মৃত্যুর কাছে হার মানল বগুড়ার গুলিবিদ্ধ রাতুল – ইউ এস বাংলা নিউজ




মৃত্যুর কাছে হার মানল বগুড়ার গুলিবিদ্ধ রাতুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:৩৫ 11 ভিউ
বগুড়ায় গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির ছাত্র জুনাইদ ইসলাম রাতুল (১৫) মারা গেছে। ৪৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার সকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের ট্রমা সেন্টারে মারা যায়। নিহতের বাবা জিয়াউর রহমান এ তথ্য জানিয়েছেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বগুড়ায় বিজয় মিছিলে অংশ নিতে গিয়ে রাতুল পুলিশের গুলিতে গুরুতর আহত হয়। রাতুল বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়া, ঘোনপাড়ার মুদি দোকানি জিয়াউর রহমানের ছেলে। সে নিশিন্দারা উপশহরের পথ পাবলিক স্কুল ও কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে দেশের অন্যান্য স্থানের মতো বগুড়ায় বিজয় মিছিল বের হয়। রাতুল বড় বোন কলেজছাত্রী জেরিন ও ভগিনীপতি

আমির হামজার সঙ্গে বিজয় মিছিলে অংশ নেয়। মিছিল শহরের ঝাউতলা এলাকায় পৌঁছালে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা সদর থানায় হামলা চালায়। এ সময় পুলিশ গুলি চালালে রাতুল গুরুতর আহত হয়। রাতুলের মাথায় চারটি ছররা গুলি লাগে। একটি গুলি বাম চোখের মধ্য দিয়ে মাথায় ঢুকে যায়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছররা গুলিবিদ্ধ হয়। রক্তাক্ত ও অচেতন অবস্থায় রাতুলকে প্রথমে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে রেফার করেন। ভর্তির পর তার মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা খুলির অংশ কেটে মগজ থেকে একটি গুলি বের করেন। এক্সরে রিপোর্টে রাতুলের মাথা, চোখসহ শরীরে শতাধিক

গুলি পেয়েছেন চিকিৎসকরা। ৩৬টি গুলি অপসারণ করেছেন তারা। এরপর তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে কয়েকদিন আগে রাতুলকে ওয়ার্ডের বেডে দেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, রাতুল বেঁচে গেলেও দৃষ্টিশক্তি হারাতে পারে। রাতুলের বাবা জিয়াউর রহমান জানান, গত কয়েকদিন তার ছেলের অবস্থা ভালো ছিল। কথা বলেছে, খাওয়াদাওয়া করেছে। রোববার রাত ৪টার দিকে হঠাৎ তার অবস্থার অবনতি ঘটে। সোমবার সকাল ৬টার দিকে মারা যায় সে। জিয়াউর রহমান জানান, রাতুলের চিকিৎসায় এ পর্যন্ত ব্যক্তিগত ও শুভাকাক্সক্ষীদের সহযোগিতায় প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। এরপরও ছেলেকে বাঁচাতে পারলেন না। তিনি আরও জানান, সোমবার বাদ জোহর ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে রাতুলের প্রথম জানাজার পর মরদেহ বগুড়া

শহরের সুলতানগঞ্জপাড়া, ঘোনপাড়ার বাড়িতে আনা হবে। দ্বিতীয় জানাজা শেষে নামাজগড় আঞ্জুমান ই গোরস্তানে তাকে দাফন করা হবে। এদিকে সোমবার সকালে রাতুলের মৃত্যুর খবর এলে শোকস্তব্ধ হয়ে পড়ে তার পরিবার। স্বজনরা আহাজারি করতে থাকেন। পুরো এলাকায় মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুরোনোর বদলে নতুন সিন্ডিকেট চাই না রাজনৈতিক ব্যাংকের অবস্থা নাজুক ‘বিকাশে’ বিমানের ফ্লাইট বেচাকেনা নতুন সংবিধান রচনা ও জুলাই হত্যাকারীদের বিচারের দাবি ইরান লেবানন গাজায় অভিযান চালাবে ইসরাইল ডিম-মুরগির দাম বাড়িয়ে ২৮০ কোটি টাকা লোপাট অপুষ্টিতে ধুঁকে মরছে আফগানি শিশুরা টানা বৃষ্টিতে পাঁচ জেলায় জলাবদ্ধতা, শেরপুর ময়মনসিংহে বন্যার অবনতি ডিসি পদে বাছাই প্রক্রিয়া ও পদায়নে বিতর্ক সৃষ্টিতে উদ্বেগ সরকার নির্বাচন নিয়ে উদাসীন: মেজর হাফিজ কালো পতাকায় কালেমা: বিপজ্জনক প্রবণতা বিজয়নগরে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ রাজধানীতে ভারি বৃষ্টি হতে পারে আজও ইরান লেবানন গাজায় অভিযান চালাবে ইসরাইল সব নদ-নদী ঘিরে হবে ব্লু-নেটওয়ার্ক উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করবেন: সেনাপ্রধান মধ্যস্বত্বভোগীদের কারণেই ইলিশের দাম আকাশছোঁয়া মরিশাসের হাতে গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জ তুলে দিচ্ছে যুক্তরাজ্য ভারতে আজ প্রথম টি ২০ সাকিব-উত্তর বাংলাদেশের নতুন পথচলা শুরু সারা দেশে ভারি বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা চট্টগ্রামে