ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শাড়ি পরে দুঃসাহসিক স্টান্ট, বড় চ্যালেঞ্জ নিয়ে ফিরছেন সামান্থা
ইনসাফ কায়েমে বেইনসাফের জায়গা নাই, প্ল্যাকার্ড হাতে রাস্তায় শিল্পীরা
চুম্বন বিতর্কে রাকেশ বললেন, এসব হাস্যকর
৪০০ বছরের পুরনো গল্প, ঈদে মুক্তির দৌড়ে ‘রঙবাজার’
মঞ্চেই হেনস্তার শিকার গায়িকা, থানায় অভিযোগ
‘ব্যথা’ নিয়ে হাজির হলেন বাপ্পা মজুমদার
বিতর্কিত অঙ্গভঙ্গি, মুকুট হারালেন মিস ফিনল্যান্ড
বিয়ের গুঞ্জন উর্বশী রাউতেলার
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। তবে তাকে বলিউডের ছবিতে সেভাবে তাকে দেখা যায় না। সম্প্রতি তেলুগু ছবিতে ৬৪ বছরের নায়কের সঙ্গে কোমর দুলিয়ে নেচে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার শিকার হয়েছেন।
এবার এ অভিনেত্রীর বিয়ের গুঞ্জন উঠেছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, উর্বশীর বিয়ের গুঞ্জন নিয়ে অভিনেত্রীর ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে উর্বশী রাউতেলা এক পোস্টে কমেন্ট করেছে ফ্যাশন আর্টিস্ট ওরিকে নিয়ে। যেখানে উর্বশী লিখেছেন, ‘তোমার বিয়েতে যোগ দেওয়ার জন্য তর সইছে না।’ ওরিও জবাব দিয়েছেন, আর সেখানেই বড়সড় ‘ট্যুইস্ট’। তিনি লিখেছেন, ‘আমাদের।’
এই বিষয়
নিয়ে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন। তাদের মন্তব্য এজুটি বিয়ে করতে চলেছেন। এক নেটিজেন লিখেছেন, শিগগিরিই চার হাত এক হতে চলেছে। সেই আনন্দে অভিনেত্রী ছবি থেকে তার দৃশ্য বাদ পড়ার পরেও এত খুশি।
নিয়ে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন। তাদের মন্তব্য এজুটি বিয়ে করতে চলেছেন। এক নেটিজেন লিখেছেন, শিগগিরিই চার হাত এক হতে চলেছে। সেই আনন্দে অভিনেত্রী ছবি থেকে তার দৃশ্য বাদ পড়ার পরেও এত খুশি।



