কারাজীবন দীর্ঘায়িত হচ্ছে ইমরানের, ফের নতুন মামলায় গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪
     ৫:৫৪ অপরাহ্ণ

কারাজীবন দীর্ঘায়িত হচ্ছে ইমরানের, ফের নতুন মামলায় গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ | ৫:৫৪ 80 ভিউ
আগে থেকে অনুমেয় ছিল, তোশাখানার নতুন মামলায় জামিন পেলেও এখনই কারাগার থেকে মুক্তি মিলবে না ইমরান খানের। এরইমধ্যে ইমরানকে বুধবার আনুষ্ঠানিকভাবে রাওয়ালপিন্ডি পুলিশ গত ২৮ সেপ্টেম্বর বিক্ষোভের সাথে জড়িত থাকার জন্য গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি নিউজ। প্রতিবেদন অনুসারে, আদিয়ালা কারাগারে যেখানে ইমরান খান বর্তমানে বন্দি রয়েছেন সেখান তাকে আটক দেখায় রাওয়ালপিন্ডি পুলিশ। নিউ টাউন থানায় ইমরান খানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের পর পুলিশ গ্রেফতার ঘোষণা কার্যকর করে। গত বছর ৯ থেকে ১২ মে পাকিস্তানজুড়ে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন আদালতে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। তবে গত

২৮ সেপ্টেম্বর বিক্ষোভের সময় ইমরান খান কারাগারে বন্দি ছিলেন। ওই সময় সাংবাদিক এবং আইনজীবীদের মাধ্যমে কারাগার থেকে জনগণ এবং সমর্থকদের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর শর্ত প্রয়োগ, ব্যাপক দমন পীড়নের পর এমনকি ১৪৪ জারির পরও পিটিআই সমাবেশ করে রাওয়ালপিন্ডিতে। নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসবাদের মামলা করে তখন পুলিশ। এদিকে পৃথম মামলায় ইমরান খানের রিমান্ড শুনানির জন্য আগামীকাল আদালতে হাজির করা হবে। পরবর্তী তদন্তের জন্য তাকে হেফাজতে রাখা হবে কিনা সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে। তোশাখানা মামলায় ইমরান খানকে জামিন দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরে নতুন মামলায় গ্রেফতারের ঘটনা মূলত ইমরানের কারাজীবন দীর্ঘায়িত

করার কৌশল। এর আগে বুধবার ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ১০ লাখ রুপি করে দুটি মুচলেকা প্রদানের শর্তে তোশাখানা মামলায় ইমরানের জামিন আবেদন মঞ্জুর করেন। এদিকে ইমরানের মুক্তির দাবিতে ২৪ নভেম্বর আবারও রাওয়ালপিন্ডিতে সমাবেশের ঘোষণা দিয়েছে পিটিআই। বিক্ষোভ ঠেকাতে রাওয়ালপিন্ডিতে ২৬ নভেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এতে সব ধরনের জমায়েত, মিছিল, সমাবেশ এবং চারজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
*জনগণের প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন জুলাই সনদ, প্রতিশ্রুতির স্থলে প্রতারণা* আইসিটি বন্ধ ও রাজবন্দীদের মুক্তির দাবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র নিন্দা প্রধানমন্ত্রীর, ভারতের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস শেখ হাসিনার বিচার: গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘে অভিযোগ ‘অবৈধ সরকারকে’ হটাতে চূড়ান্ত আল্টিমেটাম: ১৩ তারিখ ঢাকা অচল করে দেওয়ার ডাক সজীব ওয়াজেদ জয়ের রাজধানীতে সারাদিনে অন্তত সাত স্থানে ককটেল বিস্ফোরণ, তিনটি বাসে আগুন ঘুমানোর সময় ওয়াই-ফাই বন্ধ রাখলে শরীরে কী হয়, জানলে অবাক হবেন শিক্ষার্থী ভর্তি বন্ধ দুই মেডিকেল কলেজে সরকারি মেডিকেল কলেজের আসন কমাল স্বাস্থ্য মন্ত্রণালয় ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি  মধ্যরাতে জারাকে নিয়ে সারজিসের ফেসবুক পোস্টে চমক মোহাম্মদপুরে চাপাতিসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? অনুমোদন পেল নতুন আরেকটি মেডিকেল কলেজ ‘সালমান শাহকে শেষ করার পেছনে আমরা সিনেমার মানুষেরাই দায়ী’ ইউটিউবে ‘রঙ্গনা’, শাবনূর ফিরলেই নতুনভাবে শুরু গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক অভদ্ররা ভাবে জবাব দেওয়ার ক্ষমতা নেই : প্রভা পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী সাইদ মামুন গুলিতে নিহত