প্রবাসীদের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল, সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা – ইউ এস বাংলা নিউজ




প্রবাসীদের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল, সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৫ | ৮:৩৬ 34 ভিউ
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ বিভিন্ন দেশে কারাগারে আটক প্রবাসী বাংলাদেশিদের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল করেছেন বিদেশফেরত প্রবাসীরা। তবে পুলিশের বাধার মুখে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড়ে আটকে যায়। পরে বিক্ষোভকারীরা সেখানে অবস্থান নেন। এই কর্মসূচিতে অংশ নেওয়া প্রবাসীরা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, সংযুক্ত আরব আমিরাতের আল সদর কারাগারে ২৫ জনসহ সৌদি আরব ও অন্যান্য দেশে আটক প্রবাসীদের মুক্তির জন্য সরকার কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি। তারা দাবি করেন, পূর্ববর্তী শেখ হাসিনার সরকার বিদেশে সাজাপ্রাপ্ত দুই বাংলাদেশিকে ক্ষতিপূরণের টাকা দিয়ে দেশে ফিরিয়ে

এনেছিল। কিন্তু বর্তমান সরকার জুলাই আন্দোলনে সংহতি জানানোর কারণে শত শত প্রবাসী বিদেশে কারাগারে আটক থাকলেও তাদের মুক্তির জন্য কোনো উদ্যোগ বা খোঁজখবর নিচ্ছে না। মিছিলে অংশ নেওয়া একজন প্রবাসী বলেন, “আমরা আমাদের ভাই-বোনদের মুক্তির জন্য সরকারের কাছে সাহায্য চাইছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছি না। শেখ হাসিনার সরকার প্রবাসীদের জন্য পদক্ষেপ নিয়েছিল, কিন্তু বর্তমান সরকারের উদাসীনতায় আমরা হতাশ।” এদিকে, সংযুক্ত আরব আমিরাতে বৈষম্যবিরোধী আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ করার কারণে গ্রেফতার হওয়া ১৮৮ জন প্রবাসীকে ক্ষমা করে মুক্তি দেওয়া হয়েছে, যার মধ্যে অনেকে ইতোমধ্যে দেশে ফিরেছেন। তবে এখনও ২৫ জন আবুধাবির কারাগারে আটক রয়েছেন। বিক্ষোভকারীরা এই প্রবাসীদের মুক্তির জন্য প্রধান

উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন। এক প্রবাসী নেতা বলেন, “আমাদের দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম। কিন্তু তাদের এই দুর্দশার সময় সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা চাই সরকার অবিলম্বে পদক্ষেপ নিয়ে আটক প্রবাসীদের মুক্তি নিশ্চিত করুক।” প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত ৩ সেপ্টেম্বর জানিয়েছিলেন, ড. ইউনূস সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে ৫৭ জন প্রবাসীর ক্ষমা নিশ্চিত করেছেন। তবে বিক্ষোভকারীদের দাবি, এরপরেও অনেক প্রবাসী বিভিন্ন দেশে কারাগারে রয়েছেন, এবং তাদের মুক্তির জন্য আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। বিক্ষোভকারীরা ‘জুলাই প্রবাসী যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি, পুনর্বাসন, এবং ন্যায়বিচারের দাবি জানিয়ে তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। তারা বলছেন, সরকার যদি তাদের দাবি না

মানে, তবে তারা আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাইলফলক স্পর্শ করে মুগ্ধ সাগর-হিমেল সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি বাংলাদেশ ব্যাংকের জাপান পার হয়ে যুক্তরাষ্ট্রে সুনামির আঘাত ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বানে ১৫ দেশের যৌথ বিবৃতি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে মাল্টা ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিল জাপান ইসরাইলের দুই মন্ত্রীর নেদারল্যান্ডসে প্রবেশ নিষিদ্ধ করা হলো আমির খানের ‘সিতারে জামিন পার’ এবার দেখা যাবে ইউটিউব চ্যানেলে রংপুরে সনাতনী সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ করেছে ‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন,যুক্তরাষ্ট্র’ আমেরিকার উপকূলেও সুনামি শুরু! এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে: দেবপ্রিয় চট্টগ্রামে একযোগে চার ধরনের জ্বরের প্রকোপ সুনামি আতঙ্কে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ৫২ দেশ-অঞ্চল এক নারীর সাথে দুই ভাইয়ের বিয়ে আজ মহাকাশে পাড়ি দেবে ‘নিসার’ ভুল করে অন্যের হীরা ভর্তি ব্যাগ বাংলাদেশে নিয়ে এলেন যাত্রী গাজার উপকূলে ভেসে আসা খাদ্য বোতল ! রহস্য কী? বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলকে যেভাবে হত্যা করা হয়