ডাইনোসরের ২০০ পায়ের ছাপ – ইউ এস বাংলা নিউজ




ডাইনোসরের ২০০ পায়ের ছাপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ | ১১:২৩ 57 ভিউ
যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার কাউন্টিতে ডাইনোসরের পায়ের ছাপের এ যাবৎকালের সবচেয়ে বড় এলাকার সন্ধান পাওয়া গেছে। যেখানে দুটি ভিন্ন প্রজাতির প্রায় ২০০টি পায়ের ছাপ রয়েছে। এলাকাটিতে পাওয়া এই পায়ের ছাপ ১৬ কোটি ৬০ হাজার বছর আগের তৃণভোজী সেটিওসরাস এবং মাংসখেকো মেগালোসরাস ডাইনোসরের বলে ধারণা করছেন গবেষকরা। বিবিসি, এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ডাইনোসর দুটির চলাচলের সবচেয়ে লম্বা যে পথটি পাওয়া গেছে সেটির দৈর্ঘ্য ১৫০ মিটার। তবে বিজ্ঞানীদের ধারণা, এ পথ হয়তো আরও দূর পর্যন্ত থাকতে পারে। কারণ, তারা পথটির মাত্র একটি অংশের সন্ধান পেয়েছেন। ডাইনোসর চলাচলের এত বড় এবং দীর্ঘ পথ এর আগে দেখা যায়নি বলে জানিয়েছেন বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের জীবাশ্ম (মাইক্রোপ্যালিওন্টোলোজি) বিষয়ক অধ্যাপক

কৃস্টি এজার। অক্সফোর্ডশায়ারের ডুয়ার্স ফার্ম কোয়ারির এক কর্মী গ্রে জনসন মাটি খোঁড়ার সময় প্রথম ডাইনোসর চলাচলের এই পথের সন্ধান পান। বিবিসিকে তিনি বলেছেন, ‘আমি মূলত কাদামাটি পরিষ্কার করছিলাম। তখনই উঁচু এক মাটির স্তূপে ধাক্কা লাগে। ভেবেছিলাম এটি মাটিরই কোনো চড়াই-উতরাই হবে। কিন্তু পরে একইরকম উঁচু স্তূপ পাই। এটি ছিল ৩ মিটার দীর্ঘ। এরকম তিন মিটার দীর্ঘ বেশ কয়েকটি স্তূপ একের পর এক পেতে থাকি।’ ডাইনোসরের চলাচলের আরেকটি স্থান কাছেই খুঁজে পাওয়া গিয়েছিল ১৯৯০ এর দশকে। সেকারণে জনসন বুঝতে পারেন, একের পর এক এমন উঁচু মাটির স্তূপ পাওয়া ডাইনোসরের পায়ের ছাপ হয়ে থাকতে পারে। গেল গ্রীষ্মে ১০০ জনেরও বেশি বিজ্ঞানী, শিক্ষার্থী এবং

সেচ্ছাসেবক কোয়ারি ফার্মের খোঁড়াখুঁড়িতে অংশ নিয়েছিলেন। তারা ডাইনোসরের চলাচলের ৫টি ভিন্ন পথ আবিষ্কার করেছেন। এই পথগুলোতেই পাওয়া যায় ডাইনোসরের ২০০ পায়ের ছাপ। ৫টির মধ্যকার চারটি পথে আছে চার পায়ে হাঁটা তৃণভোজী ডাইনোসরের পায়ের ছাপ। ছাপটি লম্বা ছিল ১৮ মিটার। আর পঞ্চম পথটিতে আছে মেগালোসরাস ডাইনোসরের পায়ের ছাপ। এ প্রজাতির ডাইনোসর হাঁটে দুই পায়ে। আগামী সপ্তাহে ডিগিং ফর ব্রিটেন টিভি সিরিজে দেখানোর কথা রয়েছে এই বিশাল আবিষ্কার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ২ উমামার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে বেইজিং — চীনা পররাষ্ট্রমন্ত্রী ১৪৬ কোটি কর ফাঁকির অভিযোগ তিন কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে ইসি সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করল ইরানের অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, যা বলছে পুলিশ এনবিআর বিলুপ্ত করে ২ বিভাগ, অধ্যাদেশ পাশ সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদারের অঙ্গীকার পাকিস্তান-চীন-আফগানিস্তানের ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র এক বছরেও গ্রেফতার হয়নি পালানো ৭২৪ বন্দি প্রশাসন রাজনীতিবিদ ব্যবসায়ী মিলেমিশে সাদা পাথর লুট চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ফেসবুকে পোস্টে পদত্যাগের পর জাবি বাগছাস নেতার মিষ্টি বিতরণ বেসিক ব্যাংকের সব সূচক নিম্নমুখী দুই কর্মকর্তা বরখাস্ত, তদন্ত কমিটি গঠন দুদকের দুই উপপরিচালক বরখাস্ত ক্ষমতার দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের জনমতের পাল্লা দ্রুত নিচে নামছে