
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

নিউইয়র্কে হামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি আছে : নাহিদ ইসলাম

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত মানুষ, বেড়েছে পারিবারিক অশান্তি

ঠিকাদারদের অর্থে টয়লেট প্রশিক্ষণে সরকারি কর্মকর্তাদের চীন ভ্রমণ, চলছে ভ্রমণ বিভিন্ন দেশে

নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘেঁষে আরসা-আরাকান আর্মির তীব্র সংঘর্ষ, গোলাগুলি

রাত ১০টার পরও চলবে মেট্রোরেল

ময়লার ভাগাড় থেকে ৫ বস্তা এনআইডি কার্ড উদ্ধার

বছরের শেষ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশ সময় কখন শুরু
রমজানজুড়ে সরব ছিলেন ক্রেতারা

রমজানজুড়ে জমজমাট ছিল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্ক। প্রথম রমজান থেকে শপিংমলে সরব ছিলেন ক্রেতারা। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শপিংমল থেকে বাহারি পোশাকসহ নানাপণ্য কিনেছেন তারা। মাসজুড়ে ক্রেতাদের উপচেপড়া ভিড় ও বেচাবিক্রি বেশি হওয়ায় খুশি শপিংমলের বিক্রেতারাও। আগত ক্রেতারা যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করে ফ্রিজ, স্মার্ট এলইডি টিভি, গুগল টিভি, ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াই ফাই কানেকশন সংবলিত ডিজিটাল ডিসপ্লে, ইলেকট্রিক কেতলিসহ প্রায় ১৩০০ পুরস্কার জিতে নিয়েছেন। ঈদের কেনাকাটায় ক্রেতার কোটি টাকার এসব পুরস্কার জেতার সুযোগ তৈরি করে দিয়েছে দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ।
শনিবার যমুনা ফিউচার পার্ক ঘুরে দেখা যায়, শেষ সময়েও কেনাকাটায়
ব্যস্ত ছিলেন ক্রেতারা। ঈদে বাড়ি ফেরার আগে পছন্দের পোশাক সংগ্রহ করতে দেখা গেছে তাদের। নারী ও শিশুদের পছন্দের পোশাক সংগ্রহ করেছেন তারা। বিশেষ করে গাউন, সারারা, পাকিস্তানি থ্রিপিস, হিল্লি বুটিং, অরগাঞ্জা, কটন নেট, দিল্লি বুটিকস, ইন্দো-ওয়েস্টার্ন ও আগানুরে বেশি নজর ছিল ক্রেতাদের। শিশুদের লেহেঙ্গা, ফ্রক, পার্টি ফ্রক, শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, কাবলি, টুপি, কেজুয়াল ফ্রক, ওয়েস্টার্ন ও প্যান্টে ছিল বেশি আকর্ষণ। পছন্দের পোশাকের সঙ্গে মিল রেখে জুতা, গহনা, কানের দুল, চুড়ি, মালা ও ব্যাগ সংগ্রহ করেছেন তারা। এছাড়া কসমেটিক্স, ইলেকট্রনিক্স, মোবাইল, পারফিউমসহ নানা প্রসাধনী পণ্য সংগ্রহ করেছেন যমুনায় আসা ক্রেতাসাধারণ। অল্প সময়ে ও একই ছাদের নিচে পছন্দের সবকিছু পেয়ে খুশি তারা। শনিবার
ফিউচার পার্কে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ মেট্রো ও হুরের শোরুমে ছিল ক্রেতার ভিড়। মেট্রো ফ্যাশনে এবারের ঈদ ঘিরে নতুনভাবে ১৫-২০ ডিজাইনের পোশাক আনা হয়েছে। এরমধ্যে-সারারা-গারার, বেনারসি থ্রিপিস, লং গাউন, কটি থ্রিপিস, ইন্দো-ওয়েস্টার্ন টুপিস, কাপ্তান টুপিস, আফগান টুপিস, কটি স্কার্টসহ বিভিন্ন ডিজাইনের পোশাক প্রদর্শন করা হয়েছে। ক্রেতারা এর সবই পছন্দ করছে। রমজানের শুরু থেকেই যমুনা ফিউচার পার্কে ঈদ কেনাকাটায় কোটি টাকার আকর্ষণীয় পুরস্কার দিয়েছে যমুনা গ্রুপ। এই শপিংমলে কেনাকাটা করে ফ্রিজ, স্মার্ট এলইডি টিভি, গুগল টিভি, ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াই ফাই কানেকশন সংবলিত ডিজিটাল ডিসপ্লে, ইলেকট্রিক কেতলিসহ প্রায় ১৩০০ পুরস্কার জিতে নিয়েছেন ক্রেতারা। শপিংমলের যে কোনো শোরুম থেকে
