ইউসুফ (আ.)-এর কবরে ইহুদিরা, ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ – ইউ এস বাংলা নিউজ




ইউসুফ (আ.)-এর কবরে ইহুদিরা, ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুন, ২০২৫ | ১০:০৯ 61 ভিউ
ফিলিস্তিনের নাবলুস শহরে অবস্থিত নবী হজরত ইউসুফ আলাইহে ওয়াসাল্লামের মাজার জিয়ারতে যান একদল ইসরায়েলি ইহুদিরা। এ সময় স্থানীয় ফিলিস্তিনিরা তাদের বাধা দেয়। এতে দুই দলের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হন। ইসরায়েলি গণমাধ্যম ওয়াল্লার বরাতে শুক্রবার (২৭ জুন) এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। প্রতিবেদন বলছে, সংঘর্ষে জড়িত ইসরায়েলিরা মূলত শুভু বনিম নামক একটি ধর্মীয় গোষ্ঠীর সদস্য, যার নেতৃত্ব দিচ্ছেন যৌন অপরাধে দণ্ডিত রাবি এলিয়েজার বারল্যান্ড। সংঘর্ষের খবর পেয়ে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) ঘটনাস্থলে গিয়ে ইসরায়েলিদের উদ্ধার করে। তবে ইসরায়েলের আরেক সংবাদমাধ্যম হায়োম বলছে, সংঘর্ষের পর ফিলিস্তিন কর্তৃপক্ষের পুলিশই প্রথমে ওই ইসরায়েলিদের উদ্ধার করে এবং পরে তাদের আইডিএফের কাছে হস্তান্তর করে। ওয়াল্লার প্রতিবেদন অনুযায়ী,

সংঘর্ষের খবর জানার পর ইসরায়েলিদের আরও কয়েকটি দল নাবলুসে প্রবেশের চেষ্টা করে। তবে শহরের প্রবেশপথেই তাদের আটকে দেয় আইডিএফ। ওয়াল্লা সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, হজরত ইউসুফ আলাইহে ওয়াসাল্লামের কবরের কাছাকাছি এলাকায় ইসরায়েলিদের পথরোধ করেন ফিলিস্তিনি বাসিন্দারা। এক পর্যায়ে তারা একে অপরকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। এতে কয়েকজন ইসরায়েলি আহত হন। পরবর্তীতে সব ইসরায়েলিকে ওই এলাকা থেকে উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়। এই ঘটনার তদন্ত করছে স্থানীয় পুলিশ প্রশাসন। উল্লেখ্য, মুসলমান ও ইহুদি উভয় সম্প্রদায়ের কাছেই হজরত ইউসুফ (আ.) সম্মানীয় নবী। তার সমাধি ঘিরে ফিলিস্তিনি এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও নাবলুসের সেই সমাধিকে অনেক মুসলমান ইউসুফ (আ.) -এর মনে

করেন না। তাদের দাবি, হজরত ইউসুফ নয়, এখানে ১৮ শতকের মুসলিম পণ্ডিত শেষ ইউসুফ দাওইকতকে সমাহিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একযোগে ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের বড় পদক্ষেপ নির্যাতনসহ নানা অভিযোগে পুলিশের আরও ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত সেমিফাইনালে খেলবে না ভারত, ফাইনালে পাকিস্তান বাংলাদেশের আমদানির ঘোষণায় চালের দাম বাড়লো ভারতে কুমিল্লার মুরাদনগরে বিএনপি-এনসিপি সংঘর্ষ: সাংবাদিকসহ আহত ৭১ গোপালগঞ্জে সেনাবাহিনীর বর্বরতা – ৭১ সালের পাকিস্তানি সেনা বর্বরতাকে হার মানায়। ‘Ekattorer Prohori Foundation, USA’ condemns heinous attack on minority Hindu community in Rangpur ডিম নিক্ষেপ করতে এসে ছাত্রদলের ৫ নেতাকর্মী আটক শাবিতে নেই জরুরি সেবা, ভোগান্তিতে শিক্ষার্থীরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের বড় পদক্ষেপ গাজার একাংশ দখলের ইঙ্গিত ইসরাইল মন্ত্রীর মাইলফলক স্পর্শ করে মুগ্ধ সাগর-হিমেল সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি বাংলাদেশ ব্যাংকের জাপান পার হয়ে যুক্তরাষ্ট্রে সুনামির আঘাত ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বানে ১৫ দেশের যৌথ বিবৃতি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে মাল্টা ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিল জাপান ইসরাইলের দুই মন্ত্রীর নেদারল্যান্ডসে প্রবেশ নিষিদ্ধ করা হলো