ব্যাংকিং উদ্ভাবন স্বামীসহ শিল্পা শেঠির বিরুদ্ধে মামলা, যা বললেন আইনজীবী বাংলাদেশি টাকায় ৭০টির বেশি দেশে রোমিং সুবিধা চালু করলো রবি ও এয়ারটেল ঘুমানোর কতক্ষণ আগে খাবার খাওয়া উচিত? ‘পশ্চিমতীর স্টাইলে’ ইউক্রেন দখলের রুশ-মার্কিন পরিকল্পনা ফাঁস এলডিসি উত্তরণের সিদ্ধান্ত আত্মঘাতী সংস্কার কমিশনের ৩৬৭ সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য সরকার উৎখাতের পরিকল্পনা: আরেক নেতার দায় স্বীকার সাংবাদিকতায় এআই নিয়ে অনলাইন কোর্স ‘৫০০ থেকে ১০০০ টাকায় ভোট কিনে এমপি হওয়ার দিন শেষ’