ইউটিউবার জ্যোতিকে নিয়ে কেনো ভয় পাচ্ছে ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউটিউবার জ্যোতিকে নিয়ে কেনো ভয় পাচ্ছে ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৫ | ৫:১৬ 7 ভিউ
হরিয়ানার ইউটিউবার প্রভাবী জ্যোতি মলহোত্রার মোবাইলে ‘জাট রনধাওয়া’ নামে কার নম্বর সেভ করা ছিল? কে ওই সন্দেহভাজন ব্যক্তি? গত শনিবার হরিয়ানার পুলিশ তাঁকে গ্রেফতার করার পর এমন বেশ কিছু প্রশ্ন উঠে আসতে শুরু করেছে। পুলিশের এফআইআর অনুসারে, ওই গোটা পর্বে এহসান-উর-রহিম ওরফে দানিশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বস্তুত, এই দানিশ ছিলেন নয়াদিল্লিতে পাকিস্তানি হাই কমিশনের এক আধিকারিক। সম্প্রতি তাঁকে এ দেশে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে ভারত সরকার। তাঁকে ভারত ছাড়ার নির্দেশও দেওয়া হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে জ্যোতি স্বীকার করেছেন, দানিশের সঙ্গে তাঁর আলাপ ছিল। দানিশের মাধ্যমেই বাকি সন্দেহভাজন পাক গুপ্তচরদের সঙ্গে আলাপ হয় জ্যোতির। হিন্দুস্তান টাইম্‌স সূত্রে জানা যায়, পুলিশ এফআইআরে উল্লেখ করেছে, ২০২৩ সালে

পাকিস্তানে ঘুরতে গিয়ে আলি এহওয়ানের সঙ্গে আলাপ হয় হরিয়ানার ইউটিউবার প্রভাবীর। পাকিস্তানে জ্যোতির থাকা এবং তাঁকে ঘোরানোর দায়িত্ব ছিল আলির উপর। আলির মাধ্যমেই পাকিস্তানি গুপ্তচর সংস্থার আধিকারিকদের সঙ্গে আলাপ হয় ভারতীয় ইউটিউবার প্রভাবীর। এফআইআরে বলা হয়েছে, ওই সময় শাকির এবং রানা শাহবাজ় নামে দু’জনের সঙ্গেও আলাপ হয়েছিল তাঁর। এই দু’জনও পাক গুপ্তচর বলে সন্দেহ তদন্তকারীদের। পুলিশি এফআইআরে উল্লেখ রয়েছে, ২০২৩ সালে পাকিস্তানে গিয়ে আলাপ হওয়া ওই শাকিরই আসলে ‘জাট রনধাওয়া’। যাতে কারও মনে কোনও রকম সন্দেহ না জাগে, সেই জন্যই শাকিরের নম্বর ওই ভুয়ো নামে নিজের মোবাইলে সেভ করেছিলেন জ্যোতি। পাকিস্তান থেকে ফেরার পরেও সন্দেহভাজন পাক গুপ্তচরদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে

এফআইআরে বলা হয়েছে। পাক চরেদের সঙ্গে যোগাযোগ রাখতে জ্যোতি হোয়াট্‌সঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাট ব্যবহার করতেন বলে সন্দেহ পুলিশের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় আওয়ামী লীগের ৩ নেতা কারাগারে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন-সড়ক অবরোধ এবারের বাজেট দায়িত্বজ্ঞানহীন নয়: পরিকল্পনা উপদেষ্টা ইউটিউবার জ্যোতিকে নিয়ে কেনো ভয় পাচ্ছে ভারত জুলাই থেকে ঢাকা-জাপানের ফ্লাইট বন্ধ হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সোনা লুট, ঘটনায় জড়িত চার পুলিশ ডিবিতে জিজ্ঞাসাবাদে নুসরাত ফারিয়া রোগী দেখে ওষুধ দেবে এআই চিকিৎসক অশ্লীলতা ছড়ানোর দায়ে উপস্থাপিকা তমাকে লিগ্যাল নোটিশ মার্কিন কারাগার থেকে হত্যা মামলার আসামিসহ ১০ জনের পলায়ন স্থলবন্দরে ভারতের নিষেধাজ্ঞা নিয়ে বাণিজ্য উপদেষ্টা যা বললেন বাংলাদেশের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় ভারতের ব্যবসায়ীরা এবার আলোচনায় কর্নেল কুরেশির যমজ বোন—ড. শায়না কালও বিক্ষোভের ডাক ইশরাক সমর্থকদের হাইকোর্ট: ভেতরে আপিল শুনানি, বাইরে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ভারত স্থায়ী যুদ্ধবিরতি চায় পাকিস্তানের সঙ্গে রিজার্ভ চুরি: প্রতিবেদন জমার তারিখ পেছাল ৮৫ বার দেশে আরও বেকার বাড়ল ১ লাখ ৬০ হাজার গাজায় ‘ব্যাপক’ স্থল অভিযান শুরু ইসরাইলের