সূচনা ফাউন্ডেশনের ৪৪৭ কোটি টাকার হিসাব মিলছে না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫
     ৯:৪৯ পূর্বাহ্ণ

সূচনা ফাউন্ডেশনের ৪৪৭ কোটি টাকার হিসাব মিলছে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ৯:৪৯ 63 ভিউ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাবে জমা হয়েছিল ৫৩১ কোটি ৭৭ লাখ ২৩ হাজার টাকা। কিন্তু ফাউন্ডেশনের আয়কর নথিতে প্রতিষ্ঠানের আয় দেখানো হয়েছে ৯০ কোটি ২৩ লাখ ৮২ হাজার টাকা। ব্যয় দেখানো হয়েছে ১৭ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকা। বাকি ৪৪৭ কোটি ৯৫ লাখ ১০ হাজার টাকার তথ্য আয়কর নথিতে নেই। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে এ তথ্য পাওয়া গেছে। দুদক মনে করছে, এই টাকা বিদেশে পাচার করা হয়েছে। শিগগির অনুসন্ধান প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে। অটিজম নিয়ে সচেতনতা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সূচনা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। দুদকের অনুসন্ধান বলছে, এসব

ক্ষেত্রে এই অর্থ খরচের তথ্য পাওয়া যায়নি। এই টাকা প্রতিষ্ঠানটির অন্য কোনো খাতে বা ব্যক্তিগত কোনো খাতে বিনিয়োগও করা হয়নি। দুদকের মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন বলেন, অনুসন্ধান টিম ইতোমধ্যে তাদের কাজ শেষ করেছে। অনুসন্ধানে অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচারসহ আমলযোগ্য প্রমাণ পাওয়া গেছে। কমিশনের অনুমোদনের জন্য শিগগির প্রতিবেদন দাখিল করা হবে। কমিশনের অনুমোদন সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু করা হবে। দুদকের অনুসন্ধান দল খসড়া প্রতিবেদনে বলেছে, ফাউন্ডেশনের বিভিন্ন ব্যাংক হিসাবে যে ৫৩১ কোটি ৭৭ লাখ ২৩ হাজার টাকা জমা হয়েছে, তা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে এসেছে। উত্তোলন করা হয়েছে ৪৬৫ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকা। ১৪টি হিসাবে

স্থিতি আছে ৬৬ কোটি ৪৬ লাখ ৫২ হাজার টাকা। অনুসন্ধানে দেখা গেছে, বিভিন্ন সময়ে ইস্টার্ন, সোনালী, ট্রাস্ট ও জনতা ব্যাংকের সিএসআরের টাকা এবং ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান ২৩ কোটি ৬৯ লাখ টাকা সূচনা ফাউন্ডেশনকে দিয়েছে। ১৪টি হিসাবের মধ্যে ছয়টি এফডিআর ও আটটি সঞ্চয়ী হিসাব। জেলা সমাজসেবা কার্যালয় থেকে সূচনা ফাউন্ডেশনের নিবন্ধন নেওয়া হয় ২০১৪ সালের ১২ জুন। গত ২৯ ফেব্রুয়ারি দুদক রাজধানীর ধানমন্ডির পুরাতন ৫ নম্বর রোডের ৫৪ নম্বর সুধা সদনে যায়। কিন্তু সেখানে ফাউন্ডেশনের অফিসের কোনো অস্তিত্ব পায়নি। এই বাড়িটিতে একসময় শেখ হাসিনা থাকতেন। ৫ আগস্ট সরকার পতনের পর এই বাড়িটিতেও হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য

সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্বে আছেন। বতর্মানে তিনি বিদেশে অবস্থান করছেন। যে ১৪ ব্যক্তি প্রতিষ্ঠান থেকে অনুদান নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন পদস্থ কর্মকর্তা বলেন, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অনুদানের নামে ২৩ কোটি ৬৯ লাখ টাকা দিয়েছে সূচনা ফাউন্ডেশনে। তাদের মধ্যে বে গ্রুপ (ফুটওয়্যার লিমিটেড) ৮ কোটি, সামিট গ্রুপ (অয়েল ও শিপিং কোম্পানি লিমিটেড) ৩ কোটি ৫০ লাখ, ইউনাইটেড গ্রুপ ২ কোটি, প্রফেসর ডা. প্রাণ গোপাল দত্ত ২ কোটি ২১ লাখ, বেক্সিমকো হোল্ডিংস ১ কোটি ৬০ লাখ, কনফিডেন্স গ্রুপ (পাওয়ার লিমিটেড) ১ কোটি ৫০ লাখ, বিল্ড ট্রেড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও রিজলিং অ্যাসোসিয়েটস ১ কোটি টাকা করে দেয়। এ ছাড়া

