ইসলামকে অবমাননা করে ভারতীয় টেলিভিশন ‘জি বাংলা’য় ধারাবাহিক, ক্ষিপ্ত নেটিজেনরা – ইউ এস বাংলা নিউজ




ইসলামকে অবমাননা করে ভারতীয় টেলিভিশন ‘জি বাংলা’য় ধারাবাহিক, ক্ষিপ্ত নেটিজেনরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ | ৮:০২ 83 ভিউ
ভারতের জি টিভির জনপ্রিয় মেগা ‘ইশক সুবহান আল্লা’ খুব তাড়াতাড়ি আসছে পশ্চিমবঙ্গ ভিত্তিক ‘জি বাংলা’র পর্দায়। তবে ধারাবাহিকটি বাংলা সংস্করণ প্রকাশ্যে আসতেই দানা বেঁধেছে তীব্র বিতর্ক। মেগার প্রোমোর কমেন্ট বক্সে ক্ষোভ উগড়ে দিয়েছেন দর্শকরা। সিরিয়ালটিতে দেখা গেছে, বেশ অশান্ত, উতপ্ত একটা পরিবেশ। তার মাঝে ধারাবাহিকের নায়িকা ও তার বন্ধুরা আটকে যায়। উপায় না দেখে মুসলিম নায়কের কাছে নায়িকা ও তার বন্ধুরা মসজিদে আশ্রয় চায়। তবে মসজিদে আশ্রয় দেওয়ার পর নায়ক জানতে পারে, নায়িকার বন্ধুরা মুসলিম নয় বরং হিন্দু। তারপর বেশ কিছু কথাবার্তা হয়। আর তাদের সেই কথোপকোথনসহ মেগার প্রেক্ষাপট সবটা নিয়ে ক্ষোভ উগড়ে দেন নেটিজেনরা। নেটিজেনদের প্রতিক্রিয়া এক নেটিজেন কমেন্ট করেন, ‘এই সিরিয়ালটায়

ইসলাম নিয়ে অনেক বাজে ধারণা দেখানো হয়েছে, ইসলামকে অপমান করা হয়েছে, তাই এই সিরিয়ালটা কেউ দেখবেন না।’ আর একজন লেখেন, ‘সুবহান আল্লা মানে কী তা কি এরা জানে? সিরিয়াল বানাচ্ছে। যে কোনও একটা নাম দিলেই হল নাকি? ইয়ার্কি হচ্ছে?’ এরপর আর এক নেটিজেন লেখেন, ‘এ কেমন মেগা? দয়া করে ইসলাম ধর্মকে এভাবে অপমান করবেন না।’ বর্তমান অস্থির পরিস্থির প্রসঙ্গ টেনে এক দর্শক কমেন্ট করেন, ‘এই অস্থির আবহে এরকম সিরিয়াল দেখানোর খুব দরকার ছিল কি?’ আর এক নেটিজেন কমেন্ট করেন, ‘আল্লাহর নাম নিয়ে এই নাটক বানানোর অধিকার আপনাদের কে দিয়েছে?’ আর একজন লেখেন, ‘এটাই দেখা বাকি ছিল। এবার ষোলো কলা পূর্ণ হল। এদিকে

বির্তকিত এই ধারাবাহিকে ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগ এনে আদালতে মামলা করেছে মুম্বাইভিত্তিক ইসলামিক সংস্থা রেজা অ্যাকাডেমি। মামলাটি পরিচালনা করছেন আইনজীবী হিতেশ সি সোনি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেছেন, ‘ভিজ্যুয়াল মিডিয়া খুবই কার্যকর এবং শিশুদের ওপর এর অনেক প্রভাব পড়ে। তাই এটি শুধু একটি সম্প্রদায়ের বিষয় নয়, আমরা সাধারণ মানুষের ধারণার বিষয়েও উদ্বিগ্ন। এই ধারাবাহিকটি প্রকৃতিগতভাবে খুবই উস্কানিমূলক এবং আমরা এর সম্প্রচার বন্ধের দাবি জানাচ্ছি। দায়ের করা ওই মামলায় অভিযোগ করা হয়, এই ধারাবাহিকটি ‘ইসলামকে খারাপভাবে উপস্থাপন করছে, পুরো সিরিয়ালের চিত্রনাট্য এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মনে হয় ইসলাম ধর্মের অনেক পরিবর্তন, সংস্কার ও সংশোধনের প্রয়োজন। সিরিয়ালটির অভিনেতা-অভিনেত্রীদের সংলাপ থেকে

শুরু করে কিছু দৃশ্য এবং চরিত্রায়ণ পর্যন্ত ২০টি বিভিন্ন বিষয়ে তাদের আপত্তির কথা বিস্তারিতভাবে জানিয়েছেন। সংস্থাটির ভারতীয় দণ্ডবিধির ১২৪এ, ১৫৩এ, ১৫৩বি, ৫০৪, ২৯২ এবং ২৯৫এ ধারার অধীনে অভিযোগ দায়ের করেছে এবং ফৌজদারি কার্যবিধির ৯৫ ধারার অধীনে ধারাবাহিকটির সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শুধু ঘুম পায়? মধ্যরাতে ঢাবি-ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ট্রাম্প না পেলেও শান্তির নোবেল ‘আমেরিকার স্বার্থে’ আরেকটি ‘নাকবা’: গাজা পুনর্গঠনে লেগে যাবে প্রজন্মের পর প্রজন্ম পাকিস্তান-আফগানিস্তানের সংঘাত ‘আপাতত’ স্থগিত মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা সম্পর্ক টিকিয়ে রাখার ৩ কৌশল মসজিদে ঢুকেই তাহিয়্যাতুল-মাসজিদ নামাজ আদায়ের গুরুত্ব উচ্চমূল্যের চাপে মধ্যবিত্ত হয়ে যাচ্ছে নিম্নবিত্ত নূতন-কাজলকে পেছনে ফেললেন আলিয়া! উপদেষ্টারা আখের গুছিয়ে ফেলেছেন কিন্তু শিক্ষকের বেলায় টাকা নেই: সামান্তা সোমবার থেকে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ৯৫৩ প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক পাকিস্তানের সঙ্গে সংঘাত স্থগিতের ঘোষণা দিলেন আফগান মন্ত্রী আফগানিস্তানের ২০০ জনের বেশি সৈন্য ও যোদ্ধা নিহতের দাবি পাকিস্তানের পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখল ও ৫৮ সেনা হত্যার দাবি আফগানিস্তানের ৬টি ফিল্মফেয়ার, অনন্য উচ্চতায় আলিয়া ভাট মাউশি ভেঙে হচ্ছে দুই অধিদপ্তর বাংলাদেশের ২৬ শতাংশ মানুষ মানসিক যন্ত্রণায় ভুগছেন