ইতালি দূতাবাসের সামনে ভিসাপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচি – ইউ এস বাংলা নিউজ




ইতালি দূতাবাসের সামনে ভিসাপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫ | ৮:২৮ 24 ভিউ
ইতালির ২০২৩-২৪ সালের কর্মসংস্থান কোটা অনুযায়ী ভিসা ও নিয়োগ প্রক্রিয়ায় অস্বাভাবিক বিলম্ব এবং অনিশ্চয়তা নিরসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পাঁচ শতাধিক বাংলাদেশি ভিসা আবেদনকারী। বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর গুলশানে ইতালি দূতাবাসের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। অংশগ্রহণকারীরা জানান, ইতালির বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বৈধভাবে ওয়ার্ক পারমিট পাওয়ার পর নির্ধারিত নিয়ম অনুযায়ী তারা দূতাবাসে ভিসার জন্য আবেদন করেন। কিন্তু এক থেকে দুই বছর পেরিয়ে গেলেও অধিকাংশ আবেদন এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এই অনিশ্চয়তা তাদের গুরুতর মানবিক, অর্থনৈতিক ও মানসিক সংকটে ফেলেছে। তাদের অভিযোগ, প্রয়োজনীয় সমুদয় কাগজপত্র জমা দেওয়ার পর দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও অনেকেই কোনো ধরনের আপডেট

বা সাড়া পাননি। এতে তারা নিজ নিজ ভবিষ্যৎ নিয়ে দারুণ অনিশ্চয়তায় ভুগছেন। দূতাবাসের আনুষ্ঠানিক যোগাযোগের অভাবে এসব কার্যক্রম স্থবির হয়ে আছে। অবস্থান কর্মসূচিতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে অংশগ্রহণকারীরা তাদের দাবি উপস্থাপন করেন। তারা বলেন, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে বাংলাদেশ সরকারকে আশ্বস্ত করে বলেছেন, বাংলাদেশি আবেদনকারীদের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে। তবে এখন পর্যন্ত বাস্তব অগ্রগতি দৃশ্যমান নয়, যা হতাশাজনক। তাদের প্রত্যাশা, দূতাবাস দ্রুত একটি আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা এবং ইতালিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করবেন। ঢাকার গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, ইতালির ভিসাপ্রত্যাশীরা সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা

এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মশা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ ইসির প্রস্তাবে একমত বিএনপি পরিবর্তন চায় টিআইবি বিমান দেখলে আঁতকে ওঠে শিক্ষার্থীরা থাইল্যান্ডের ৮ জেলায় মার্শাল ল’ জারি সকালের মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস খুলনায় ইসলামী ব্যাংকের ভিতর গ্রাহক নির্যাতনে তোলপাড় জলবায়ুজনিত অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে ২.৩ ট্রিলিয়ন ডলার বাংলা বলায় আধার কার্ডধারী ভারতীয় যুবককে পাঠানো হলো বাংলাদেশে গাজায় মানবিক সহায়তা অবরোধে ক্ষুব্ধ কানাডা, ইসরাইলকে নিয়ন্ত্রণ ছাড়ার আহ্বান কার্নির ইস্তানবুলে ইরান-ইউরোপের দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনা সম্পন্ন চিকিৎসার অভাবে মারা গেছেন আমার বাবা থাইল্যান্ডের ৮ জেলায় মার্শাল ল’ জারি ট্রাম্পের প্রশংসার পর মিয়ানমারের জান্তা-ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার গভীর রাতে ফেনী সংলগ্ন ভারতের সীমানায় বিএসএফের গুলিতে নিহত ২, আহত ১ দেশে বিনিয়োগে ধস: থমকে যাওয়া শিল্প খাতের উদ্যোক্তারা হতাশ মিয়ানমারের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র: জান্তা সরকারের ট্রাম্প বন্দনা, সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে জাগো বাহে, কুণ্ঠে সবায়? ২ সপ্তাহ ব্যবধানে বিমানবন্দর থেকে আরও ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া ভারতের কাছে যুক্তরাজ্যে শুল্কমুক্ত পোশাক রপ্তানির একচেটিয়া সুযোগ হারালো বাংলাদেশ যে শুদ্ধ রাজনীতির বয়ান দেয় জামায়াত-শিবির, তারা কি তা আদৌ ধারণ করে?