জম্মু-কাশ্মীরে প্রবল বৃষ্টি-ভূমিধসে নিহত ৩, বন্ধ সড়ক যোগাযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫
     ১০:৩২ অপরাহ্ণ

জম্মু-কাশ্মীরে প্রবল বৃষ্টি-ভূমিধসে নিহত ৩, বন্ধ সড়ক যোগাযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ | ১০:৩২ 60 ভিউ
ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার রামবান এলাকায় শনিবার রাতভর ভারি বৃষ্টিপাতের পর একটি বাড়ি ধসে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে ভূমিধসের ঘটনাও ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রাতভর ভারি বৃষ্টিপাতের কারণে রামবান জেলার কিছু এলাকা প্লাবিত হয়েছে। এর পর সেখান থেকে প্রায় ১০০ জনকে উদ্ধার করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে উভয় দিক থেকে যানবাহন চলাচল বন্ধ রাখতে হয়েছে। কারণ অবিরাম বৃষ্টিপাতের ফলে মহাসড়কের বেশ কয়েকটি জায়গায় ভূমিধস নেমেছে। কর্মকর্তারা পিটিআইকে জানিয়েছেন, বন্যায় অনেক যানবাহন ভেসে গেছে এবং ধরমকুণ্ড গ্রামের প্রায় ৪০টি আবাসিক বাড়ি ধ্বংস হয়ে গেছে। প্রবল বৃষ্টি উপেক্ষা

করে আটকে পড়া গ্রামবাসীদের উদ্ধার করেন পুলিশ সদস্যরা। ঘটনাস্থল থেকে প্রাপ্ত ফুটেজে দেখা গেছে, ওই এলাকায় ভারি বৃষ্টিপাত ও ভূমিধসের পর ধ্বংসাবশেষ ও কাদা জমে গেছে রাস্তায়। ওই এলাকায় ট্রাক ও প্রাইভেটকারসহ যানবাহন আটকা পড়েছে সেই কাদায়। মন্ত্রী জিতেন্দ্র সিং এক এক্স পোস্টে এ অঞ্চলের মানুষের দুর্দশা নিয়ে বলেন, ‘বৃষ্টিপাত ও ভূমিধসে রামবন এলাকায় কিছু সম্পত্তির ক্ষতিসহ তিনজন হতাহত হয়েছে। রামবান শহরের আশেপাশের এলাকাসহ এই গোটা অঞ্চলে রাতভর ভারি শিলাবৃষ্টি, একাধিক ভূমিধস এবং দ্রুত বেগে বাতাস বয়ে গেছে। জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে। বেশ কয়েকটি পরিবারের সম্পত্তির ক্ষতি হয়েছে। ডেপুটি কমিশনার বশির-উল-হক চৌধুরীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তাৎক্ষণিক পদক্ষেপের জন্য জেলা

প্রশাসন প্রশংসা পাওয়ার যোগ্য। এর ফলে বহু মূল্যবান জীবন বেঁচে গেছে। আর্থিক ও অন্যান্য সব ধরনের ত্রাণ দেওয়া হচ্ছে। ডিসিকে জানানো হয়েছে, প্রয়োজনে আরও যা যা প্রয়োজন তা সংসদ সদস্যদের ব্যক্তিগত সম্পদ থেকেও দেওয়া যেতে পারে। আতঙ্কিত না হওয়ার অনুরোধ রইল। আমরা সবাই মিলে এই প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠব’। এদিকে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, তিনি রামবনে ত্রাণ ও মেরামত পরিকল্পনা পর্যালোচনা করবেন। পাশাপাশি তিনি নাগরিকদের ভ্রমণ পরামর্শ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। এক্সে নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘রামবানের মর্মান্তিক ভূমিধস ও আকস্মিক বন্যায় অত্যন্ত মর্মাহত। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা রইল।

প্রয়োজনে তাৎক্ষণিক উদ্ধার নিশ্চিত করতে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। আজ আমি পুনরুদ্ধার, ত্রাণ এবং মেরামতের পরিকল্পনাগুলো পর্যালোচনা করব। আপাতত সরেজমিনে পরিস্থিতি সামাল দেওয়ার দিকেই নজর রয়েছে। নাগরিকদের ভ্রমণ পরামর্শগুলো অনুসরণ করতে এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলে অপ্রয়োজনীয় যাতায়ত এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার রায়কে ‘পাত্তা’ দিল না ভারত, বিবৃতির পরতে পরতে কূটনৈতিক বার্তা অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা বঙ্গোপসাগরে নিরাপত্তা জোরদার: বাংলাদেশ নিয়ে উদ্বেগের জেরে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে নজরদারি বাড়াচ্ছে ভারত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় ‘ক্যাঙ্গারু কোর্টের প্রহসন’, প্রত্যাখ্যান ছাত্রলীগের সাবেক নেতাদের আমি ক্ষুব্ধ, আমি কষ্ট পাচ্ছি: শেখ হাসিনার আইনজীবী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক স্ট্যাটাস অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূসের অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে প্রদত্ত রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘ক্যাঙ্গারু কোর্টের রায় মানি না’, ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের শাটডাউন ঘোষণা রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন শেখ হাসিনা মানিকগঞ্জের শিবালয়ে গ্রামীণ ব্যাংক অফিসে আগুন, দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ ফ্যাসিস্ট ইউনুসের প্রশাসনিক মব সন্ত্রাসের শিকার বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা – কর্মীরা। অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনুসের শাসনামলে কতটুকু শান্তিতে আছে দেশের মানুষ? ৩২ নম্বরে উত্তেজনা, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ রাজসাক্ষী মামুনের ৫ বছরের কারাদণ্ড আবারও বিতর্কিত মন্তব্য কঙ্গনার ৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ আখ্যা শাওনের এলজিবিটি কমিউনিটিকে ব্যবহার করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, আলোচনায় একাধিক নাম বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল চীনে সাত দশকের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন