কারাজীবন দীর্ঘায়িত হচ্ছে ইমরানের, ফের নতুন মামলায় গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




কারাজীবন দীর্ঘায়িত হচ্ছে ইমরানের, ফের নতুন মামলায় গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ | ৫:৫৪ 63 ভিউ
আগে থেকে অনুমেয় ছিল, তোশাখানার নতুন মামলায় জামিন পেলেও এখনই কারাগার থেকে মুক্তি মিলবে না ইমরান খানের। এরইমধ্যে ইমরানকে বুধবার আনুষ্ঠানিকভাবে রাওয়ালপিন্ডি পুলিশ গত ২৮ সেপ্টেম্বর বিক্ষোভের সাথে জড়িত থাকার জন্য গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি নিউজ। প্রতিবেদন অনুসারে, আদিয়ালা কারাগারে যেখানে ইমরান খান বর্তমানে বন্দি রয়েছেন সেখান তাকে আটক দেখায় রাওয়ালপিন্ডি পুলিশ। নিউ টাউন থানায় ইমরান খানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের পর পুলিশ গ্রেফতার ঘোষণা কার্যকর করে। গত বছর ৯ থেকে ১২ মে পাকিস্তানজুড়ে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন আদালতে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। তবে গত

২৮ সেপ্টেম্বর বিক্ষোভের সময় ইমরান খান কারাগারে বন্দি ছিলেন। ওই সময় সাংবাদিক এবং আইনজীবীদের মাধ্যমে কারাগার থেকে জনগণ এবং সমর্থকদের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর শর্ত প্রয়োগ, ব্যাপক দমন পীড়নের পর এমনকি ১৪৪ জারির পরও পিটিআই সমাবেশ করে রাওয়ালপিন্ডিতে। নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসবাদের মামলা করে তখন পুলিশ। এদিকে পৃথম মামলায় ইমরান খানের রিমান্ড শুনানির জন্য আগামীকাল আদালতে হাজির করা হবে। পরবর্তী তদন্তের জন্য তাকে হেফাজতে রাখা হবে কিনা সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে। তোশাখানা মামলায় ইমরান খানকে জামিন দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরে নতুন মামলায় গ্রেফতারের ঘটনা মূলত ইমরানের কারাজীবন দীর্ঘায়িত

করার কৌশল। এর আগে বুধবার ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ১০ লাখ রুপি করে দুটি মুচলেকা প্রদানের শর্তে তোশাখানা মামলায় ইমরানের জামিন আবেদন মঞ্জুর করেন। এদিকে ইমরানের মুক্তির দাবিতে ২৪ নভেম্বর আবারও রাওয়ালপিন্ডিতে সমাবেশের ঘোষণা দিয়েছে পিটিআই। বিক্ষোভ ঠেকাতে রাওয়ালপিন্ডিতে ২৬ নভেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এতে সব ধরনের জমায়েত, মিছিল, সমাবেশ এবং চারজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ বিজিবির অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার পাঠ্যবই ছাপার আগেই ৭শ টন কাগজ বাতিল অটোমেশন বাতিল চান বেসরকারি মেডিকেল কলেজ মালিকরা যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৬ বাংলাদেশি রাজধানীতে আজ কোথায় কী বাংলাদেশসহ ৫ দেশকে ‘হুমকি’ ভাবছে ভারত আগামী মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিলের আহ্বান টিআইবির চট্টগ্রাম কাস্টমসে ঘুষকাণ্ডে নতুন মোড় বৃহস্পতিবার থেকে ৫ দাবিতে যুগপৎ আন্দোলনে ৭ দল অবশেষে চালু হচ্ছে আল-নাসিরিয়াহ আন্তর্জাতিক বিমানবন্দর ২২ বছর ধরে আয়কর দেয় না হলি ফ্যামিলি কলেজ ও হাসপাতাল অবশেষে কমলো স্বর্ণের দাম ভূমধ্যসাগরে নিখোঁজ ৩৮ বাংলাদেশির সন্ধান মিলেছে দুদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে ট্রাম্প, ‘বিশেষ সম্পর্ক’ জোরদারের আশা দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা পড়েছেন ১৭৮ যাত্রী আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য নতুন নির্দেশনা মাউশির সাবেক ডিসি সুলতানার জামিন স্থগিত চেয়ে আবেদন