‘অবৈধভাবে দেশ দখলকারীরা এখন আমাদের ভূমি থেকে উচ্ছেদ করছে’: কক্সবাজারের আন্দোলনকারীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫
     ৮:৫৩ অপরাহ্ণ

‘অবৈধভাবে দেশ দখলকারীরা এখন আমাদের ভূমি থেকে উচ্ছেদ করছে’: কক্সবাজারের আন্দোলনকারীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:৫৩ 64 ভিউ
কক্সবাজারে বাঁকখালী নদীর জায়গা উদ্ধারে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পরিচালিত উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভে অচল হয়ে পড়ে শহর। আজ ৫ই সেপ্টেম্বর, শুক্রবার সকালে কয়েক হাজার মানুষ বিমানবন্দর সড়কের গুমগাছতলায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় তীব্রভাবে রুখে দাঁড়িয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ। তারা ক্ষোভ প্রকাশ করে অন্তর্বর্তী সরকার ও প্রশাসনের উদ্দেশে গালাগাল দেন। ঝাড়ু হাতে রাস্তায় নামা গৃহবধূ মোসলেমা খাতুন বলেন, অবৈধভাবে দেশ দখল করেছে যারা, তারা এখন আমাদেরকে উচ্ছেদ করছে। প্রাণ থাকতে এক ইঞ্চি জায়গাও ছাড়ব না। তুলতে হলে আমাদেরকে ক্ষতিপূরণ

বা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তার সাথে একাত্মতা প্রকাশ করেন স্থানীয়রা। অভিযান শুরুর পর ভাঙচুর করা হয় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর। এ সময় সেনাবাহিনী ও পুলিশের উপস্থিত কর্মকর্তাদের ঘিরে রাখেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, নদী উদ্ধারের নামে জমির কাগজপত্র থাকা সত্ত্বেও বৈধ মালিকদের উচ্ছেদ করা হচ্ছে। নুনিয়ার ছড়ার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, “নদীর জন্য জায়গা ছাড়তে রাজি আছি, কিন্তু নিয়ম-আইন না মেনে গণউচ্ছেদ করা হচ্ছে। জীবন দেব, তবু ঘর ছাড়ব না।” পরিস্থিতি শান্ত করতে বিক্ষোভকারীদের উদ্দেশে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল। তিনি বলেন, “হাইকোর্টের রায় আমরা মানি, কিন্তু প্রশাসন আগে নদীর সীমানা নির্ধারণ করুক। পুনর্বাসন ছাড়া

উচ্ছেদ মানবিক বিপর্যয় ডেকে আনবে।” অভিযান শুরুর পর থেকে পাঁচ দিনে চার শতাধিক কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ এবং অন্তত ৫৮ একর জায়গা দখলমুক্ত করা হয়েছে। তবে এরই মধ্যে উচ্ছেদবিরোধী আন্দোলনে একাধিকবার পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে দু’টি মামলায় কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। প্রসঙ্গত, গত ২৪শে আগস্ট হাইকোর্ট বাঁকখালী নদীর সীমানায় থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দূষণ নিয়ন্ত্রণে চার মাসের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় ১লা সেপ্টেম্বর থেকে অভিযান শুরু করে প্রশাসন ও বিআইডব্লিউটিএ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ-জাপাকে নির্বাচনের বাইরে রাখলে ভোটে যাবেন না কাদের সিদ্দিকী, রাজনীতির মোড় কী ঘুরছে? সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচী: শান্তা-মরিয়ম, এআইইউবি’তে ১২-১৩ নভেম্বরের ক্লাস-পরীক্ষা বাতিল ইউনূস সরকারের আমলে বাড়ছে অপরাধ, বাড়ছে নিরাপত্তাহীনতাঃ অক্টোবরে ৫% বৃদ্ধি যে আওয়ামীলীগ তোমরা দেখো নাই, চেনো না… ছিলেন জুলাই আন্দোলনের সমর্থক, ধর্ষণের হুমকি পেয়ে তাকেই ছাড়তে হলো খেলা আগামী তিনমাসের মধ্যে খাদ্যসংকটে দেড় কোটিরও বেশি মানুষ ১০ই নভেম্বর, শহিদ নূর হোসেন দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি ইউনুস সরকারের মুখপাত্রের মন্তব্যে ক্ষোভ — ক্ষমা চাইতে বললেন প্রেস ক্লাব অব ইন্ডিয়া সরকারি সফরে পাকিস্তান গিয়ে অতিরিক্ত দিন অবস্থান, আলোচনায় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র ব্রাশফায়ার করে হত্যার নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ আওয়ামী লীগকে ফাঁসাতে জামাত-বিএনপির ষড়যন্ত্র। মশাল মিছিলে অংশগ্রহণ: সিলেটে সাবেক মেয়রের বাসা থেকে আ.লীগ নেতার ছেলে আটক বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী বাংলাদেশের গার্মেন্টসশিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে অবৈধ সরকারের অবৈধ প্রধান উপদেষ্টা ২৭৫ মেগাওয়াট অন্ধকার : এনজিও অভিজ্ঞতায় দেশ চালানোর ফলাফল প্রতিদিন এগারোটা খুন: জুলাই সন্ত্রাসীদের রক্তাক্ত উপহার বাংলাদেশকে ঘাঁটি করে ভারতে হামলার ছক হাফিজ সইদের, কাশ্মীরের নামে মহিলা আত্মঘাতী বাহিনী গড়ছে জৈশ রাশিয়ার গচ্ছিত সম্পদ জব্দে বেলজিয়ামকে রাজি করাতে ব্যর্থ ইইউ, মস্কোর হুঁশিয়ারি জারি