ব্রহ্মপুত্র নদে ‘বিশ্বের বৃহত্তম বাঁধ’ নির্মাণ করছে চীন, এখন কী করবে ভারত? – ইউ এস বাংলা নিউজ




ব্রহ্মপুত্র নদে ‘বিশ্বের বৃহত্তম বাঁধ’ নির্মাণ করছে চীন, এখন কী করবে ভারত?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৫ | ১০:২১ 13 ভিউ
সম্প্রতি তিব্বতের ইয়ারলুং জাংবো নদে (ব্রহ্মপুত্র) ‘বিশ্বের বৃহত্তম বাঁধ’ নির্মাণের ঘোষণা দিয়েছে বেইজিং। এ খবরে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, এ বিষয়ে ভারতের মতামত ও উদ্বেগের কথা চীনকে জানানো হয়েছে। জয়সোয়াল বলেন, অভিন্ন নদীর ক্ষেত্রে ভাটির দেশেরও কিছু অধিকার আছে। রাজনৈতিক ও বিশেষজ্ঞ পর্যায়ে সেই অধিকারের কথা বারবার জানানো হয়েছে। সেই অধিকার ও স্বার্থের বিষয়ে ভারতের পর্যবেক্ষণ জারি আছে। সরকার সেইমতো প্রয়োজনীয় পদক্ষেপও নেবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ধরনের প্রকল্প নেওয়ার আগে ভাটির দেশের সঙ্গে আলোচনা করা জরুরি। পরিস্থিতির ওপর ভারত নজর রাখছে। প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। চীন কয়েক দিন আগেই ভারত সীমান্তের কাছাকাছি

তিব্বতে ব্রহ্মপুত্র নদীর ওপর বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের জন্য ১৩৭ বিলিয়ন ডলার ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে। এই বাঁধ হিমালয়ের এমন এক গভীর গিরিখাতে নির্মাণ করা হবে, যেখানে ব্রহ্মপুত্র নদ বিশাল বাঁক নিয়ে ভারতের অরুণাচল রাজ্যে প্রবেশ করেছে, তারপর সেটি বাংলাদেশে প্রবাহিত হয়েছে। প্রস্তাবিত বাঁধটি চীনের ‘থ্রি গর্জেস’ বাঁধের চেয়েও অনেক বড়। এটি নির্মিত হলে তা হবে পৃথিবীর বৃহত্তম বাঁধ। এই জলবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের নিংট্রি (নিয়ংচি) প্রাদেশিক এলাকার মেদোগ (চীনা ভাষায় মোতুও) বিভাগে নির্মিত হবে। এই বাঁধ নির্মাণ ছাড়াও লাদাখের কিছু এলাকা নিয়ে হোটন প্রদেশে চীন দুটি নতুন প্রশাসনিক অঞ্চল বা কাউন্টি গড়ে তুলেছে। সম্প্রতি সেই

ঘোষণাও দিয়েছে শি জিনপিং সরকার। তাদের ওই সিদ্ধান্তেরও প্রতিবাদ জানিয়েছে ভারত। জয়সোয়াল বলেন, ওই তল্লাটে চীনের দখলদারী ভারত কখনো মেনে নেয়নি, নেবেও না। তাদের ওই ঘোষণা ভারতের সার্বভৌমত্বের ওপর কোনো প্রভাব ফেলবে না। ওই এলাকা ভারতের ছিল, ভারতেরই থাকবে। কূটনৈতিক পর্যায়ে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খালেদা জিয়ার লন্ডন যাত্রা ও গুঞ্জন অ্যাপল ক্ষতিপূরণ দিচ্ছে ১১০০ কোটি টাকা মানবজাতির সামগ্রিক নিরাপত্তায় ইসলাম পাকিস্তানে ৪০৫ দিন ইন্টারনেট বন্ধ, ক্ষতি ২০ হাজার কোটি আসছে শৈত্যপ্রবাহ, ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা হিজড়াদের আবাসনে দুর্বৃত্তের হামলার পরও খোঁজ নেয়নি প্রশাসন ঢাবিতে ভোট দিতে এসেছেন ‘কাফনে মোড়ানো মৃত ব্যক্তি’ ই-সিগারেট আমদানি নিষিদ্ধ করল সরকার স্ত্রীর নগ্ন ভিডিও ছেড়ে তোপের মুখে মার্কিন তারকা ঢাকায় পৌঁছেছেন কলকাতা বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি প্রকৃত খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াতে পারে কেন পদ ছাড়লেন ট্রুডো? রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে বিজিবি-বিএসএফ উত্তেজনা হৃদয়-মায়ার্সের তাণ্ডবে বরিশালের দুরন্ত জয় পাহাড় থেকে পড়ে গিয়ে আহত ইমরানের সাবেক স্ত্রী ডাইনোসরের ২০০ পায়ের ছাপ ১৮ বছর পর মায়ের বিয়ে, সাক্ষী ছেলে পাহাড় থেকে পড়ে গিয়ে আহত ইমরানের সাবেক স্ত্রী চতুর্থবার ভেঙেছে জেনিফার লোপেজের সংসার