চীনে প্রশিক্ষণ সম্পন্ন করেও অনিশ্চয়তায় ১৭ মেরিন ক্যাডেট – ইউ এস বাংলা নিউজ




চীনে প্রশিক্ষণ সম্পন্ন করেও অনিশ্চয়তায় ১৭ মেরিন ক্যাডেট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫ | ১০:৩৯ 41 ভিউ
চীনের জিয়াংসু মেরিটাইম ইনস্টিটিউট থেকে (জেএমআই) তিন বছরের প্রশিক্ষণ শেষে দেশে ফিরেও নৌপরিবহণ অধিদপ্তর থেকে ছয় মাস ধরে নাবিক বই ইস্যু না করায় চরম পেশাগত অনিশ্চয়তায় পড়েছেন ১৭ জন বাংলাদেশি নৌ-ক্যাডেট। অধিদপ্তরের দুর্নীতির কারণে সময়মতো নাবিক বই না পাওয়ায় তারা কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ওই শিক্ষার্থীরা‌। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্যে জোবায়ের আহমেদ তানজিল বলেন, প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় বাংলাদেশের ছয়টি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের ৬০০ জন শিক্ষার্থীর মধ্যে বাছাই করে চীনের জিয়াংসু মেরিটাইম ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে আন্তর্জাতিক মানের

প্রশিক্ষণ শেষে ২০২৪ সালের ১৪ জুন তারা প্রশিক্ষণ সম্পন্ন করেন। তিনি বলেন, চুক্তি অনুযায়ী দেশে ফিরে নৌপরিবহণ অধিদপ্তর থেকে কন্টিনিউ ডিসচার্জ সার্টিফিকেট (সিডিসি) বা নাবিক বই পাওয়ার কথা ছিল। তবে দীর্ঘ ছয় মাস পেরিয়ে গেলেও অধিদপ্তর থেকে কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসেনি। বরং বিভিন্ন অজুহাত ও বাধার মুখে শিক্ষার্থীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষার্থীদের অভিযোগ, পূর্বে একই প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীকে সিডিসি দেওয়া হলেও তাদের ক্ষেত্রে অজুহাত দেখানো হচ্ছে। অধিদপ্তরে কর্মকর্তারা অনৈতিক প্রভাব এবং দুর্নীতির মাধ্যমে তাদের আবেদন প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি করছেন। আমরা সরকারি সমঝোতার অধীনে প্রশিক্ষণ সম্পন্ন করেছি। তবুও কেন আমাদের সঙ্গে এমন বৈষম্য করা হচ্ছে? অধিদপ্তরের এ টালবাহানার জন্য আমরা চাকরির

সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে যাচ্ছি। তারা বলেন, জেএমআই চীনের অন্যতম বৃহত্তম ও পুরাতন নাবিক প্রশিক্ষণ কেন্দ্র। এটি আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের মানদণ্ড অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করে। প্রতিষ্ঠানে উন্নতমানের নেভিগেশন সিমুলেটর, দশ হাজার টন স্থানচ্যুত সমুদ্র জাহাজ এবং আন্তর্জাতিক জব ফেয়ার আয়োজনের সুযোগ রয়েছে। এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা আন্তর্জাতিক জাহাজ পরিচালনাকারী সংস্থা কসকো ম্যার্কস এবং অন্যান্য শীর্ষস্থানীয় শিপিং কোম্পানিতে কাজ করার সুযোগ পান। শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়ে জানান, আমাদের যোগ্যতা অনুযায়ী সিডিসি ইস্যু না হলে আমরা অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে যেতে বাধ্য হব। যদি আমাদের মধ্যে কারও কোনো ক্ষতি হয়, তার দায়ভার সম্পূর্ণভাবে নৌ-পরিবহণ অধিদপ্তরকে নিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সজল শান্ত ও সাজিদসহ

১৭ জন ভুক্তভোগী শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে? যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ট্রাম্প সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলের শিকার ভারতের পররাষ্ট্রসচিব নেতানিয়াহু সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন: ইসরাইলের সাবেক সেনাপ্রধান ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৩ জাবির ক্যাফেটেরিয়ার খাবারে মিলল বিষাক্ত চ্যালাপোকা যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ট্রাম্প ঘরে ঢুকে ঘুমন্ত নারীর শ্লীলতাহানি, থানায় মামলা ২২ মে থেকে বাজারে মিলবে নওগাঁর আম ঢাকায় ২ বোন হত্যা, মাস্ক-ক্যাপ পরা সেই ব্যক্তি গ্রেফতার ‘পরমাণু অস্ত্র নয়, শান্তিই চাই’, বিশ্বকে বার্তা পেজেশকিয়ান থাকছে না পুলিশের হাতে মারণাস্ত্র মধ্যপ্রাচ্যের যে দেশ থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স এলো ‘আলোচনার জন্য’ নিজ দেশে পাকিস্তানের হাইকমিশনার আইভীর জামিন নামঞ্জুর, কারাগারে ডিভিশন মঞ্জুর ৪ জেলায় বন্যার আভাস যুদ্ধবিরতির পর ভারত ও পাকিস্তান যা দাবি করছে মোদি এখন বুঝতে পারছেন পাকিস্তানের মুখোমুখি হওয়া কতটা ব্যয়বহুল: আফ্রিদি সন্ত্রাসী হামলার পর কাশ্মীরের অর্থনৈতিক-কূটনৈতিক অবস্থা ভেঙে পড়েছে ফ্যাসিস্ট ইউনুস সরকারের রাজনৈতিক নিষেধাজ্ঞা: স্বাধীনতা ও গণতন্ত্রের উপর নিষ্ঠুর আঘাত