প্রলোভনে পড়ে রাশিয়ার হয়ে যুদ্ধ, ইউক্রেনের ক্ষেপণাস্ত্রে প্রাণ গেল বাংলাদেশির – ইউ এস বাংলা নিউজ




প্রলোভনে পড়ে রাশিয়ার হয়ে যুদ্ধ, ইউক্রেনের ক্ষেপণাস্ত্রে প্রাণ গেল বাংলাদেশির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ | ৪:৩৮ 10 ভিউ
ভালো ভবিষ্যতের আশায় বছর খানেক আগে রাশিয়ায় পাড়ি জমান মোহাম্মদ আকরাম হোসেন (২৫)। তবে যুদ্ধ করা দেশটিতে সুবিধা করতে পারছিলেন না তিনি। পরে দালালদের প্রলোভনে পড়ে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে অংশ নেন আকরাম। তবে ইউক্রেনের ক্ষেপণাস্ত্রে প্রাণ হারিয়েছেন এ বাংলাদেশি যুবক। আকরাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলার লালপুর হোসেনপুর গ্রামের মোরশেদ মিয়ার ছেলে। শুক্রবার বিকালে রাশিয়া থেকে ওই যুবকের গ্রামের বাড়িতে নিহতের খবর জানানো হয়। এরপর তার বাড়িতে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, আকরামদের সংসারের একমাত্র উপার্জনকারী দিনমজুর বাবা মোরশেদ মিয়া স্ত্রী ও সন্তানদের নিয়ে কোনোরকমে দিনাতিপাত করছিলেন। পাঁচ ভাই-বোনের মধ্যে আকরাম ছিল সবার বড়। ওয়েল্ডারের কাজ শিখে সংসারের সচ্ছলতা

আর নিজের ভবিষ্যতের আশায় ১১ মাস আগে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন আকরাম। রাশিয়ায় যাওয়ার পর আট মাস সেখানকার একটি কোম্পানিতে চকরি পান তিনি। বেতন খুব বেশি না হওয়ায় খুশি ছিলেন না আকরাম। আড়াই মাস আগে দালালের প্রলোভনে পড়ে এ বাংলাদেশি যুবক রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে অংশ নেন ইউক্রেন যুদ্ধে। যুদ্ধে অংশ নেওয়ার ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশও করেন তিনি। আকরামের বাবা মোরশেদ মিয়া বলেনন, ‘ভালো বেতন না পাওয়ায় দালালদের প্রলোভনে পড়ে আড়াই মাস আগে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে আকরাম যোগ দেন রুশ সেনাবাহিনীতে। শর্ত ছিল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সম্মুখসারিতে থাকার। পরিবারের পক্ষ থেকে তাকে নিষেধ করা হলে আকরাম জানায়, তার আর ফিরে আসার উপায়

নেই।’ আকরামের মা মোবিনা বেগম বলেন, ‘গত ১৩ এপ্রিল থেকে ছেলের সঙ্গে যোগাযোগ নেই। রাশিয়ায় অবস্থানরত পরিচিতজনরাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। শুক্রবার তার এক সহযোদ্ধা ফোন করে আকরামের মৃত্যুর কথা জানায়।’ আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনে আমি মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। মন্ত্রণালয় বলেছে, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর কার্গো সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের রুদ্ধশ্বাস রোমাঞ্চের পর বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের নিরাপত্তায় সামরিক পদক্ষেপ চায় জামায়াত দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ফের রেকর্ড ভারতীয়-বাংলাদেশিসহ ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের ইউক্রেনে ‘সাময়িক যুদ্ধবিরতি’ ঘোষণা পুতিনের জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কুয়েতে মসজিদ ও নামাজের সময় নিয়ে নতুন নির্দেশনা রোববার সিইসির সঙ্গে বসছে এনসিপি ভারতের যে অঞ্চলে হঠাৎ মানুষের নখ পড়ে যাচ্ছে রায়পুরে ২০ দিন পর সেই স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী কারাগারে কানাডায় গুলিতে ভারতীয় শিক্ষার্থী নিহত, যা বলছে পুলিশ জাতীয় সংসদে ৬০০ আসন করার সুপারিশ ছাত্রদল ছেড়ে কেন জামায়াতে গেলেন, জানালেন সেই নেতা রুদ্ধশ্বাস রোমাঞ্চের পর বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ আপনাদেরও কাঠগড়ায় দাঁড় করানো হবে: কর্নেল অলি ‘আমি ছাত্রলীগ নেতা, সবাইকে দেখে নেব’ ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একজনের মৃত্যু যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির সুপারিশ দিল্লির তরুণ হত্যায় গ্রেফতার কে এই ‘লেডি ডন’?