বীর মুক্তিযোদ্ধা কে এম সফিউল্লাহ আর নেই – ইউ এস বাংলা নিউজ




বীর মুক্তিযোদ্ধা কে এম সফিউল্লাহ আর নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ | ১০:০৬ 84 ভিউ
বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ (বীরউত্তম), যিনি বাংলাদেশের প্রথম সেনাপ্রধান এবং মুক্তিযুদ্ধের ৩ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন, আজ সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটানেন্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী জানিয়েছেন, মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহকে চলতি বছরের ২ জানুয়ারি সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টা ৪৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। কে এম সফিউল্লাহ ১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ২৪ আগস্ট পর্যন্ত তিনি বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে

দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীতে তাঁর দীর্ঘমেয়াদি নেতৃত্ব এবং মুক্তিযুদ্ধে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা তাঁকে ইতিহাসের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে। ১৯৭৬ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর কে এম সফিউল্লাহ বাংলাদেশের কূটনীতিক হিসেবে কাজ করেন। তিনি ১৬ বছর ধরে মালয়েশিয়া, কানাডা, সুইডেন এবং ইংল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৫ সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন এবং ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হন। মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহর মৃত্যুতে দেশ এক মহান বীর মুক্তিযোদ্ধাকে হারিয়েছে। তাঁর সাহসিকতা, নেতৃত্ব এবং রাষ্ট্রনায়কোচিত ভূমিকা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন রাজনৈতিক ও

সামরিক ব্যক্তিত্ব। জাতি তাঁর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে এবং তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে। কে এম সফিউল্লাহর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসী তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রূপপুরে রহস্যজনক মৃত্যুর তালিকায় আরও একটি নাম: দোভাষীর মরদেহ উদ্ধার সীতাকুণ্ডে আওয়ামী লীগের দোসর আখ্যায় পূজারত সাংবাদিকের ওপর মব হামলা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১২ সুপারিশ নিয়ে ইউনূস সরকারকে ৬ মানবাধিকার সংস্থার চিঠি কক্সবাজার রেলস্টেশনও তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে ল্যুভর জাদুঘর থেকে অমূল্য রত্নরাজি চুরি, ঐতিহাসিক নিদর্শন খুইয়ে মুষড়ে পড়েছে প্যারিস ‘কোটা না মেধা? মেধা মেধা’ স্লোগানদাতারা কেন চাকরিতে নারী কোটার পক্ষে ফিরতে চায় এখন? মানবাধিকার সংকটে বাংলাদেশ: জাতিসংঘের নীরবতা কি ন্যায়বিচারের সহায়? রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত তালিবান সরকার সৌদি আরবে চিরুনি অভিযান: এক সপ্তাহে গ্রেপ্তার ২৩ হাজারের বেশি জেলেনস্কি-ট্রাম্প আলোচনার পরেও টমাহক ক্ষেপণাস্ত্র পেল না ইউক্রেন কক্সবাজার রেলস্টেশনও তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩০১ মামলা সোমবার সমাবেশ ও আমরণ অনশনের ঘোষণা আগুনে রূপপুর প্রকল্পের মালামাল পোড়ার সত্যতা মেলেনি অর্থসংকটে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বড় ছাঁটাই পুরোপুরি নিভল শাহজালালের কার্গো ভিলেজের আগুন ভুখা মিছিল শেষে শহীদ মিনারে ফিরে গেলেন শিক্ষকরা ম্যাগুয়্যারের গোলে ১৬ বছর পর অ্যানফিল্ডে লিভারপুলকে হারালো ম্যানইউ ১৬ মাসের অন্তঃসত্ত্বা সোনাক্ষী! প্রশ্নবিদ্ধ মাহিয়া মাহি