‘আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন’ – ইউ এস বাংলা নিউজ




‘আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪ | ৭:১১ 28 ভিউ
আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। শনিবার (১২ অক্টোবর) সমন্বয়ক সারজিস তার ফেসবুক প্রোফাইল থেকে করা এক স্ট্যাটাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের চিকিৎসা এবং আর্থিক সহযোগিতা প্রসঙ্গে এ মন্তব্য করেন। বিকেল সাড়ে ৩টার দিকে করা তার এই স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো : ‘যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই অভ্যুত্থান ঘটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল তাদের চিকিৎসা আর আর্থিক সহযোগিতার ক্ষেত্রে সরকারের এত দীর্ঘসূত্রিতা কেনো? আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন।’ এখন পর্যন্ত স্ট্যাটাসটিতে হাজারেরও বেশি মন্তব্য করেছেন পাঠকরা। স্ট্যাটাসটির কমেন্ট বক্সে নূর মো. মির্জা নামের একজন লেখেন, ‘দুঃখজনক বিষয় এখনো

তাদের চিকিৎসা চলছে ভালো হসপিটালে উন্নতমানের চিকিৎসা দিলে আরও আগে সুস্থ হয়ে যাওয়ার কথা ছিল। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদের জান্নাতবাসী করুক।’ আরিফ হাসান আফজাল নামের একজন লেখেন, ‘যাদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় গেলেন তাদের সহযোগিতা করতে এত সময় কেন? ক্ষমতায় গেলে মানুষ সহযোগিতাকারীদের ভুলে যায়।’ আকলিমা আলি নামের একজন লেখেন, ‘নিজেদের দায়িত্ব নিজেরাই নিতে হবে। গত ১৫ বছরে দিকে তাকান। কিছু তো শিক্ষা আমরা পেয়েছি বিগত দিনগুলো থেকে। সর্বস্তরের মানুষকে সচেতন হতে বলেন যেন আর কোনো দল আমাদের ভারাটিয়া মনে না করে। দেশ আমাদের সবার। তাই অন্যের আসায় বসে না থেকে দায়িত্ব নিজেদের কাঁধে নিতে হবে। আর মনে রাখতে

হবে দশের লাঠি একের বোঝা।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাবিতে পোষ্য কোটা বিতর্কে মুখোমুখি দু’পক্ষ ৪৩তম বিসিএসে বাদ পড়াদের নিয়ে যা জানালো মন্ত্রণালয় ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যা বেড়েছে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ : ইউক্রেন ও ইউরোপের নতুন বাস্তবতা চীনে বিশাল ছাড়ে আইফোন বিক্রির ঘোষণা রণবীরের ‘ধুরন্ধর’ ছবির লুক নিয়ে তোলপাড় ‘স্কুইড গেম ২’খ্যাত অভিনেতার আপত্তিকর ভিডিও ফাঁস তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি : ২৭ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ৮৩ জন এলপি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ চলতি মাসে শৈত্যপ্রবাহ সহ বৃষ্টিপাত হতে পারে ; আবহাওয়া অফিস বিপিএল টিকিট কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ মেজর সিনহা হত্যার; দ্রুত মামলার শুনানি করতে অ্যাটর্নি জেনারেলের কাছে মায়ের আবেদন পুরুষ ভোটার বেড়েছে প্রায় দ্বিগুণ পবিত্র শব-ই-মিরাজ ২৭ জানুয়ারি ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’ নীতি ২০২৪ সালে কতটা কার্যকর ছিল? সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধানে দুদক ফিজের বাগড়ায় বিশ্ব রেকর্ড হলো না তাসকিনের ডুয়েলগেজ রেললাইন নির্মাণের দুই প্রস্তাব অনুমোদন অনুপ্রবেশ ঠেকাতে দিল্লিতে ফের চালু ‘বাংলাদেশ সেল’ আইএমএফের চাপে পণ্য ও সেবায় বাড়তি ভ্যাটের বোঝা