আবু সাঈদ হত্যায়: দুই মামলার তদন্ত একসঙ্গে চলবে – ইউ এস বাংলা নিউজ




আবু সাঈদ হত্যায়: দুই মামলার তদন্ত একসঙ্গে চলবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৩:১১ 64 ভিউ
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুটি হত্যা মামলা হয়েছে। একটি মামলার বাদী আবু সাঈদের বড় ভাই, আরেকটিতে পুলিশ। এ দুই মামলা একসঙ্গে চলতে বাধা নেই বলে গত রোববার আদেশ দিয়েছেন আদালত। মামলা দুটি তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুর। আবু সাঈদ কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি ফটকের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়। সেখানে পুলিশের গুলিতে তিনি নিহত হন। পরদিন বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতিভূষণ বাদী হয়ে তাজহাট থানায় মামলা করেন। তাতে গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ নিহতের

বিষয়টি এজাহারে স্পষ্ট ছিল না। মামলায় আসামি করা হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের। ১৮ আগস্ট পরিবারের পক্ষ থেকে আরেকটি হত্যা মামলা করেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী। ওই মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করা হয়। আদালত সূত্রে জানা গেছে, রংপুর পিবিআইর সুপার ২৭ আগস্ট দুই মামলার করণীয় সম্পর্কে নির্দেশনা চেয়ে সিএমএম আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে মামলা দুটির তদন্ত করবেন একই তদন্ত কর্মকর্তা– আদেশ দেন রংপুরের কোতোয়ালি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক। মামলার তদন্ত কর্মকর্তা রংপুর পিবিআইর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, দুই মামলার তদন্ত কীভাবে চলবে– এ বিষয়ে আদালতে আবেদন করা হয়েছিল। আদালত বলেছেন, একসঙ্গে

তদন্তে কোনো বাধা নেই। আবু সাঈদ হত্যা মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আইনজীবী শামিম আল মামুন, রোকনুজ্জামান রোকন, রায়হান কবিরসহ বাদীপক্ষে নিয়োজিত প্যানেলের আইনজীবীরা আসামিদের দ্রুত গ্রেপ্তারসহ তদন্ত শেষ করে বিচার দাবি করেছেন। দুই মামলার তদন্ত একসঙ্গে সাংঘর্ষিক হবে কিনা– এমন প্রশ্নের জবাবে আইনজীবী রোকনুজ্জামান রোকন বলেন, যেহেতু দুটি মামলাই জিআর (জেনারেল রেজিস্ট্রার), সেহেতু তদন্ত সাংঘর্ষিক হবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইসরায়েলি হামলায় গাজায় শেষ ১০ দিনে ৩২২ শিশু নিহত : জাতিসংঘ বাজারে হামলার শঙ্কা, ১৪৪ ধারা জারি পাকিস্তানে থাকা আফগান শরণার্থীদের ফেরত পাঠানো শুরু মার্কিন হামলা হলে পারমাণবিক অস্ত্র তৈরিতে ‘বাধ্য হবে’ ইরান : খামেনির উপদেষ্টা ইরানে হামলার হুমকি, ট্রাম্পকে সতর্ক করল রাশিয়া টেশিসকে হাইটেক পার্ক করে ‘চীনের পরিকল্পনা’ আনার চিন্তাভাবনা মিয়ানমারে ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৭১৯ তীব্র কালবৈশাখী ঝড়ের শঙ্কা ঈদ আনন্দ মিছিল, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের বিবৃতি চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা নিপুনকে অব্যাহতি ঘুরে দাঁড়াচ্ছে ‘সিকান্দার’, দুই দিনে ১০০ কোটি পার ‘দাগি’ ঈদের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে : নিশো পানিতে ভেসে গেল উপকূলের ঈদ আনন্দ, ১৫ হাজার মানুষ বন্দি ঈদের দ্বিতীয় দিনও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩৪ ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে গাজায় রেড ক্রিসেন্টের ৮ সদস্যসহ ১৫ সহায়তাকর্মীকে হত্যা ইসরায়েলের অর্থমন্ত্রীর পদত্যাগ ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের বালোচিস্তান বিশ্ববাজারে সোনার দামে রেকর্ড