
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

স্বাস্থ্যসেবায় কমছে বড় অঙ্কের বরাদ্দ

‘নারীমূর্তি জুতাপেটা ভয়ংকর বার্তা দিচ্ছে’— শ্রমজীবী নারী মৈত্রী

আইনজীবী হত্যাসহ চার মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আবেদন

এনসিপির প্রতিনিধির ওপর হামলা, হাজিরা দিতে গিয়ে প্রধান আসামি কারাগারে

মানবিক করিডর নিয়ে কোনো ধরনের চুক্তি হয়নি : নিরাপত্তা উপদেষ্টা

বকেয়া বেতনের দাবি : সিলেটে চা শ্রমিকদের ৩ ঘন্টা সড়ক অবরোধ

গণমাধ্যমগুলোর ১৫ বছরের কার্যকলাপ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং দরকার
বিজিএমইএকে জবাবদিহিমূলক হিসেবে গড়ে তুলতে চাই: মাহমুদ হাসান

তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএকে জবাবদিহিমূলক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ২০২৫-২৭ বছরের নির্বাচনী জোট ‘ফোরাম’ এর প্যানেল লিডার মাহমুদ হাসান খান।
গতকাল (শনিবার) সন্ধ্যায় রাজধানীর উত্তরা ক্লাবের ইউসিবি লাউঞ্জে আয়োজিত বিজিএমইএ সদস্যদের নিয়ে এক ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
বক্তব্যে মাহমুদ হাসান বলেন, আমরা জবাবদিহিমূলক বিজিএমইএ গড়ে তুলতে চাই, আমরা মানুষের উপকার করতে চাই।
তিনি বলেন, যারা ব্যবসা করেন, ব্যবসা বোঝেন এবং বিজিএমইএকে সময় দেবে তাদেরকে নিয়ে আমরা ফোরাম গঠন করেছি। ফোরাম নবীন-প্রবীণ ও অভিজ্ঞদের নিয়ে গঠিত।
বক্তব্যে ফোরাম মহাসচিব ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, বিজিএমইএকে যেন আর কেউ চোরাবালিতে নিয়ে যেতে না
পারে সেজন্য আমরা কাজ করব। বিজিএমইএকে ব্যক্তিস্বার্থে ব্যবহার না করে পোশাক শিল্পের উন্নয়নে ব্যবহার করতে হবে, সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফোরাম সভাপতি এম এ সালাম বলেন, এমপি হওয়ার স্বপ্ন যেন আমাদের ৩৪ জনের নেই। বিজিএমইএর উন্নয়নই আমাদের একমাত্র স্বপ্ন। আয়োজনে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক ও আসন্ন বিজিএমইএ নির্বাচনে পরিচালক পদে অংশগ্রহণকারী সুমাইয়া রোজালিন ইসলাম, ফোরামের প্রধান সমন্বয়ক ফয়সাল সামাদসহ বিজএমইএর সদস্যরা। ফোরামের প্রার্থীরা নির্বাচিত হলে ব্যবসায়ীদের কাস্টমস অডিট প্রক্রিয়া সহজীকরণ, ট্যারিফ সুবিধা আদায় এবং পোশাক শিল্পকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করার মধ্য দিয়ে ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পারে সেজন্য আমরা কাজ করব। বিজিএমইএকে ব্যক্তিস্বার্থে ব্যবহার না করে পোশাক শিল্পের উন্নয়নে ব্যবহার করতে হবে, সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফোরাম সভাপতি এম এ সালাম বলেন, এমপি হওয়ার স্বপ্ন যেন আমাদের ৩৪ জনের নেই। বিজিএমইএর উন্নয়নই আমাদের একমাত্র স্বপ্ন। আয়োজনে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক ও আসন্ন বিজিএমইএ নির্বাচনে পরিচালক পদে অংশগ্রহণকারী সুমাইয়া রোজালিন ইসলাম, ফোরামের প্রধান সমন্বয়ক ফয়সাল সামাদসহ বিজএমইএর সদস্যরা। ফোরামের প্রার্থীরা নির্বাচিত হলে ব্যবসায়ীদের কাস্টমস অডিট প্রক্রিয়া সহজীকরণ, ট্যারিফ সুবিধা আদায় এবং পোশাক শিল্পকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করার মধ্য দিয়ে ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।