‘অবৈধভাবে দেশ দখলকারীরা এখন আমাদের ভূমি থেকে উচ্ছেদ করছে’: কক্সবাজারের আন্দোলনকারীরা – ইউ এস বাংলা নিউজ




‘অবৈধভাবে দেশ দখলকারীরা এখন আমাদের ভূমি থেকে উচ্ছেদ করছে’: কক্সবাজারের আন্দোলনকারীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:৫৩ 15 ভিউ
কক্সবাজারে বাঁকখালী নদীর জায়গা উদ্ধারে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পরিচালিত উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভে অচল হয়ে পড়ে শহর। আজ ৫ই সেপ্টেম্বর, শুক্রবার সকালে কয়েক হাজার মানুষ বিমানবন্দর সড়কের গুমগাছতলায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় তীব্রভাবে রুখে দাঁড়িয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ। তারা ক্ষোভ প্রকাশ করে অন্তর্বর্তী সরকার ও প্রশাসনের উদ্দেশে গালাগাল দেন। ঝাড়ু হাতে রাস্তায় নামা গৃহবধূ মোসলেমা খাতুন বলেন, অবৈধভাবে দেশ দখল করেছে যারা, তারা এখন আমাদেরকে উচ্ছেদ করছে। প্রাণ থাকতে এক ইঞ্চি জায়গাও ছাড়ব না। তুলতে হলে আমাদেরকে ক্ষতিপূরণ

বা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তার সাথে একাত্মতা প্রকাশ করেন স্থানীয়রা। অভিযান শুরুর পর ভাঙচুর করা হয় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর। এ সময় সেনাবাহিনী ও পুলিশের উপস্থিত কর্মকর্তাদের ঘিরে রাখেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, নদী উদ্ধারের নামে জমির কাগজপত্র থাকা সত্ত্বেও বৈধ মালিকদের উচ্ছেদ করা হচ্ছে। নুনিয়ার ছড়ার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, “নদীর জন্য জায়গা ছাড়তে রাজি আছি, কিন্তু নিয়ম-আইন না মেনে গণউচ্ছেদ করা হচ্ছে। জীবন দেব, তবু ঘর ছাড়ব না।” পরিস্থিতি শান্ত করতে বিক্ষোভকারীদের উদ্দেশে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল। তিনি বলেন, “হাইকোর্টের রায় আমরা মানি, কিন্তু প্রশাসন আগে নদীর সীমানা নির্ধারণ করুক। পুনর্বাসন ছাড়া

উচ্ছেদ মানবিক বিপর্যয় ডেকে আনবে।” অভিযান শুরুর পর থেকে পাঁচ দিনে চার শতাধিক কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ এবং অন্তত ৫৮ একর জায়গা দখলমুক্ত করা হয়েছে। তবে এরই মধ্যে উচ্ছেদবিরোধী আন্দোলনে একাধিকবার পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে দু’টি মামলায় কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। প্রসঙ্গত, গত ২৪শে আগস্ট হাইকোর্ট বাঁকখালী নদীর সীমানায় থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দূষণ নিয়ন্ত্রণে চার মাসের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় ১লা সেপ্টেম্বর থেকে অভিযান শুরু করে প্রশাসন ও বিআইডব্লিউটিএ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেরিনা তাবাসসুমের দ্বিতীয়বার আগা খান পুরস্কার জয়: শেখ হাসিনার আমলে নির্মিত অসাধারণ স্থাপত্যের স্বীকৃতি সাবজির দাম দ্বিগুণের বেশি, সংসার চালাতে নিম্ন-মধ্যবিত্তের নাভিশ্বাস এ কেমন বর্বরতা! দরগা শরিফে হামলা-লুটপাটের পর নুরাল পাগলার মরদেহ পোড়ালো উগ্রবাদী তৌহিদি জনতা ভারতে নবজাতকের পেটে থেকে পরজীবী ভ্রূণ অপসারণ করলেন চিকিৎসকরা অবরুদ্ধ বাংলাদেশ ঢাকার কয়েকটি স্থানে আওয়ামী লীগের বিশাল মিছিল, একদিন আগেই সংসদ সদস্যসহ ৮ নেতাকর্মী গ্রেপ্তার ‘অবৈধভাবে দেশ দখলকারীরা এখন আমাদের ভূমি থেকে উচ্ছেদ করছে’: কক্সবাজারের আন্দোলনকারীরা রাজধানীর ধানমন্ডি-তেজগাঁওয়ে আওয়ামী লীগের ব্যাপক শোডাউন-মিছিল মালয়েশিয়ায় অভিযানে ৩৪ বাংলাদেশিসহ আটক ৯৪ অস্থির নিত্যপণ্যের দাম, স্বস্তি নেই সবজির বাজারেও নিখোঁজের তিন দিন পর মিলল সেই জমিয়ত নেতার লাশ ইউক্রেনে স্থল নৌ ও আকাশপথে সেনা পাঠাতে প্রস্তত ২৬ দেশ চীনের সঙ্গে ‘বিশাল অঙ্কের’ চুক্তি স্বাক্ষর পাকিস্তানের সাবেক ভূমিমন্ত্রীর বিপুল অঙ্কের অর্থপাচারের রুট উন্মোচন করল সিআইডি শবনম ফারিয়ার পোস্ট, কমেন্টে যা বললেন সারজিস মিথ্যা-ষড়যন্ত্রমূলক মামলায় জর্জরিত সাংবাদিক নাজমুশ সাহাদাতের পরিবার গণপূর্তের দুই প্রকৌশলীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নাগরিকত্বের আগেই ভোটার সোনিয়া গান্ধী, আদালতে মামলা ৫০ বছরে অর্ধেক কমেছে ভারতের জন্ম ও মৃত্যু হার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন সাদিয়া আয়মান