
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

নজর কাড়লেন নায়িকা সুবাহ

শুটিং সেটে স্টান্টম্যান মৃত্যু ইস্যুতে শাকিবকে তীব্র কটাক্ষ রত্নার

পাকিস্তানে উর্দুতে মুক্তি পাচ্ছে সিয়ামের ‘জংলি’

আসছে নিদ্রা নেহার ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’

‘কনক্লেভ’ সিনেমায় নতুন পোপ নির্বাচনের চিত্র কতটা বাস্তবসম্মত?

আজ রাতে সৌদি আরবে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস

‘মিডিয়াতে কম কাজ করেও টাকা কামানো যায়, যদি সুগার ড্যাডি থাকে’
‘লুকিয়ে প্রেম করতেই ভালো লাগে, বিষয়টা এনজয় করি’

দুই বছর পর আবারও মাঠে গড়াচ্ছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। আসরকে সামনে রেখে শুরু হয়েছে তারকাদের অনুশীলন পর্ব। এই প্র্যাকটিস সেশনে অংশ নিচ্ছেন বিনোদন অঙ্গনের নানা তারকা, যাদের সঙ্গে কথা বলছে বিভিন্ন গণমাধ্যম।
এমনই এক প্র্যাকটিস সেশনে উপস্থিত ছিলেন মডেল ও অভিনেত্রী তানহা তাসনিয়া। সেখানে কাজ, অভিনয় এবং ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেন তিনি।
প্রেম সম্পর্কে জানতে চাইলে তানহা বলেন, শুধু যে নায়িকারাই লুকিয়ে প্রেম করে এমন না। প্রেম তো অনেকেই, মানে মিডিয়ার বাইরে যারা, তারাও লুকিয়েই করে। অনেকে বাবা-মা এর ভয়ে থাকে, ফ্যামিলির ভয়ে থেকেও করে।’
প্রেমটা লুকিয়ে করতেই ভীষণ পছন্দ তানহার। অভিনেত্রী বলেন, ‘লুকিয়ে
লুকিয়ে প্রেম করতে ভালোই লাগে। আমি বিষয়টা খুব এনজয় করি।’ জীবনসঙ্গী প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘লাইফ পার্টনার সাপোর্টিভ কি না সেটা গুরুত্বপূর্ণ। যদি সাপোর্টিভ থাকে আপনি কাজ কেন, সবকিছুই কন্টিনিউ করতে পারবেন। তা না হলে পসিবল না। আমি এখন অনেক কাজ করতে পারছি, কারণ আমার লাইফ পার্টনার অনেক সাপোর্টিভ।’ সেলিব্রিটি ক্রিকেট লিগ উপলক্ষে তারকাদের এমন সরব উপস্থিতি একদিকে যেমন খেলার প্রতি আগ্রহ বাড়াচ্ছে, অন্যদিকে তাদের ব্যক্তিজীবনের খোলামেলা আলোচনা ভক্তদের মাঝেও বাড়তি উৎসাহ তৈরি করছে।
লুকিয়ে প্রেম করতে ভালোই লাগে। আমি বিষয়টা খুব এনজয় করি।’ জীবনসঙ্গী প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘লাইফ পার্টনার সাপোর্টিভ কি না সেটা গুরুত্বপূর্ণ। যদি সাপোর্টিভ থাকে আপনি কাজ কেন, সবকিছুই কন্টিনিউ করতে পারবেন। তা না হলে পসিবল না। আমি এখন অনেক কাজ করতে পারছি, কারণ আমার লাইফ পার্টনার অনেক সাপোর্টিভ।’ সেলিব্রিটি ক্রিকেট লিগ উপলক্ষে তারকাদের এমন সরব উপস্থিতি একদিকে যেমন খেলার প্রতি আগ্রহ বাড়াচ্ছে, অন্যদিকে তাদের ব্যক্তিজীবনের খোলামেলা আলোচনা ভক্তদের মাঝেও বাড়তি উৎসাহ তৈরি করছে।