সন্ত্রাসমুক্ত তেঁতুলঝোড়া গঠনের স্বপ্নে বিভোর মানবিক নেতা মুরাদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪
     ৯:১২ পূর্বাহ্ণ

সন্ত্রাসমুক্ত তেঁতুলঝোড়া গঠনের স্বপ্নে বিভোর মানবিক নেতা মুরাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪ | ৯:১২ 116 ভিউ
মো. মুরাদ হোসেন। ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন একটি রাজনৈতিক সম্ভ্রান্ত পরিবারে। সম্পন্ন করেছেন আইন বিভাগে গ্র্যাজুয়েশন। স্থানীয়ভাবে পরিচিত গরিবের পরম বন্ধু হিসেবে। স্থানীয় অসহায় মানুষের বিপদে এগিয়ে আসাতেই তার যত আনন্দ। বিশেষ করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কাছে মুরাদ হোসেন ভগবানতুল্য। যেখানেই অন্যায়, সেখানেই ন্যায় প্রতিষ্ঠায় নিজের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েন। প্রয়োজনে ব্যয় করেন নিজের পকেটের অর্থ। এ ছাড়াও, অসহায় পঙ্গু ব্যক্তিদের সহায়তা, ব্যক্তিগত তহবিল থেকে বিধবাদের ভাতা দেওয়া, স্থানীয় হতদরিদ্র কোনো কন্যার বিয়ে না হলে নিজ অর্থ ব্যয় করে বিয়ে সম্পন্ন করাসহ বিভিন্ন সামাজিক কাজে স্বেচ্ছায় অংশগ্রহণ করা যেন তার নেশাতে পরিণত হয়েছে। মুরাদ হোসেনের বাবা মরহুম মোস্তফা কামাল ছিলেন তেঁতুলঝোড়া

ইউনিয়ন পরিষদের একাধিকবারের মেম্বার এবং দায়িত্ব পালন করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও। জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন ৩০ বছর ধরে। শুধু বিএনপির রাজনীতি করার কারণে তাকেও জেলে যেতে হয়েছিল একাধিকবার, হতে হয়েছে নির্যাতিত। তবুও অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়া ছিল তার নেশা। শুধু রাজনীতি করার ‘অপরাধে’ দীর্ঘ ১১ বছর ছিলেন নিজের পিতৃ ভিটা ছাড়া। গত ৫ আগস্ট দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে মানুষ যখন ফিরে পায় কথা বলার অধিকার এবং স্বাধীনভাবে চলার অধিকার ঠিক তখনই তিনি ৬ আগস্ট বাড়ি ফিরেছিলেন ১১ বছর পর। ৭ আগস্ট যোগ দেন আনন্দ মিছিলে। তার নেতৃত্বে আনন্দ মিছিলে শরিক হয়েছেন হাজারো জনতা। ফুলের মালা গলায় দিয়ে সম্মান

জানানো হয়েছিল মোস্তফা কামালকে। এর অল্প কিছুক্ষণের মধ্যেই বিজয়ের আনন্দে আনন্দিত হয়ে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার খুশিতে আনন্দে আত্মহারা হয়ে হাসতে হাসতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তখন আনন্দ মিছিলটি পরিণত হয়েছিল শোকাবহ একটি মিছিলে। রাজনীতির পাশাপাশি অভিজ্ঞ দলিল লেখক হিসেবেও ছিল সাভার অঞ্চলজুড়ে সুখ্যাতি। মোস্তফা কামালের চতুর্থ সন্তান মো. মুরাদ হোসেনও বাবার আদর্শে বেড়ে উঠেছেন। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রেখেছেন বলিষ্ঠ ভূমিকা। ডাকসুর সাবেক ভিপি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান ও ব্যারিস্টার ইবনে আমান অমির সরাসরি নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে অর্থ সহায়তাসহ বিভিন্ন সহায়তা নিয়ে আন্দোলনকারী ছাত্র-জনতার পাশে ছিলেন। শুধু ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্নভাবে সহযোগিতার কারণে স্বৈরাচারী

শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনী কর্তৃক নির্যাতিত হয়েছেন একাধিকবার। হেমায়েতপুর এলাকার ত্রাস সাবেক সভার উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব এবং সাবেক তেঁতুলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আলম সমর বাহিনীর অস্ত্রের ঝনঝনানিকে উপেক্ষা করে অস্ত্রের সামনে নিজের বুক পেতে দিয়ে হেমায়েতপুরে আওয়ামী সন্ত্রাসীদের প্রতিরোধে ভূমিকা রেখেছেন মুরাদ হোসেন। সকাল থেকে সন্ধ্যা অবধি বিভিন্ন স্লোগানে মুখর করে রেখেছিলেন গোটা হেমায়েতপুর। নিজের পকেট থেকে খরচ করেছেন কারিকারি অর্থ। বাবার মৃত্যুর পর তেঁতুলঝোরা ইউনিয়নবাসীর কাছে মুরাদ হোসেনের ব্যাপক জনপ্রিয়তা থাকার কারণে স্থানীয় জনতার চাওয়ার পরিপ্রেক্ষিতে মুরাদ হোসেনকে তেঁতুলঝোড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব দেয় ডাকসুর সাবেক ভিপি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান

ও ব্যারিস্টার ইবনে আমান অমি। তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীর প্রত্যাশা ভবিষ্যতে মুরাদ হোসেনকে যেন আরও বড় দায়িত্ব দেওয়া হয়। এদিকে মুরাদ হোসেনের চাওয়া ভবিষ্যতে নিজের মানবসেবার কাজগুলো আরও এগিয়ে নেওয়ার। তিনি বলেন, আমার বাবা সারা জীবন মানুষের জন্য কাজ করে গেছেন। তার ডাক মানুষ শুনত, তিনিও মানুষের তরে নিজেকে বিলিয়ে দিয়েছেন। একইভাবে আমরাও তার সন্তান হিসেবে সেই শিক্ষা পেয়েছি। বাবার মতো জাতীয়তাবাদী রাজনীতিকে আপন করেছি। দলের জন্য কাজ করেছি বিগত স্বৈরাচারী সরকারের শাসনামলেও। আগামীতেও বাবার শিক্ষাকে ধারণ করে ও জননেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান ভাইয়ের দিকনির্দেশনায় মানুষের তরে নিজেকে বিলিয়ে দিতে চাই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গান গেয়েই আমি মানুষের ভালোবাসা পেয়েছি, তাই গানকেই লালন করতে চাই: সালমা ভরিতে ৫ হাজার টাকা বেড়ে ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ ভারতীয় করের বোঝাও বাংলাদেশের ওপর! মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ব্রিটিশ সাংবাদিক ও বিবিসির ভয়েস অব ইন্ডিয়া খ্যাত স্যার মার্ক টালির মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক নৌকা থাকলে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করত : মির্জা ফখরুল ভারত ও রাশিয়ার ওপর নির্ভরতা কমানোর সিদ্ধান্ত, নতুন ৩টি স্পেশাল ফোর্সেস ইউনিট গঠন টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানের খেলার সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার কারা ফটকের পাঁচ মিনিট…… হত্যা করে ঝুলিয়ে রাখা হচ্ছে নৌকা নেই, ভোট নেই’: ১২ ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের ডাক আরাফাতের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জামায়াত নেতার অশ্লীল মন্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ শিবির নেতার ডাকসু বিজয়ের পেছনে নারী শিক্ষার্থীদের সমর্থনের ‘প্রতিদান’ এখন প্রশ্নবিদ্ধ ড: ইউনুস রাষ্ট্রকে ভিক্ষার পণ্যে পরিণত করা এক আন্তর্জাতিক দালাল দাঙ্গা করে ক্ষমতায় বসা মানুষ ইউনুসের কাছে শিশুর জীবনের মূল্য কত? Dehumanization Of Dissenters: Yunus playbook to murder family members of student wing of Awami League ছাত্রলীগ নেতা সাদ্দামকে স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে না দেওয়া ‘চরম অমানবিক’: আ.লীগের নিন্দা খানকির পোলা তুই জানস না, না? মাগীর পোলা তোর পোলা-মাইয়া আছে না বিকেএমইএ-এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেছেন, গত এক বছরে ২০০ থেকে ২৫০ গার্মেন্টস বন্ধ হয়েছে ‘দল হ্যারাই ভালো চালায়’—গ্যাস সংকটের ক্ষোভের মাঝেও আওয়ামী লীগসহ নির্বাচন চাইলেন চালক বন্ধ ৩২৭ কারখানা, কর্মহীন দেড় লক্ষাধিক শ্রমিক নৌকা থাকলে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করত : মির্জা ফখরুল