ডাইনোসরের ২০০ পায়ের ছাপ – ইউ এস বাংলা নিউজ




ডাইনোসরের ২০০ পায়ের ছাপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ | ১১:২৩ 13 ভিউ
যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার কাউন্টিতে ডাইনোসরের পায়ের ছাপের এ যাবৎকালের সবচেয়ে বড় এলাকার সন্ধান পাওয়া গেছে। যেখানে দুটি ভিন্ন প্রজাতির প্রায় ২০০টি পায়ের ছাপ রয়েছে। এলাকাটিতে পাওয়া এই পায়ের ছাপ ১৬ কোটি ৬০ হাজার বছর আগের তৃণভোজী সেটিওসরাস এবং মাংসখেকো মেগালোসরাস ডাইনোসরের বলে ধারণা করছেন গবেষকরা। বিবিসি, এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ডাইনোসর দুটির চলাচলের সবচেয়ে লম্বা যে পথটি পাওয়া গেছে সেটির দৈর্ঘ্য ১৫০ মিটার। তবে বিজ্ঞানীদের ধারণা, এ পথ হয়তো আরও দূর পর্যন্ত থাকতে পারে। কারণ, তারা পথটির মাত্র একটি অংশের সন্ধান পেয়েছেন। ডাইনোসর চলাচলের এত বড় এবং দীর্ঘ পথ এর আগে দেখা যায়নি বলে জানিয়েছেন বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের জীবাশ্ম (মাইক্রোপ্যালিওন্টোলোজি) বিষয়ক অধ্যাপক

কৃস্টি এজার। অক্সফোর্ডশায়ারের ডুয়ার্স ফার্ম কোয়ারির এক কর্মী গ্রে জনসন মাটি খোঁড়ার সময় প্রথম ডাইনোসর চলাচলের এই পথের সন্ধান পান। বিবিসিকে তিনি বলেছেন, ‘আমি মূলত কাদামাটি পরিষ্কার করছিলাম। তখনই উঁচু এক মাটির স্তূপে ধাক্কা লাগে। ভেবেছিলাম এটি মাটিরই কোনো চড়াই-উতরাই হবে। কিন্তু পরে একইরকম উঁচু স্তূপ পাই। এটি ছিল ৩ মিটার দীর্ঘ। এরকম তিন মিটার দীর্ঘ বেশ কয়েকটি স্তূপ একের পর এক পেতে থাকি।’ ডাইনোসরের চলাচলের আরেকটি স্থান কাছেই খুঁজে পাওয়া গিয়েছিল ১৯৯০ এর দশকে। সেকারণে জনসন বুঝতে পারেন, একের পর এক এমন উঁচু মাটির স্তূপ পাওয়া ডাইনোসরের পায়ের ছাপ হয়ে থাকতে পারে। গেল গ্রীষ্মে ১০০ জনেরও বেশি বিজ্ঞানী, শিক্ষার্থী এবং

সেচ্ছাসেবক কোয়ারি ফার্মের খোঁড়াখুঁড়িতে অংশ নিয়েছিলেন। তারা ডাইনোসরের চলাচলের ৫টি ভিন্ন পথ আবিষ্কার করেছেন। এই পথগুলোতেই পাওয়া যায় ডাইনোসরের ২০০ পায়ের ছাপ। ৫টির মধ্যকার চারটি পথে আছে চার পায়ে হাঁটা তৃণভোজী ডাইনোসরের পায়ের ছাপ। ছাপটি লম্বা ছিল ১৮ মিটার। আর পঞ্চম পথটিতে আছে মেগালোসরাস ডাইনোসরের পায়ের ছাপ। এ প্রজাতির ডাইনোসর হাঁটে দুই পায়ে। আগামী সপ্তাহে ডিগিং ফর ব্রিটেন টিভি সিরিজে দেখানোর কথা রয়েছে এই বিশাল আবিষ্কার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আবাসিক খাতে তীব্র গ্যাস সংকট রুশ বোমায় প্রাণ হারালেন ১৩ ইউক্রেনীয় গাজায় ইসরাইলি ভয়াবহ হামলায় নিহত আরও ৫১ ফিলিস্তিনি গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন ‘খুব কাছাকাছি’, দাবি ব্লিঙ্কেনের একদিনের ব্যবধানে ৪.৫ ডিগ্রি নেমেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা নভেম্বরে ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’, জানেই না বাংলাদেশ! হামাসের বিরুদ্ধে লড়াইয়ে আরও তিন ইসরাইলি সেনা নিহত সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে আগুন, পুড়ে নিহত ৪ পঞ্চগড়ে কমছে দিন-রাতের তাপমাত্রা, বেড়েছে শীত গাভি-ইয়ামালের গোলে ফাইনালে বার্সা আকর্ষণীয় বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ ইতালীয় সাংবাদিককে মুক্তি দিয়েও সমালোচিত ইরান ষোলো সংস্কার কমিশনেও স্থান নেই নগরের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবার ‘ফেল’ সাকিব আমদানি বাড়লেও চালের বাজারে অস্থিরতা তাহসানের সঙ্গে বিয়ের পর তরতরিয়ে বাড়ছে রোজার পেজের ফলোয়ার ইলেকট্রনিক্স শিল্পের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত চীনে আটকে পড়া ১৭৫ কোটি ডলারের জ্বালানি তেল নিয়ে অস্বস্তিতে ইরান প্যাভিলিয়ন হারাতে পারেন স্বৈরাচারী সরকারের দোসর প্রকাশকরা লস অ্যাঞ্জেলেসে দাবানলে ২ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি