ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অবিনশ্বর বিজয় দিবস ২০২৫
নয় মাস মুক্তিযুদ্ধের পর যেদিন বিজয়ের সূর্য হেসেছিল বাংলার আকাশে
দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা
প্রহসন নির্বাচনের তফসিল ঘোষণা, জনগণের রায় ছাড়াই ক্ষমতার বন্দোবস্ত মানবে না দেশ
নিয়াজীর আত্মসমর্পণের চুক্তিনামা নিয়ে আসেন
ক্যু করে পদচ্যুত করতে ব্যর্থ হয়ে ইউনুসের কাছে রাষ্ট্রপতি এখন অচ্ছুৎ!
সংস্কৃতি মন্ত্রণালয়ের লুটপাট: জুলাইয়ের খুনিদের আসল চেহারা
২০১৭ সালে মৃত ব্যক্তিও মামলার আসামি! ফেসবুকে ছেলের স্ট্যাটাস
২০১৭ সালে মৃত ব্যক্তিও মামলার আসামি! ফেসবুকে ছেলের স্ট্যাটাস
এক নজরে,
১,সাত বছর আগে মারা যাওয়া বাবাকে মামলার আসামি করায় ছেলের ক্ষোভ।
২,মৃত আবুল হোসেন আকন ছিলেন স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা।
৩,বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস।
মাদারীপুরের রাজৈরে সাত বছর আগে মৃত্যুবরণ করা এক ব্যক্তিকে সাম্প্রতিক একটি মামলায় আসামি করার অভিযোগ উঠেছে। মৃত বাবার বিরুদ্ধে এমন মামলা দায়েরের ঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন তার ছেলে এএইচ মিঠু আকন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন এবং বর্তমান বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এএইচ মিঠু আকন তার ফেসবুকে অভিযোগ করে লেখেন, "অবৈধ ইউনুস বাহিনীর ভূয়া ও মিথ্যা মামলা
থেকে বাদ যাননি আমার আব্বা, মরহুম আবুল হোসেন আকন। যিনি ২০১৭ সালে ইন্তেকাল করেছেন।" খোঁজ নিয়ে জানা যায়, মরহুম আবুল হোসেন আকন (সাগ্রু) মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ছিলেন। রাজনৈতিকভাবে তিনি রাজৈর উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি মাদারীপুর জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। গত ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি তার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। ফেসবুকে ছেলের আবেগঘন বার্তা মিঠু আকন তার স্ট্যাটাসে উল্লেখ করেন, তার বাবা রাজনীতির উর্ধ্বে উঠে রাজৈরের মানুষের কাছে একজন সৎ ও ন্যায়বিচারক হিসেবে আস্থার প্রতীক ছিলেন। যার প্রমাণ তার জানাজায় মানুষের ঢল।
তিনি আক্ষেপ করে বলেন, "বর্তমান বাংলাদেশের বিচারব্যবস্থার প্রকৃত দৃশ্য ফুটে ওঠে এই মামলায়।" তিনি তার বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন এবং মৃত ব্যক্তিকে আসামি করার বিষয়টি সাধারণ মানুষের বিবেচনার ওপর ছেড়ে দিয়েছেন। দীর্ঘদিন আগে মারা যাওয়া একজন জনপ্রতিনিধির নাম মামলার এজাহারে আসায় স্থানীয়দের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত ও সত্যতা যাচাই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
থেকে বাদ যাননি আমার আব্বা, মরহুম আবুল হোসেন আকন। যিনি ২০১৭ সালে ইন্তেকাল করেছেন।" খোঁজ নিয়ে জানা যায়, মরহুম আবুল হোসেন আকন (সাগ্রু) মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ছিলেন। রাজনৈতিকভাবে তিনি রাজৈর উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি মাদারীপুর জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। গত ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি তার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। ফেসবুকে ছেলের আবেগঘন বার্তা মিঠু আকন তার স্ট্যাটাসে উল্লেখ করেন, তার বাবা রাজনীতির উর্ধ্বে উঠে রাজৈরের মানুষের কাছে একজন সৎ ও ন্যায়বিচারক হিসেবে আস্থার প্রতীক ছিলেন। যার প্রমাণ তার জানাজায় মানুষের ঢল।
তিনি আক্ষেপ করে বলেন, "বর্তমান বাংলাদেশের বিচারব্যবস্থার প্রকৃত দৃশ্য ফুটে ওঠে এই মামলায়।" তিনি তার বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন এবং মৃত ব্যক্তিকে আসামি করার বিষয়টি সাধারণ মানুষের বিবেচনার ওপর ছেড়ে দিয়েছেন। দীর্ঘদিন আগে মারা যাওয়া একজন জনপ্রতিনিধির নাম মামলার এজাহারে আসায় স্থানীয়দের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত ও সত্যতা যাচাই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।