মেঘনা গ্রুপ (সোনারগাঁও সল্ট ইন্ডাস্ট্রিজ), বঙ্গ গ্রুপ, চ্যানেল-৯, সানোয়ারা ডেইরি ফুডস লিমিটেড এবং এ কে এম রহমাতুল্লাহ ৫০ লাখ করে টাকা জমা দেন। হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেড দেয় ৩৮ লাখ টাকা। দুদক মনে করছে, এই অর্থ ক্ষমতায় অপব্যবহার করে সংগ্রহ করা হয়েছে। অভিযুক্ত ১১ জন দুদক প্রাথমিকভাবে সূচনা ফাউন্ডেশনের কর্মকর্তাদেরই অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে। তারা হলেন– সূচনা ফাউন্ডেশনের ট্রাস্টি সায়মা ওয়াজেদ, চেয়ারপারসন ও ট্রাস্টি প্রফেসর ডা. মাজহারুল মান্নান, ট্রাস্টি মো. নাজমুল হাসান পাপন, সায়ফুল্লাহ আবদুল্লা সোলেনখী, জ্যান বারী রিজভী, কোষাধ্যক্ষ মো. শামসুজ্জামান, ভাইস চেয়ারপারসন প্রফেসর প্রাণ গোপাল দত্ত, নির্বাহী কমিটির সদস্য প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক, শিরিন জামান

মুনির, এম এস মেহরাজ জাহান ও ডা. হেলাল উদ্দিন আহমেদ। দুদক বলেছে, সেবার নামে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে অনেক ক্ষেত্রে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে। দুদকের অনুসন্ধান দল দুদকের সাত সদস্যের বিশেষ অনুসন্ধান দলের সদস্যরা হলেন– দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুল ইসলামের নেতৃত্বে সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশ্বিরা আতিয়া তমা, এস এম রাশেদুল হাসান, কে এম মুর্তুজা আলী সাগর, মোহাম্মদ মনিরুল ইসলাম ও উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন। অনুসন্ধান কার্যক্রমের তদারককারী কর্মকর্তা দুদক পরিচালক ড. খান মো. মীজানুল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশকে ঘাঁটি করে ভারতে হামলার ছক হাফিজ সইদের, কাশ্মীরের নামে মহিলা আত্মঘাতী বাহিনী গড়ছে জৈশ রাশিয়ার গচ্ছিত সম্পদ জব্দে বেলজিয়ামকে রাজি করাতে ব্যর্থ ইইউ, মস্কোর হুঁশিয়ারি জারি আওয়ামী লীগ-জাপাকে নির্বাচনের বাইরে রাখলে ভোটে যাবেন না কাদের সিদ্দিকী, রাজনীতির মোড় কী ঘুরছে? আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার ঘোষণা দিলেন মির্জা ফখরুল ইউনূস সরকারের আমলে বাড়ছে অপরাধ, বাড়ছে নিরাপত্তাহীনতাঃ অক্টোবরে ৫% বৃদ্ধি ‘অন্যায় বিচার প্রক্রিয়া’ নিয়ে জাতিসংঘে শেখ হাসিনার আইনজীবী প্যানেলের জরুরি আবেদন বিএনপিকেই বেছে নিতে হবে পথ: গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, নাকি দলের ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলা ক্যাপিটাল হিল থেকে শেখ হাসিনার ফোনালাপ: বিবিসির ‘নিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন ‘সি’ গ্রেডের গভর্নরে চলছে কেন্দ্রীয় ব্যাংক ইরানে নজিরবিহীন খরা, তেহরানে তীব্র পানি সংকট পাঁচটা ক্যাচ ছাড়ল বাংলাদেশ, সিলেট টেস্টে সমান তালে লড়ছে আয়ারল্যান্ড ইউনূস এবং শান্তির মূল্য দিল্লি হামলায় শেখ হাসিনার নিন্দাঃ জঙ্গিবাদ ও আঞ্চলিক সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে দৃঢ় অবস্থানের ঘোষণা দায়িত্বরত ইনচার্জ ছাড়া মোবাইল ব্যবহার করতে পারবেন না অন্য পুলিশ সদস্যরা গোপালগঞ্জ কিলিং তদন্ত প্রতিবেদন: জনতা-এনসিপি উভয়পক্ষ দায়ী, মামলা-গ্রেপ্তার শুধু গোপালগঞ্জবাসীর বিরুদ্ধে! ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সমর্থনে উত্তাল নিউইয়র্ক, প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন ইসলামাবাদে জেলা আদালতের বাইরে আত্মঘাতী হামলা: ১২ জন নিহত, ২৭ জন আহত *জনগণের প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন জুলাই সনদ, প্রতিশ্রুতির স্থলে প্রতারণা* আইসিটি বন্ধ ও রাজবন্দীদের মুক্তির দাবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র নিন্দা প্রধানমন্ত্রীর, ভারতের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস