ইউনূস আমলে খুন-রাহাজানিতে আতঙ্কিত দেশবাসী: মাসে গড়ে ২৫০টির বেশি খুন – ইউ এস বাংলা নিউজ




ইউনূস আমলে খুন-রাহাজানিতে আতঙ্কিত দেশবাসী: মাসে গড়ে ২৫০টির বেশি খুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৫ | ৬:৩৪ 16 ভিউ
অন্তর্বর্তী ইউনূস সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে চরম উদ্বেগে রয়েছে সাধারণ মানুষ। দিনদুপুরে খোদ রাজধানীর ব্যস্ত এলাকাগুলোতেও ঘটছে ডাকাতি, ছিনতাই, মব সন্ত্রাস এমনকি পুলিশ সদস্যরাও অপরাধীদের হামলার শিকার হচ্ছেন। দেশের বিভিন্ন অঞ্চলে নদী থেকে প্রতিনিয়ত লাশ উদ্ধার হচ্ছে যা হত্যার আলামত গোপনের একটি কৌশল হিসেবে দেখছেন আইনশৃঙ্খলা বাহিনী। এতে দেশবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ইউনূস সরকারের আমলে প্রতি মাসে গড়ে ২৫০টির বেশি হত্যা মামলা হচ্ছে সরকারি হিসেবে। পুলিশ সদর দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ২ হাজার ৩৬১টি হত্যাকাণ্ড ঘটেছে। এই ৯ মাসে থানাগুলোতে দায়ের হয়েছে ২ হাজার ৯১১টি হত্যা মামলা। এর মধ্যে ৫৫০টির

বেশি হত্যা মামলা হয়েছে অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর। পরিসংখ্যান অনুযায়ী, ইউনূস সরকারের আমলে প্রতি মাসে গড়ে ২৫০টির বেশি হত্যা মামলা হচ্ছে। অর্থাৎ প্রতিদিন ৮ থেকে ৯ জন মানুষ খুন হচ্ছেন যা দেশের সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা ও ভয়াবহ বাস্তবতার প্রতিচ্ছবি। রাজধানী ঢাকার জনবহুল রামপুরায় গত ১৯শে অক্টোবর দুপুরে চলন্ত বাসে যাত্রী ইমরানের কাছ থেকে ছিনতাইকারীরা ২০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করলেও পুলিশ জানায়, তারা সক্রিয় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। একইদিন ভোরে যাত্রাবাড়ীতে সিআইডির কনস্টেবল রাসেল মিয়াকে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। অর্থাৎ শুধু সাধারণ মানুষ নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখন অপরাধীদের হামলার ঝুঁকিতে রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর ২০২৫: ১৬৯টি ছিনতাই ও ৫০টি ডাকাতি, আগস্ট: ২৩৮টি, জুলাই: ২২৫টি, জুন: ২০০টি- অর্থাৎ প্রতি মাসে শত শত ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে যার বেশিরভাগই প্রকাশ্যে, দিনের আলোতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ও নিয়ন্ত্রণ কার্যত প্রশ্নবিদ্ধ। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই মব সন্ত্রাস হচ্ছে। পিটিয়ে মারা হচ্ছে। কোনও প্রতিকার মিলছেনা। আরেক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে দেশের নদীগুলো থেকে অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধারের ঘটনায়। নৌ পুলিশ জানায়, ২০২৫ সালে এখন পর্যন্ত প্রতি মাসে গড়ে ৪৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে যা ২০২৪ সালের তুলনায় অনেক বেশি। গত বছর এই গড় ছিল ৩৬টি। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে নদী থেকে ৩০১টি

মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে: নারায়ণগঞ্জে ৩৪টি, ঢাকায় ৩২টি, ৯২টি মরদেহের পরিচয়ই পাওয়া যায়নি। ২০২৪ সালে উদ্ধার হওয়া ৪৪০টি লাশের মধ্যে এখনো ১৪১ জনের পরিচয় শনাক্ত হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, হত্যার পর আলামত নষ্ট করতে পরিকল্পিতভাবে লাশ নদীতে ফেলে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রেই লাশে পচন ধরায় ফিঙ্গারপ্রিন্ট কিংবা চেহারা শনাক্ত করাও অসম্ভব হয়ে পড়ে, ফলে অপরাধী ধরাও কঠিন হয়ে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই ভয়াবহ চিত্রের মধ্যেও পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম দাবি করেছেন, ‘হত্যা বেড়েছে এমন নয়, আগে যেমন ছিল, এখনও তেমনই আছে।’ তিনি আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানের মতো পরিস্থিতির পর বাংলাদেশ পুলিশ যে গতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, তা অন্য কোনো দেশের পক্ষে

