ভ্রমণে না গিয়েও লাখ লাখ টাকার বিল করতেন ফাতেমা – ইউ এস বাংলা নিউজ




ভ্রমণে না গিয়েও লাখ লাখ টাকার বিল করতেন ফাতেমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪ | ৮:২৭ 44 ভিউ
ভ্রমণে না গিয়েও লাখ লাখ টাকার বিল করতেন ফাতেমা খাদ্য পরিদর্শক কানিজ ফাতেমা। খাদ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা জড়িয়ে পড়েছেন নানা অনিয়ম-দুর্নীতিতে। তাদের কেউ সরকারি গুদামের চাল ও গম বিক্রি করে পালিয়েছেন। কেউ পরিচিতজনকে চাকরি দেওয়ার প্রলোভনে আত্মসাৎ করেছেন লাখ লাখ টাকা। কেউ বা আবার কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন সরকারি গাড়ি, এ গাড়ি চাপা দিয়ে ঘটিয়েছেন হত্যাকাণ্ড। এসব অপরাধের বিষয়ে বিগত সরকারের সময় তদন্ত হয়েছে। তবে আইন অনুসারে পর্যাপ্ত শাস্তি হয়নি বলে অভিযোগ রয়েছে। গুদামের চাল ও গম বিক্রি করে পালিয়ে যাওয়া কর্মচারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা হলেও তাকে গ্রেফতার করা যায়নি বলে জানা গেছে। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৫ লাখ ৫০

হাজার টাকা আত্মসাৎকারী কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রমাণ হয়নি বলে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে খাদ্য অধিদপ্তর। এছাড়া সরকারি গাড়ি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যবহার করে হতাকাণ্ডের ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে উল্লেখ করেছে তদন্ত কমিটি। খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাদ্য উপ-পরিদর্শক কানিজ ফাতেমা রংপুর সদর উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ হিসাবে বছর খানেক আগে পোস্টিং পেয়েছেন। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মো. মিজানুর রহমানের আত্মীয় কানিজ ফাতিমাকে তার সুপারিশেই রংপুরে পোস্টিং দেওয়া হয়েছে। ৫ আগস্টের পর থেকে কানিজ ফাতেমা পলাতক। তিনি প্রায় সাড়ে ৪ কোটি টাকার খাদ্যশস্য বিক্রি করে পালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হলেও তিনি

গ্রেফতার হননি বলে জানা গেছে। খাদ্য অধিদপ্তরের পরিচালক (সংগ্রহ) মো. মনিরুজ্জামান বলেন, কানিজ ফাতিমার মতো কয়েকজন মাঠপর্যায়ের কর্মচারীর জন্য খাদ্য বিভাগের দুর্নাম হচ্ছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। কানিজ ফাতেমা পিও মিজানের আত্মীয় বলে আমরা জেনেছি। খাদ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মচারী জানান, পিও মিজান কানিজ ফাতিমাকে বাঁচাতে এখনো তৎপর। তিনি সাবেক মন্ত্রীর সময় অফিসে হাজির থেকে কয়েক লাখ টাকার ভ্রমণ বিল নিয়েছেন। পিও মিজানুর রহমান বলেন, কানিজ ফাতেমা আমার আত্মীয় নন। আমি সাবেক সরকারের সময় ভুয়া বিল গ্রহণ করিনি। এগুলো মানুষ শত্রুতা করে বলে। খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্টরা জানান, খুলনার মহেশ্বরপাশা সিএসডির উপ-খাদ্য পরিদর্শক মো. শাহদৎ হোসেনের বিরুদ্ধে পরিচিত একজনকে চাকরি দেওয়ার নামে ১৫ লাখ ৫০

হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। চাকরি প্রত্যাশী মজনু আলম মনিরের কাছ থেকে নগদ টাকা গ্রহণ করেন, চাকরি দিতে ব্যর্থ হলে সব টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিশ্বস্ততা অর্জনে শাহদৎ নিজ নামের প্রাইম ব্যাংকের ৫টি চেক ২০২২ সালের ফেব্রুয়ারিতে মজনু আলম মনিরের আত্মীয় নাজমুল হাসানের নামে দিয়ে রাখেন। টাকা লেনদেনের বিষয়ে একটি স্ট্যাম্পও লিখিত ডকুমেন্ট হিসাবে রাখেন নাজমুল। একপর্যায়ে চাকরি দিতে ব্যর্থ হলে শাহদতের কাছে টাকা দাবি করলে তিনি আজ না কাল বলে ঘোরাতে থাকেন। যেহেতু লেনদেন হয়েছে নাজমুল হাসানের সঙ্গে তাই তিনি খাদ্য অধিদপ্তরের ডিজির কাছে প্রতিকার চেয়ে আবেদন করেন। টাকা নেওয়ার সময় প্রত্যক্ষ সাক্ষী থাকা তথ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী নূরে

