হামলকারীদের প্রতিরোধ করতে গিয়ে গুলিতে বুক ঝাঁঝরা কাশ্মীরি যুবক আদিলের – ইউ এস বাংলা নিউজ




হামলকারীদের প্রতিরোধ করতে গিয়ে গুলিতে বুক ঝাঁঝরা কাশ্মীরি যুবক আদিলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ | ৭:৫৫ 7 ভিউ
‘মিনি সুইজারল্যান্ড’ হিসেবে খ্যাত ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বৈসরন এলাকাটি। সেখানে টাট্টু ঘোড়া চালাতেন সৈয়দ আদিল হুসেন শাহ। ঘোড়ায় চড়িয়ে পর্যটকদের বৈসরণে নিয়ে আসাই ছিল তার কাজ। ওই এলাকার কাছে একটি গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। সেখান থেকে পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে মূল উপত্যকায় যেতে হয়। অন্যান্য দিনের মতোই এই গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে পর্যটকদের বৈসরনের মূল উপত্যকায় নিয়ে গিয়েছিল সৈয়দ। আচমকা হামলা হয়। সেই সময় সকলে যখন প্রাণ বাঁচাতে এদিক-ওদিক পালাচ্ছেন, এই যুবক তেড়ে যান হামলাকারীদের দিকে। এক হামলাকারীর হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেন রাইফেল। আর তখনই রাইফেল থেকে ছুটে আসা বুলেট ঝাঁঝরা করে দেয় তার বুক। এবিপি আনন্দ বৃহস্পতিবার

ভয়াবহ এ হামলার ভিডিও প্রকাশ করেছে এনডিটিভি। প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে এসেছে আরও শিউরে ওঠার মতো তথ্য। তারা বলেন, জঙ্গিদের বুলেটে মৃত্যুর ভয়ে তখন যে যেদিকে পারেন ছুটছেন, একটু আশ্রয়ের আশায়, ঠিক সেই মুহূর্তেই সাহসিকতার পরিচয় দিয়েছিলেন আদিল। আদিলের পরিবার তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। ন্যায়বিচার চায় তার পরিবার। সেই সঙ্গেই অন্ধকার ভবিষ্যতের আশঙ্কায় দিন গোনা শুরু করেছেন তারা। পরিবারের রুজি-রুটি যার উপর নির্ভর করত, সেই আর নেই দুনিয়াতে। এবার কী হবে? এই একটাই প্রশ্ন ঘুরছে আদিলের পরিবারের সকলের মনে। সংবাদসংস্থা এএনআইকে আদিলের বাবা জানিয়েছেন, রোজকার মতো গতকালও কাজে বেরিয়েছিলেন তিনি। তিনটা নাগাদ আদিলের পরিবারের কানে আসে

সন্ত্রাসী হামলার খবর। সঙ্গে সঙ্গেই ফোন করা হয় তাকে। কিন্তু ফোন সুইচ অফ ছিল তার। এরপর বিকাল চারটা ৪০ মিনিট নাগাদ তার ফোন চালু হলেও কোনো জবাব আসেনি। থানায় ছুটে যায় পরিবার। সেখানেই ছেলের মর্মান্তিক পরিণতির কথা জানতে পারেন পরিবারের সদস্যরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, হতে পারে কয়েকটি চুক্তি সই হামলকারীদের প্রতিরোধ করতে গিয়ে গুলিতে বুক ঝাঁঝরা কাশ্মীরি যুবক আদিলের এবার ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পাকিস্তানের কাশ্মীরে হামলা নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার ফাঁস (ভিডিও) চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ চীনের নতুন হাতিয়ার ‘বিরল খনিজ’ যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা! তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার জিয়াউল আহসানের ৩ ফ্ল্যাট ৫ বাড়িসহ শত বিঘা জমি জব্দ সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের ২৬১ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবার ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পাকিস্তানের পেহেলগাম হামলাকে ‘ফলস ফ্ল্যাগ’ অভিহিত করে পাল্টা হুঁশিয়ারি পাক মন্ত্রীর ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, হতে পারে কয়েকটি চুক্তি সই গাজায় ইসরাইলি হামলায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত আইপিএল ম্যাচ পাতানোর ‘সবচেয়ে বড় মঞ্চ’ মুক্তি পেলেন খাগড়াছড়িতে অপহৃত চবির সেই ৫ শিক্ষার্থী পাকিস্তানিদের সব ভিসা বাতিল, পরিষেবা স্থগিত করল ভারত মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর প্যারাগ্লাইডার তৈরি করে আকাশে উড়লেন ফরিদপুরের মারুফ তন্ময়সহ শেখ পরিবারের ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আজকের খেলা: ২৪ এপ্রিল ২০২৫