নতুন বছরে নতুন চমক হোয়াটসঅ্যাপে – ইউ এস বাংলা নিউজ




নতুন বছরে নতুন চমক হোয়াটসঅ্যাপে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৪১ 10 ভিউ
হোয়াটসঅ্যাপ মেসেজে এমন কোনো ছবি এসেছে যা চিনতে পারছেন না? চিন্তা নেই, ছবিটি চিনে তার সম্পর্কে বিস্তারিত আপনাকে বলে দেবে চ্যাটজিপিটি। কেবল তাই নয়, আপনি যদি ভয়েস নোট পাঠিয়ে কিছু প্রশ্ন করেন অথবা আপনার বার্তা কথায় লিখে দিতে বলেন, তা-ও ঝটপটই করে দেবে চ্যাটবট। নতুন বছরে নতুন চমক এনেছে হোয়াটসঅ্যাপ। কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে বিপ্লব ঘটিয়ে ফেলা চ্যাটজিপিটি এখন বহাল তবিয়তে আছে হোয়াটসঅ্যাপে। মেটার নিজস্ব এআই চ্যাটবট হোয়াটসঅ্যাপে ছিলই। কিন্তু গত বছর থেকে ওপেনএআই-এর চ্যাটজিপিটিকে হোয়াটসঅ্যাপের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এই সংযোগ গড়ে ওঠার পর থেকেই হোয়াটসঅ্যাপে নিত্যনতুন ফিচার এসেই যাচ্ছে। গত বছরই জানা গিয়েছিল, চ্যাটবটকে ফোন করে কথা বলা যাবে, মেসেজও

পাঠানো যাবে। আর এ বছর আরও দু’টি নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। ছবি চেনার ব্যাপারটা একেবারেই নতুন। হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ব্যক্তিগত চ্যাটেও এমন অনেক ছবি আসে, যা চেনা যায় না। ধরুন, খুব ভালো একটি প্রাকৃতিক দৃশ্য পাঠালেন কেউ, আর আপনি হাতড়াচ্ছেন সেটি কোনো জায়গা, গুগলে বর্ণনা দিয়েও পাচ্ছেন না, তখন কাজে আসবে হোয়াটসঅ্যাপেরই চ্যাটজিপিটি। তাকে ছবিটি পাঠিয়ে চিনিয়ে দিতে বললেই, একেবারে নাম-ঠিকানা সহ তার বিস্তারিত বিবরণ দিয়ে দেবে। কোনো ছবি আসল না ভুয়া, তা-ও কিন্তু বলে দেবে চ্যাটজিপিটি। মজা এখানেই। অচেনা মানুষজনকেও কি চিনতে পারবে চ্যাটবট? ওপেনএআই কিন্তু এ ব্যাপারেও আশাবাদী। হোয়াটসঅ্যাপে নতুন ফিচার আসছে, সরাসরি কথা বলা যাবে প্রতিনিধির সঙ্গে। চলুন

এই বিষয়ে বিস্তারিত জেনে নেই। ভয়েস নোট লেখার সময় নেই। ভয়েস নোট পাঠিয়ে প্রশ্ন করলেই উত্তর দিয়ে দেবে চ্যাটবট। চ্যাটে আসা কোনো বার্তা বুঝতে সমস্যা হচ্ছে, ভাষা বুঝতে পারছেন না, ভয়েস নোট পাঠিয়ে দিন। সরলভাবে আপনাকে বুঝিয়ে দেবে বা চাইলে কথায় লিখেও দেবে চ্যাটজিপিটি। সুবিধা পাবেন কীভাবে? হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ১-১৮০০-২৪২-৮৪৭৮ এই নম্বর ব্যবহার করে চ্যাটজিপিটি চালু করা যাবে। প্রথমে নম্বরটি ফোনে সেভ করতে হবে। হোয়াটসঅ্যাপে বাকি নম্বরগুলোর মতো সেই নম্বরটিকে খুললে একটি চেক-বক্স আসবে। সেখানে ক্লিক করলেই চ্যাটজিপিটি অন হবে। এরপর সেই নম্বরে গিয়ে ছবি পাঠানো অথবা ভয়েস নোট পাঠানো যাবে। ওই নম্বরটিতে চ্যাটও করতে পারবেন চ্যাটবটের সঙ্গে। যে কোনো প্রশ্ন করলেই উত্তর আসবে।

হোয়াটসঅ্যাপ একবার আপডেট করে নিলে বিশ্বের যে কোনো জায়গা থেকেই এই সুবিধা পাওয়া যাবে। আর এর জন্য গাঁটের কড়ি খসিয়ে সাবস্ক্রিপশনও করতে হবে না। হোয়াটসঅ্যাপ গ্রাহকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা আনা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শ্বাসরুদ্ধকর ফাইনাল জিতে বিপিএল শিরোপা ধরে রাখল বরিশাল বাড়ির বাগানেই ছিল ১০২টি বিষধর সাপ! সত্য বলার সাহসিকতাই সাংবাদিকতার মূলমন্ত্র: কাদের গনি চৌধুরী এক ওভারে তামিম-ম্যালানকে বিদায় করে শরিফুলের চমক বাস-অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩ রমজানে বাড়ছে না নিত্যপণ্যের দাম কৃত্রিম সংকটে বাজারে মিলছে না সয়াবিন তেল, ক্ষুব্ধ ভোক্তা অভিনেত্রী শাওন ও সাবাকে ছেড়ে দিয়েছে ডিবি কেজরিওয়ালের বাড়িতে ভারতের এসিবির হানা গোমায় ১৫০ বন্দিকে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যা ১০ যাত্রীসহ নিখোঁজ, কী ঘটেছে মার্কিন বিমানটির ভাগ্যে? মালয়েশিয়ায় ইন্দোনেশিয়াকে টপকে শীর্ষে বাংলাদেশ শাহবাগে পুলিশের বাধার মুখে সরকারি কর্মচারীরা, ছত্রভঙ্গে জলকামান গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ‘নিখোঁজ’ ‘আমরা যা পাই সবাই মিলেমিশে খাই’, পল্লীবিদ্যুতের কর্মকর্তাকে মিস্ত্রি ট্রাম্পের অর্থসহায়তা স্থগিত, সংকটে ৬,২০০ সাংবাদিক ও ৭০৭ সংবাদমাধ্যম ভারতে মাঠে নামছেন সাকিব ভারতে কুম্ভমেলায় ফের আগুন সৌদিতে অনেক খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করুন: নেতানিয়াহু এবার ১০ আরোহী নিয়ে মার্কিন বিমান উধাও