আলম বলেন, টাকা সাড়ে ১৫ লাখ নিয়েছে সত্য। কিন্তু টাকা ফেরত দিচ্ছে না। নাজমুলের অভিযোগ তদন্তে সাতক্ষীরার জেলা খাদ্য নিয়ন্ত্রককে (ডিসি-ফুড) তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। সাতক্ষীরার ডিসি ফুড রিয়াদ কামাল বলেন, অনেক দিন আগের কথা, সব মনে নেই। যতদূর মনে পড়ে খাদ্য বিভাগে চাকরিতে আসার আগে শাহদৎ প্রাইম ব্যাংকে চাকরি করতেন। ব্যাংকে চাকরি দেওয়ার কথা বলে একজনের কাছ থেকে সাড়ে ১৫ লাখ টাকা নিয়ে তার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্টের পাঁচটি চেক দিয়েছেন। বিষয়টি যেহেতু শাহদতের ব্যক্তিগত লেনদেন সে কারণে আমরা এতে নিয়মের বাইরে গিয়ে দেখিনি। তারপরও আমরা প্রাইম ব্যাংকের চেকগুলো যাচাইয়ের জন্য পাঠিয়েছিলাম। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কিছুই জানায়নি। খাদ্য বিভাগের

একাধিক কর্মকর্তা জানান, টাকা নেওয়ার ঘটনা সত্য এবং শাহদৎ আগে ওই ব্যাংকে চাকরি করায় প্রভাব খাটিয়ে চেকের সত্যতা যাছাই সংক্রান্ত আবেদনের জবাব পাঠাতে বারণ করেছেন। অভিযোগকারী নাজমুল হাসান বলেন, চেক শাহদতের নামে থাকা প্রাইম ব্যাংকের অ্যাকাউন্টের এমআইসিআর চেক। পাঁচটি চেক দিয়েছেন ভিন্ন ভিন্ন তারিখে। কিন্তু স্ট্যাম্প একটি। তদন্ত কর্মকর্তা নামকাওয়াস্তে একপেশে একটি প্রতিবেদন দিয়েছেন। আমি বিষয়টি পুনঃতদন্ত ও ভুক্তভোগীর টাকা ফেরত চাই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বের সবচেয়ে শক্তিশালী ‘গুপ্তচর ক্যামেরা’ বানিয়ে সাড়া ফেলল চীন ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা ‘দেশে বিরাজনীতিকরণের চক্রান্তে লিপ্তরা কুয়েটকে অস্থিতিশীল করতে চাচ্ছে’ গাজায় যাচ্ছে ১৫টি ভ্রাম্যমাণ বাড়ি বহনকারী ট্রাক জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৮ এপ্রিল মিসরে আবারও আবিষ্কৃত হল ফারাওয়ের সমাধি ট্রাম্পের হুমকিকে ভয় পাই না: শেইনবাউম যোগী আদিত্যনাথকে একহাত নিলেন গায়ক বিশাল সালমানের বিরুদ্ধে জ্যাকুলিনকে নকল করার অভিযোগ চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্রেফ অংশ নিতে আসেনি আফগানিস্তান এবার চাঁদে পাওয়া যাবে ৪জি নেটওয়ার্ক এস কে সুর পরিবারের ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ, ফ্ল্যাট-জমি জব্দ তুরস্ক ইউক্রেনের ন্যাটো সদস্যপদ সমর্থন করে: জেলেনস্কি কিমের পরমাণু কার্যক্রমের হ্রাস টানতে তৎপর আইএইএ সাবেক গভর্নর আতিউর ও অর্থনীতিবিদ বারাকাতের বিরুদ্ধে মামলা নাফিজ সরাফতের ২ সহযোগী ও স্ত্রীসহ সরওয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা ‘আলেপের বিরুদ্ধে গুম করা ব্যক্তির স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণের প্রমাণ মিলেছে’ এখন থেকেই নির্বাচনের কাজ শুরু করার নির্দেশনা ডিসিদের চার জিম্মির লাশ হস্তান্তর করল হামাস এবার ইসরাইলি হামলায় নিহত জিম্মিদের লাশ ফেরতের মঞ্চ করেছে হামাস