সর্বনিম্ন ২০০০ টাকার কেনাকাটা করে কোটি টাকার এসব পুরস্কার জিতে নিয়েছেন তারা। এই ক্যাম্পেইন চলবে চাঁদরাত পর্যন্ত। আগত ক্রেতারা কেনাকাটার পর যেন সহজে উপহার পেতে পারেন- সেজন্য শপিংমলের সেন্টার কোর্টে গিফটের পৃথক বুথ করা হয়েছে। সেখানে থাকা কিউআর কোড ও www.jamunaeid.com ওয়েবসাইটে প্রবেশ করে পণ্য ক্রয়ের তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতা উপহার জিতলে বুথ থেকে তা সংগ্রহ করতে পারছেন। যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করে এখন পর্যন্ত প্রায় ১৩০০ আকর্ষণীয় পুরস্কার জিতে নিয়েছেন ক্রেতারা।
ব্যস্ত ছিলেন ক্রেতারা। ঈদে বাড়ি ফেরার আগে পছন্দের পোশাক সংগ্রহ করতে দেখা গেছে তাদের। নারী ও শিশুদের পছন্দের পোশাক সংগ্রহ করেছেন তারা। বিশেষ করে গাউন, সারারা, পাকিস্তানি থ্রিপিস, হিল্লি বুটিং, অরগাঞ্জা, কটন নেট, দিল্লি বুটিকস, ইন্দো-ওয়েস্টার্ন ও আগানুরে বেশি নজর ছিল ক্রেতাদের। শিশুদের লেহেঙ্গা, ফ্রক, পার্টি ফ্রক, শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, কাবলি, টুপি, কেজুয়াল ফ্রক, ওয়েস্টার্ন ও প্যান্টে ছিল বেশি আকর্ষণ। পছন্দের পোশাকের সঙ্গে মিল রেখে জুতা, গহনা, কানের দুল, চুড়ি, মালা ও ব্যাগ সংগ্রহ করেছেন তারা। এছাড়া কসমেটিক্স, ইলেকট্রনিক্স, মোবাইল, পারফিউমসহ নানা প্রসাধনী পণ্য সংগ্রহ করেছেন যমুনায় আসা ক্রেতাসাধারণ। অল্প সময়ে ও একই ছাদের নিচে পছন্দের সবকিছু পেয়ে খুশি তারা। শনিবার
ফিউচার পার্কে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ মেট্রো ও হুরের শোরুমে ছিল ক্রেতার ভিড়। মেট্রো ফ্যাশনে এবারের ঈদ ঘিরে নতুনভাবে ১৫-২০ ডিজাইনের পোশাক আনা হয়েছে। এরমধ্যে-সারারা-গারার, বেনারসি থ্রিপিস, লং গাউন, কটি থ্রিপিস, ইন্দো-ওয়েস্টার্ন টুপিস, কাপ্তান টুপিস, আফগান টুপিস, কটি স্কার্টসহ বিভিন্ন ডিজাইনের পোশাক প্রদর্শন করা হয়েছে। ক্রেতারা এর সবই পছন্দ করছে। রমজানের শুরু থেকেই যমুনা ফিউচার পার্কে ঈদ কেনাকাটায় কোটি টাকার আকর্ষণীয় পুরস্কার দিয়েছে যমুনা গ্রুপ। এই শপিংমলে কেনাকাটা করে ফ্রিজ, স্মার্ট এলইডি টিভি, গুগল টিভি, ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াই ফাই কানেকশন সংবলিত ডিজিটাল ডিসপ্লে, ইলেকট্রিক কেতলিসহ প্রায় ১৩০০ পুরস্কার জিতে নিয়েছেন ক্রেতারা। শপিংমলের যে কোনো শোরুম থেকে
সর্বনিম্ন ২০০০ টাকার কেনাকাটা করে কোটি টাকার এসব পুরস্কার জিতে নিয়েছেন তারা। এই ক্যাম্পেইন চলবে চাঁদরাত পর্যন্ত। আগত ক্রেতারা কেনাকাটার পর যেন সহজে উপহার পেতে পারেন- সেজন্য শপিংমলের সেন্টার কোর্টে গিফটের পৃথক বুথ করা হয়েছে। সেখানে থাকা কিউআর কোড ও www.jamunaeid.com ওয়েবসাইটে প্রবেশ করে পণ্য ক্রয়ের তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতা উপহার জিতলে বুথ থেকে তা সংগ্রহ করতে পারছেন। যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করে এখন পর্যন্ত প্রায় ১৩০০ আকর্ষণীয় পুরস্কার জিতে নিয়েছেন ক্রেতারা।