বিএনপির বিদ্রোহীদের ওপর শাস্তি এ সপ্তাহে – U.S. Bangla News




বিএনপির বিদ্রোহীদের ওপর শাস্তি এ সপ্তাহে

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৯ মে, ২০২৩ | ১০:১২
সিলেট সিটি নির্বাচনে প্রার্থী হওয়া অর্ধশতাধিক প্রার্থীর ওপর কঠোর শাস্তির খক্ষ এ সপ্তাহেই। তারপরও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চিন্তা নেই কারও। বিদ্রোহীদের মধ্যে ১১ জনকে মেয়র আরিফুল হক চৌধুরী ও ৭ জনকে জেলা ও মহানগর বিএনপি নির্বাচন থেকে বিরত রাখার ব্যাপারে রাজি করালেও সর্বশেষ মাত্র দুজন মনোনয়ন জমা থেকে বিরত থাকেন। বাকিরা দলের নির্দেশ অগ্রাহ্য করে সিরিয়াস নির্বাচনে। সিটির ৪২টি ওয়ার্ডের চার-তৃতীয়াংশ বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায়। তাদের অভিযোগ-রাজনীতিতে ত্যাগীদের যথাযথ মূল্যায়ন হয় না। কী বিএনপি, কী আওয়ামী লীগ। জেলা মহিলা দলের সভানেত্রী ও কাউন্সিলর অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজ এবার সাধারণ ওয়ার্ডে নির্বাচন করছেন। তিনি বলেন, আমরা কোনো দলে বা কোথাও যাইনি, জনগণের সঙ্গে

আছি। গণতন্ত্র মানেই ‘ফর দ্য পিপল, অব দ্য পিপল, বাই দ্য পিপল।’ আমরা এর মধ্যেই আছি। দলের আন্দোলনের জন্যও জনগণের দরকার আছে। অনেকটা একই রকম বক্তব্য মহানগর মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপির। সাবেক এই মহিলা কাউন্সিলর এবারও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। সব প্রার্থীর প্রশ্ন, যেখানে ত্যাগের মূল্যায়ন নেই সেখানে ত্যাগের পথে হাঁটবে কে? তাই দল, রাজনীতির জন্য নির্বাচন বর্জনে না গিয়ে ভোটের মাঠে তৎপর অনেকে। তাদের মতে, রাজনীতির নিয়ামক শক্তি হলো জনগণ। জনগণকে মাঠে রেখে নির্বাচন বর্জন করা যায় না। তাদের সঙ্গে নিয়ে বয়কট করা যেতে পারে। তবে সেই সময় এখন আর হাতে নেই। এসব প্রার্থীদের মুখে প্রয়াত

মন্ত্রী এম সাইফুর রহমান, সিলেট বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক এমপি প্রয়াত খন্দকার আব্দুল মালিক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফ্ফার, আলী আহমদ, পদত্যাগী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জামান জামান, সদ্য সাবেক মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীসহ আরও অনেকের ত্যাগ ও তাদের অবমূল্যায়নের কথা। ত্যাগীদের অবমূল্যায়নের কথা স্বীকার করেছেন দলের কয়েকজন সিনিয়র নেতাও। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফ্ফার বলেন, কেমন আছি, কোথায় আছি এটা দেখেই তো বুঝতে পারছেন মূল্যায়ন নাকি অবমূল্যায়ন হয়েছে আমার। লন্ডনে অবস্থানরত জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, শুধু বিএনপি নয়, গোটা রাজনীতিতেই ত্যাগীদের

মূল্যায়ন নেই। পদত্যাগী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জামান জামান বলেন, ত্যাগ ও ভোগ পরস্পরবিরোধী, সাংঘর্ষিক। তাই এই দুইয়ের একত্র বাস কখনোই হয় না। রাজনীতির অভ্যন্তরেও এই দুই আদর্শের লড়াই বর্তমান। যার যেটা পছন্দ সেটা বেছে নিচ্ছেন। ভোগীদের কাছে মূল্যায়নের আশা করা ত্যাগীদেরই ভুল। মহানগর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, তছনছ হয়ে পড়া বিএনপিকে মহানগরে সংগঠিত, শক্তিশালী করলাম। শ্রম-ঘাম দিলাম, রাত-দিন খাটলাম, পকেটও খালি করলাম দলের পেছনে। অথচ সর্বশেষ দেখি আমিই নির্বাচনের প্রার্থিতার অযোগ্য, সবাই আছে আমি নেই। সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী বলেন, দলের পক্ষ থেকে সতর্কতা, চিঠি দেওয়া শেষ। এখন

চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কেন্দ্রের নির্দেশনা অনুসারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অপর এক সূত্র জানায়, ২ জুন আজীবন বহিষ্কারের নোটিশ যাবে বিএনপির কাউন্সিলর প্রার্থীদের হাতে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে ইসরাইলবিরোধী বিক্ষোভ, বাইডেনের কী ক্ষতি? স্মার্ট ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতে স্থায়ী কমিটির সুপারিশ রাস্তা থেকে লঞ্চের কেবিনে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার আমদানির খবরে কমেছে দেশি পেঁয়াজের দাম ৩৫ করতে শিক্ষামন্ত্রীর ডিও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় মন্ত্রণালয় মিল্টন সমাদ্দারের যত ‘অপকর্ম’ সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে : প্রধানমন্ত্রী নিউইয়র্কে বাংলাদেশি হত্যার ভিডিও প্রকাশ ৮ দফা কমে আবার দুদফায় ১৭৮৫ টাকা বাড়ল সোনার দাম জিম্বাবুয়েকে ১৩৮ রানে থামিয়ে টানা দ্বিতীয় জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা ডিবিতে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, যা জানালেন মিল্টন সমাদ্দারের স্ত্রী শুক্রবার ক্লাস নেওয়ার বিষয়টি ভুল করে ফেসবুকে পোস্ট হয়েছিল: মন্ত্রণালয় হামাসের রকেট হামলায় ইসরাইলে আহত ৭ শিক্ষামন্ত্রীর চিঠির পরিপ্রেক্ষিতে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো হবে কিনা, জানালেন জনপ্রশাসনমন্ত্রী শাপলা চত্বরে সমাবেশের ১১ বছর পর এখন কী অবস্থা হেফাজতের? পরিকল্পনা বাস্তবায়ন না হওয়া রাজনৈতিক ব্যর্থতা মিল্টন সমাদ্দারের অ্যাকাউন্টে কত টাকা, জানালেন ডিবিপ্রধান দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ভোটে দাঁড়ানোয় ২ বিএনপি নেতার পরিণতি পরকীয়ার জেরে হত্যা, বাবা-ছেলে-পুত্রবধূসহ ৫ জনের যাবজ্জীবন টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