আকিজ বেকারিতে তেলাপোকা, ৪ লাখ টাকা জরিমানা – ইউ এস বাংলা নিউজ




আকিজ বেকারিতে তেলাপোকা, ৪ লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪ | ১১:১০ 4 ভিউ
পাউরুটি, বাটার বানসহ বিভিন্ন ধরনের রুটির মোড়কে অগ্রিম উৎপাদিত তারিখ (২৬-১০-২০২৪) সংবলিত অবস্থায় মজুত এবং তেলাপোকার উপস্থিতি পাওয়ায় আকিজ বেকারি লিমিটেডকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর মগবাজারে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকার নেতৃত্বে ‘আকিজ বেকারী লিমিটেড’-এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি বাটার বান, পাউরুটি, পেস্ট্রি, কেক, মাফিন, ডোনাটসহ বিভিন্ন প্রকার বেকারি খাদ্যপণ্য উৎপাদন করছিল। অভিযানকালে আজ অর্থাৎ ২৪-১০-২০২৪ খ্রি. তারিখে উৎপাদিত পাউরুটি, বাটার বানসহ বিভিন্ন ধরনের রুটির মোড়কে অগ্রিম উৎপাদিত তারিখ (২৬-১০-২০২৪) সংবলিত অবস্থায় মজুত, প্যাকেজিং ও বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির রেফ্রিজারেটরসহ স্টোরে বিভিন্ন খাদ্যোপকরণ যেমন- ফুড কালার ও ফ্লেভার পাওয়া যায়, যেসবের

মোড়কে যথাযথ লেবেল সংযোজন অবস্থায় পাওয়া যায়নি। এ ছাড়াও বিভিন্ন খাদ্য প্রস্তুতকরণ রুমে তেলাপোকার উপস্থিতি পাওয়া যায় এবং প্রতিষ্ঠানটি কোনো ধরনের পেস্ট কন্ট্রোল পদক্ষেপ গ্রহণ করে না বলে প্রতীয়মান হয়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন- ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪,০০,০০০/- (চার লাখ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে ‘আকিজ বেকারি লিমিটেড’ কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুত ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত বিভিন্ন পোস্টার প্রদান করা হয়। অভিযানকালে মো. আসলাম ভূইয়া ও

মোয়াজ্জেম হোসেন, নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আকিজ বেকারিতে তেলাপোকা, ৪ লাখ টাকা জরিমানা পাসপোর্ট সিন্ডিকেটে অসহায় মালয়েশিয়ার প্রবাসীরা তিতাসের গলার কাঁটা ৪০ হাজার গ্রাহক বিদ্যমান আইনেই নির্বাচন কমিশনের হাত-পা বাঁধা ঋণগ্রস্ত হাবিব এমপি হয়েই হাজার কোটির মালিক যুদ্ধের প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে ইরান প্রবল বেগে ওড়িশা অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘দানা’ মোংলার আরও কাছে ঘূর্ণিঝড় ‘দানা’ মিডিয়া ঘেরাও হলে ব্যবস্থা নেবে সরকার শেখ হাসিনার অবস্থান জানিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন ‘চোখ’ না থাকায় ঘূর্ণিঝড় দানায় শঙ্কা ছিল বেশি গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ : আসিফ নজরুল মোংলার আরও কাছে ঘূর্ণিঝড় ‘দানা’ অতিরিক্ত আইজিপির দায়িত্বে আরও ৫ ডিআইজি সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না নিউইয়র্ক মহানগর আ: লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকদের দায়িত্ব পেলেন মোতাসিম বিল্লাহ আওয়ামী লীগ নেত্রীসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা গণহত্যাকারীদের বিচার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার ছাত্রলীগ তার অপকর্মের জন্য নিষিদ্ধ হয়েছে: সোহেল তাজ ‘তোকে যদি জেলের ভাত খাওয়াতে না পারি, তবে আমার নাম মুসতাক না’