ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন, যা বললেন ওমর সানী
হলিউডে নতুন প্রেমের গুঞ্জন
সালমান শাহ হত্যাকাণ্ড : সামীরার মা লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা
এখানে মনে হয় আমিই সবচেয়ে বয়স্ক, নিশোকে খোঁচা পূজা চেরীর
সাংস্কৃতিক অঙ্গন ও রাজনীতির আলোকবর্তিকা আসাদুজ্জামান নূরের জন্মদিন আজ
সালমান শাহর মৃত্যুর দিন পাশের বাসাতেই ছিলেন দীপা খন্দকার
সালমান শাহর লাশ দেখে মাটিতে বসে পড়েছিলেন আহমেদ শরীফ
আইনজীবী প্রেমিকের নির্যাতন ও প্রতারণার শিকার গায়িকার
শ্রেয়া ঘোষালকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় আসেছিলেন ভারতীয় কণ্ঠশিল্পী ও রেডিও জকি সুচিত্রা। এরার সংবাদের শিরোনাম হলেন প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ এনে। গায়িকার দাবী, আইনজীবী প্রেমিকের নির্যাতন ও প্রতারণার শিকার তিনি।
ভারতীয় সংবাদামধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে হবু বর, চেন্নাই হাইকোর্টের আইনজীবী শুনমুগরাজের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সুচিত্রা।
গার্হস্থ্য হিংসা, আর্থিক জালিয়াতি এবং চেন্নাইয়ের বাড়ি দখল নেওয়ার মতো গুরুতর অভিযোগ এনেছেন সুচিত্রা।
নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিওতে সুচিত্রাকে বলতে শোনা যায়, ‘সুচি লিকস পর্বের পরে, আমি ভেবেছিলাম এর চেয়ে খারাপ কিছু ঘটতে পারে না। তবে এটি ঘটেছিল - আমি প্রেমে পড়েছিলাম। আমাকে বেশ কয়েকবার মারধর করা হয়েছে।
তিনি ডাব্লুডাব্লুএফ কুস্তিগীরের মতো আমাকে তার
বুট দিয়ে লাথি মেরেছিলেন। আমি এক কোণে বসে কাঁদতাম, তাকে থামতে বলতাম।’ বলে রাখা প্রয়োজন, ২০১৬ সালে সুচিত্রার সোশ্যাল অ্যাকাউন্ট থেকে তারকাদের ব্যক্তিগত এবং অশ্লীল ছবি ফাঁস হয়েছিল। এ ঘটনায় নড়ে উঠেছিল দক্ষিণী বিনোদন দুনিয়া। এটিই সুচি লিকস পর্ব। তবে গায়িকার তৎকালীন স্বামী কৌতুক অভিনেতা-অভিনেতা কার্তিক কুমারের দাবি ছিল স্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। প্রেমিকের বিরুদ্ধে বিয়ে গোপনের অভিযোগ এনে সুচিত্রা বলেন, ‘নিজেকে ডিভোর্সি বলে পরিচয় দিলেও পরে জেনেছি তার ডিভোর্স হয়নি। এমনকি তার প্রথম স্ত্রীও আমার কাছে এসেছিলেন, তাকে ফিরিয়ে নেওয়ার জন্য আকুতি জানিয়েছিলেন।’ এরপর বলেন, ‘কিন্তু এখন আমি আদালতে যাচ্ছি। যতক্ষণ না সে প্রতিটি পয়সা ফেরত দিচ্ছে ততক্ষণ আমি তাকে তাড়া করব।
একটি পৃথক পোস্টে, সুচিত্রা শুনমুগরাজের একটি ছবি শেয়ার করেছেন এবং তিনি দাবি করেছেন যে তিনি তার সম্মতি ছাড়াই তার আধার কার্ডে তার আবাসিক ঠিকানা ব্যবহার করেছেন।’ তবে বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি সুচিত্রার প্রেমিক শুনমুগরাজ। এমনকি তার প্রতিনিধিরাও মুখে তালা দিয়ে আছেন।
বুট দিয়ে লাথি মেরেছিলেন। আমি এক কোণে বসে কাঁদতাম, তাকে থামতে বলতাম।’ বলে রাখা প্রয়োজন, ২০১৬ সালে সুচিত্রার সোশ্যাল অ্যাকাউন্ট থেকে তারকাদের ব্যক্তিগত এবং অশ্লীল ছবি ফাঁস হয়েছিল। এ ঘটনায় নড়ে উঠেছিল দক্ষিণী বিনোদন দুনিয়া। এটিই সুচি লিকস পর্ব। তবে গায়িকার তৎকালীন স্বামী কৌতুক অভিনেতা-অভিনেতা কার্তিক কুমারের দাবি ছিল স্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। প্রেমিকের বিরুদ্ধে বিয়ে গোপনের অভিযোগ এনে সুচিত্রা বলেন, ‘নিজেকে ডিভোর্সি বলে পরিচয় দিলেও পরে জেনেছি তার ডিভোর্স হয়নি। এমনকি তার প্রথম স্ত্রীও আমার কাছে এসেছিলেন, তাকে ফিরিয়ে নেওয়ার জন্য আকুতি জানিয়েছিলেন।’ এরপর বলেন, ‘কিন্তু এখন আমি আদালতে যাচ্ছি। যতক্ষণ না সে প্রতিটি পয়সা ফেরত দিচ্ছে ততক্ষণ আমি তাকে তাড়া করব।
একটি পৃথক পোস্টে, সুচিত্রা শুনমুগরাজের একটি ছবি শেয়ার করেছেন এবং তিনি দাবি করেছেন যে তিনি তার সম্মতি ছাড়াই তার আধার কার্ডে তার আবাসিক ঠিকানা ব্যবহার করেছেন।’ তবে বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি সুচিত্রার প্রেমিক শুনমুগরাজ। এমনকি তার প্রতিনিধিরাও মুখে তালা দিয়ে আছেন।



