দুই কিশোরের বিরুদ্ধে চুরির অভিযোগ, মায়েদের নাকে খত – ইউ এস বাংলা নিউজ




দুই কিশোরের বিরুদ্ধে চুরির অভিযোগ, মায়েদের নাকে খত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ | ৫:০৭ 12 ভিউ
ফেনীর পাঁচগাছিয়ায় দুই কিশোরের বিরুদ্ধে চুরির অভিযোগে সালিশে তাদের মায়েদের প্রকাশ্যে নাকে খত দিতে বাধ্য করার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপির এক নেতা তাদের নাকে খত দিতে বাধ্য করেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। অভিযুক্ত বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলু পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। পুলিশ বলছে, ভাইরাল ভিডিওর বিষয়ে তারা খোঁজখবর নিচ্ছে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানান, ভিডিওটি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের খালুর দোকান এলাকার। সেখানকার দুই কিশোরের বিরুদ্ধে মুরগি ও কবুতর চুরির অভিযোগে সালিশের আয়োজন করা হয়। এতে

আশপাশের মানুষকে জড়ো করেন মুরগি ও কবুতরের মালিক জাহাঙ্গীর আলম। সালিশ বৈঠকে বিএনপি নেতা দেলু ওই দুই কিশোরের মায়েদের নাকে খত দেওয়ার নির্দেশ দেন। কয়েকজনকে লাঠি হাতে ওই নির্দেশ বাস্তবায়ন করতে দেখা যায় ভিডিওতে। মায়েদের এভাবে হেনস্তা করায় বিচার চেয়েছেন সন্তানেরা। তাদের দাবি, অপরাধ করে থাকলেও করেছে ভাই। কিন্ত মাকে কেন এমন নির্যাতন করা হলো? প্রশাসনের কাছে বিচার চান তারা। ফেসবুকে অনেকে মন্তব্য করেছেন, সামাজিক সমস্যা সামাজিকভাবে সমাধান হওয়া উচিত এবং তা যেন মানবতা ও ন্যায়বিচারের সীমারেখার মধ্যে থাকে। একজন নিরপরাধ মাকে এভাবে অপমান করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। একজন লিখেন, 'বেদনাদায়ক বিষয় হলো, এই সালিশে উপস্থিত ছিলেন আমার সমাজের কিছু

সম্মানিত ব্যক্তিবর্গ। তাদের মধ্যেই একজন সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন যিনি সালিশি বৈঠকের নেতৃত্ব দিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক, অমানবিক।' ফেসবুকে আরেকজন মন্তব্য করেন, ‘আমরা এমন সমাজ প্রতিষ্ঠা করতে চাই না, যেখানে একজন মায়ের মর্যাদা এতটাই তুচ্ছ। অপরাধী শাস্তি পাবে, এটি প্রত্যাশিত। কিন্তু একজন মা যিনি অপরাধে জড়িত নন তাকে হেয় করা আমাদের মানবিক ও নৈতিক মানদণ্ডকে নিচে নামিয়ে দেয়।’ অভিযোগ প্রসঙ্গে দেলোয়ার হোসেন দেলু বলেন, 'মাথিয়ারা গ্রামের তফাজ্জল মেম্বারের ছেলে জাহাঙ্গীর আলমের বাড়িতে হাঁস, মুরগি চুরির ঘটনা ঘটে। এলাকায় ভাড়াটিয়া একটি পরিবারের দুই কিশোরের বিরুদ্ধে চুরির অভিযোগ আসে। পরে স্থানীয়দের অনুরোধে বিষয়টি নিয়ে মাথিয়ারা এলাকার খালুর দোকানের সামনে সালিশ বসে।

সালিশে ওই দুই কিশোর উপস্থিত হয়নি। তবে তাদের মায়েরা উপস্থিত হন। সালিশে অপরাধীদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। তখন উপস্থিত মায়েরা শাস্তি ভোগ করতে রাজি হন।' এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে স্বীকার করে তিনি বলেন, 'সামাজিক কিছু পরিবেশ-পরিস্থিতিতে অনিচ্ছা সত্ত্বেও কোনো কোনো সময় কাজগুলো করতে হয়।' ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, বিষয়টি তিনি শুনেছেন, এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। ফেনী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘হাঁস-মুরগি চুরির একটি ঘটনা সামাজিকভাবে বিচার করার চেষ্টা করা হয়েছে। কিন্তু নাকে খত দেওয়া উচিত হয়নি। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। পরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এদিকে ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর

রহমান ও সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনের দলীয় সব পর্যায়ে পদ স্থগিত করার কথা জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিদ্যুৎ বিল কমাতে যেভাবে এসি চালাবেন ইসরাইলি হামলায় একদিনে প্রাণ গেল আরও ৪০ ফিলিস্তিনির ইসরাইলি বিমানবন্দরে হুথি হামলা, ইরানকে জবাব দেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর স্বাস্থ্যসেবায় কমছে বড় অঙ্কের বরাদ্দ ফিরেই রেকর্ড গড়লেন রিশাদ, তবু হারল লাহোর ‘নারীমূর্তি জুতাপেটা ভয়ংকর বার্তা দিচ্ছে’— শ্রমজীবী নারী মৈত্রী ভাঙ্গায় সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৪০ গাজায় হামলা বাড়াতে রিজার্ভ সেনা প্রস্তুত করছে ইসরাইল আতঙ্কের মাঝেও বিয়ের সানাই পাকিস্তানে উর্দুতে মুক্তি পাচ্ছে সিয়ামের ‘জংলি’ মোজাম্বিকে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুতির মিসাইল হামলা, নিহত ৬ এবার পরমাণু অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পাকিস্তানি দূতের পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত: মির্জা আব্বাস আইনজীবী হত্যাসহ চার মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আবেদন গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা দুই কিশোরের বিরুদ্ধে চুরির অভিযোগ, মায়েদের নাকে খত ভারতের বিরুদ্ধে জাতিসংঘে যাচ্ছে পাকিস্তান ন্যূনতম ঐকমত্যে পৌঁছে জাতীয় নির্বাচন চায় ১২ দলীয় জোট টেকনাফ সীমান্তে রাখাইনে আগুনের কুণ্ডলী, ধোঁয়া