সম্ভব হতো না।’ তিনি অভিযোগ করেন, ‘থানায় প্রেমসংক্রান্ত হত্যাকাণ্ডে ঘটনায় ঘেরাও করা হচ্ছে। যদি জনগণ পুলিশের কাজ করতে না দেয়, তাহলে উন্নতি হবে কীভাবে?’ বিশ্লেষকদের মতে, পুলিশের এ ধরনের প্রতিক্রিয়া আসলে দায় এড়ানোর প্রবণতা এবং মাঠপর্যায়ের নিয়ন্ত্রণহীনতা আড়াল করার চেষ্টা মাত্র। একদিকে হত্যা-ছিনতাই-ডাকাতি বেড়ে চলেছে, অন্যদিকে নদী থেকে প্রতিনিয়ত লাশ উদ্ধার হচ্ছে। অপরদিকে, অপরাধীদের ধরতে ও সঠিক বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পুলিশের কৌশলগত দুর্বলতা, অপরাধ দমন ব্যবস্থার দুর্বল সমন্বয় ও প্রশাসনিক সদিচ্ছার অভাব পুরো দেশজুড়ে একটি অনিরাপদ পরিবেশ তৈরি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কার্যকর উদ্যোগ ও পুলিশের আধুনিকায়ন ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ অসম্ভব

বলে মনে করেন সচেতন মহল। সচেতন মহল মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনমনের দিকে যাচ্ছে। হত্যা, ছিনতাই, নদী থেকে লাশ উদ্ধার সবই ইঙ্গিত দিচ্ছে এক অনিয়ন্ত্রিত ও ভয়াবহ অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটের ভিতর দিয়ে যাচ্ছে দেশ। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে জনগণের আস্থা ও নিরাপত্তা উভয়ই ভেঙে পড়বে বলে মনে করছেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সঞ্চয়পত্রের সুদহার কমছে জানুয়ারি থেকে, উদ্বেগ মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্তদের ড. ইউনূসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার হুমকির মুখে জনপ্রিয় সাংবাদিক আনিস আলমগীর বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়ার ঘোষণা সাবেক মন্ত্রী পুত্র মুবিন-এর ইউনূস আমলে খুন-রাহাজানিতে আতঙ্কিত দেশবাসী: মাসে গড়ে ২৫০টির বেশি খুন ঐতিহাসিক সোশ্যাল মিডিয়া মামলায় সাক্ষ্য দেবেন মার্ক জাকারবার্গ কী ঘটছে সেন্ট মার্টিন্সে? পরিবেশ রক্ষার নামে ধ্বংসলীলা আর বিশেষ উদ্দেশ্যে জনমানবহীন করাই লক্ষ্য? শুভ জন্মদিন, কিংবদন্তি নেতা তোফায়েল আহমেদ গভীর সংকটে পুঁজিবাজার: বাজার ছেড়েছেন ৮২ হাজার বিনিয়োগকারী, বাড়ছে আস্থাহীনতা ও হতাশা চট্টগ্রামে বিএনপি-জামায়াতের মব হামলায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু: পুলিশি অবহেলার অভিযোগ পরিবারের অবিচলতার সঙ্গে নেতাকর্মীদের আপসহীন সংগ্রামের জন্য ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের বিবৃতি খাবার খাওয়ার পর এলাচ খেলে কী হয়? চীন-যুক্তরাষ্ট্র এখন ভিন্ন ধরনের বাণিজ্য যুদ্ধে আছে- বিশেষজ্ঞদের সতর্কতা সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই থেকেও আসছে চাঁদার হুমকি সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে পরিবর্তন আনবে বাংলাদেশ? ঢাকায় আরেকটি জাপানি সিনেমা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য মাউশির সতর্কবার্তা আগামী বছর ২৮ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার সালমান শাহ: ২৯ বছর পর হত্যা মামলা, রহস্যের জট খুলছে না কেন ল্যুভর থেকে চুরি হওয়া অলংকারের আর্থিক মূল্য প্রকাশ ১০ মাসে পাঁচ লাখ অবৈধ অভিবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে