অচিরেই বন্ধ হচ্ছে ময়ূখ রঞ্জন ঘোষের চেঁচামেচি, বাড়িতে আগুন – ইউ এস বাংলা নিউজ




অচিরেই বন্ধ হচ্ছে ময়ূখ রঞ্জন ঘোষের চেঁচামেচি, বাড়িতে আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ | ৪:১৫ 15 ভিউ
সম্প্রতি ফেইজবুক কর্তৃপক্ষ কলকাতার রিপাবলিক বাংলা চ্যানেলের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ এর ফেসবুক আইডিতে রিমেম্বারিং মোড ঝুলিয়ে দিয়েছে। সাধারণত কোনো পাবলিক ফিগারের মৃত্যুর পরেই ফেসবুক এই মোড দিয়ে থাকে। তবে কি আসলেই সাংবাদিক ময়ুখ রঞ্জন ঘোষ মারা গেলেন! ভারতের পশ্চিমবঙ্গের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। তার সংবাদ উপস্থাপনার ধরন নিয়ে বাংলাদেশ তথা ভারতেও তিনি বিতর্ক সৃষ্টি করেন। অনেক দর্শক তার উচ্চকণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে "মলম বিক্রেতা" কিংবা "জোকার"-এর সঙ্গে তুলনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে সমালোচনাও হয় অহরহ। যদিও অনেকে মনে করেন এটি কেবল মাত্র টিআরপি বাড়ানোর কৌশল। কিন্তু এই লম্ফঝম্প প্রকৃত সাংবাদিকতার মানকে ক্ষুণ্ণ করে। সম্প্রতি বাংলাদেশ নিয়েও

একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছেন ময়ূখ।সর্বশেষ বাংলাদেশের চট্রগ্রাম ইস্যুতে কথা বলে তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। যাই হোক এবার আসা যাক আসল ঘটনায়। কলকাতায় রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাংবাদিক সোহম মল্লিকের। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিন্দিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। চিকিৎসকরা আশঙ্কা করছেন ময়ূখের একটি চোখ স্থায়ীভাবে নষ্ট হতে পারে। রাতে তারা তাদের এক বন্ধুর বাড়িতে যান এবং সেখান থেকে রাত তিনটার দিকে ফিরছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, তারা যাদবপুরের দিক থেকে বাইকে করে ফিরছিলেন। প্রিন্স আনোয়ার শাহ রোডে লর্ডস

মোড়ের কাছে একটি বাম্পার পার হওয়ার সময় সোহম বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ঠিক তখন বাইকটি একটি গাছে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায় এবং দুজনেই মাটিতে ছিটকে পড়েন। দুর্ঘটনার পরপরই একটি ফুড ডেলিভারি অ্যাপের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা সোহমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত ময়ূখকে তৎক্ষণাৎ এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পরবর্তীতে ময়ূখ এর মুখ থেকে জানা যায় যে দুর্ঘটনার সময় বাইকের চাকা পিছলে যায় এবং তা গাছে ধাক্কা খায় এরপরের ঘটনা তার মনে নেই। সোহম এবং ময়ূখ সাংবাদিক মহলে সুপরিচিত ছিলেন। দুজনেই সদ্য নতুন চাকরিতে যোগ দিয়েছিলেন। এই ঘটনাকে সাইবার যোদ্ধারা বার বার রিপোর্ট

করে ফেসবুকের দৃষ্টি আকর্ষন করে।এবার সত্যি সত্যি মারা গেলেন ময়ূখ রঞ্জন ঘোষ। ২৫ ডিসেম্বর ২০২৪ ময়ূখের ফেসবুক আইডি এখনো রিমেম্বারিং দেখায়।যেটাকে নেটিজেনরা বলছেন নেট দুনিয়ায় মৃত্যু হলো ময়ূখের। রিমেম্বারিং এর পাশাপাশি সম্প্রতি ময়ূখের আরো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।যেখানে ময়ূখের দূর্ঘটনার ছবি শেয়ার করে বলা হয় আর চেঁচাতে পারবেন না ময়ূখ। এদিকে কলকাতায় বিক্ষুদ্ধ জনতা তার বাড়িতে আগুন দিয়েছে বলে স্থানীয় গণমাধ্যম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরও কমলো ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ে গেছে সিঙ্গাপুরের সমান অঞ্চল রিহ্যাবের সদস্য না হয়েও মেলায় ছুটি রিসোর্ট, এক রুম বিক্রি হচ্ছে বহু ব্যক্তির কাছে নায়ক কোলে তুললে ভয় করে: রাশ্মিকা হুমকির মুখে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প তিব্বতে চীনের জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের ঘোষণা সচিবালয়ে অগ্নিকাণ্ড: পরিকল্পিত নাকি দুর্ঘটনা? ইয়াবা প্রবেশের নতুন ট্রানজিট পয়েন্ট আনোয়ারা মামলা বানিজ্য : বিএনপি-পন্থি আইনজীবীদের চেম্বারে ভিড় ২০২৫ সালের বিদেশ নীতি: ভারতের কৌশলগত অগ্রগতি সেন্টমার্টিন থেকে ফেরার পথে বিকল গ্রীনলাইন জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা গড়ার আহ্বান আলী রীয়াজের ইন্টারপোলের রেড তালিকায় ৬৩ বাংলাদেশির নাম জাহাজে নাবিক হত্যা : শোকে বাবার মৃত্যু, দিশেহারা নববধূ ‘ইন্ডিয়া’ থেকে কংগ্রেসের বহিষ্কার চায় কেজরিওয়ালের দল! ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা ইয়েমেনে ইসরায়েলের হামলার সময় সানা বিমানবন্দরে ছিলেন ডব্লিউএইচওর প্রধান বিয়ের দিনও গোসল করেননি অনিল কাপুর ব্রিগেডিয়ার আযমীর বরখাস্ত আদেশ বাতিল খোলা পোশাক, বিতর্কের জবাবে নায়িকা, ‘আমার যথেষ্ট রুচিবোধ রয়েছে’