সংরক্ষিত আসনের নামে নারী নেতৃত্বের পথ রুদ্ধ – ইউ এস বাংলা নিউজ




সংরক্ষিত আসনের নামে নারী নেতৃত্বের পথ রুদ্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:২১ 38 ভিউ
জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের ভূমিকা প্রশংসা করে জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেছেন, দেশের রাজনীতিতে নারীরা সব সময় অবহেলিত। তাদের উঠিয়ে আনার উদ্যোগ কখনো নেওয়া হয়নি। বরং বারবার বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে নারীদের বঞ্চিত করা হয়েছে। জাতীয় সংসদে সংরক্ষিত আসনের নামে নারী নেতৃত্ব উঠে আসার পথ রাজনৈতিকভাবে বন্ধ করা হয়েছে। অথচ নারীরা সুযোগ পেলেই দেশ ও দেশের মানুষের জন্য রাস্তায় নামেন এবং আন্দোলন করেন। শনিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীর হিস্যা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা, জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র মুশফিক উস সালেহীন প্রমুখ। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণ-অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ না থাকলে অভ্যুত্থানে সফলতা আসত কিনা তা নিয়ে সন্দেহ আছে। আন্দোলনে নারীদের ছবি আমাদের মনে করিয়ে দেয় নারীরা ঘরে বসে থাকার জন্য নয়। আমরা চাই আগামীর বাংলাদেশে নারী নেতৃত্ব বৃদ্ধি পাক। সেজন্য সব জায়গায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আখতার হোসেন বলেন, জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা ভুলে যাওয়া সম্ভব নয়। তারা সামনে থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। নারীদের চলা পথে যত সমস্যা রয়েছে—সেগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে। তিনি বলেন, নারীদের নিরাপত্তাহীনতা এক দিনের নয়। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে

হবে এবং তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। সামান্তা শারমিন বলেন, জাতীয় সংসদে সংরক্ষিত আসনের নামে নারী নেতৃত্ব উঠে আসার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। রাজনৈতিকভাবে কখনোই নারীদের তুলে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়নি। তাদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে নারী নেতৃত্বে গুরুত্ব দিতে হবে। এজন্য রাজনৈতিক দলগুলোকে ভূমিকা রাখতে হবে। উমামা ফাতেমা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে নারীরা ভূমিকা রেখেছেন। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে নারীরা অনেকটাই হারিয়ে গেছেন। অথচ সুযোগ পেলেই নারীরা ঝুঁকি নিয়ে রাজপথে নামেন এবং নেতৃত্ব দেন। তারা কিন্তু রাজনৈতিক হিসাব করেন না। তারা দেশ ও দেশের মানুষের জন্য সংগ্রাম করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করে বহিষ্কারের মুখে শিক্ষার্থী বাংলাদেশের সব মানুষ ফিলিস্তিনিদের পাশে আছে: শায়খ আহমাদুল্লাহ মোনাজাতে ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে কাঁদলেন লাখো মানুষ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্রে যা বলা হলো পহেলা বৈশাখে কালবৈশাখী ও শিলাবৃষ্টির শঙ্কা ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করলেন মাহমুদুর রহমান এবার এআইয়ের ফাঁদে ওবায়দুল কাদের চারদিক থেকে রাফা ঘেরাও করে ফেলেছে ইসরাইল ইসরাইলের সঙ্গে সব চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম নেতাদের প্রতি আহ্বান চাকরির খোঁজে ইউরোপে ঝুঁকছেন মার্কিন বিজ্ঞানীরা ১৭ পদে বিমানবাহিনীতে চাকরি, আবেদন শেষ কাল আদানির এক ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বাড়তে পারে লোডশেডিং চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলে কেকেআরের বড় লাফ রাজধানীতে ‘মার্চ ফর গাজা’ আজ সেই সাত গোপন চুক্তি কর্মসংস্থানে বিএনপির টার্গেট ‘জেন-জি’ বিনিয়োগে ‘লাল ফিতা’র দৌরাত্ম্য কমবে সুশাসন নিশ্চিত হলেই তৈরি হবে বিনিয়োগের হাব অপরাধীদের ‘সেকেন্ড হোম’ বস্তির ৩০০ ঘর দূর-দূরান্তের মানুষ আসে মানত নিয়ে